গুগল প্রতি বছর টপ টেনের এই লিস্ট দেয় সবচেয়ে বেশীবার সার্চ করার উপর ভিত্তি করে।
পড়াশুনা, চাকরি-বাকরির বাইরে আমাদের লাইফে যা আছে তা হলোঃ- পাশের দেশের মুভি, পাশের দেশের খেলা।
ক্রমানুসারে দেখে নিন ২০১৪ সালের সব থেকে বেশি বাংলাদেশ থেকে যে বিষয়গুলো বেশি সার্চ হয়েছে।
প্রথম দিকের ক্রমটা খুব সোজা।
(উদ্যোক্তা শব্দটা কি কখনো আসবে? )
- জানি না!
আপনিও দেখুন এই লিংক থেকে।
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
হেহেহে…. এটাই হলো রঙ্গেভরা বঙ্গদেশ।
কিন্তু আশা করি আগামীবছর দৃশ্য পাল্টাবে।
anyway, HAPPY NEW YEAR 😀