বাংলাদেশ থেকে যে বিষয়গুলো গুগলে ২০১৪ সালে সব থেকে বেশি বেশি সার্চ হয়েছে, দেখে নিন।

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

গুগল প্রতি বছর টপ টেনের এই লিস্ট দেয় সবচেয়ে বেশীবার সার্চ করার উপর ভিত্তি করে।

পড়াশুনা, চাকরি-বাকরির বাইরে আমাদের লাইফে যা আছে তা হলোঃ- পাশের দেশের মুভি, পাশের দেশের খেলা।

ক্রমানুসারে দেখে নিন ২০১৪ সালের সব থেকে বেশি বাংলাদেশ থেকে যে বিষয়গুলো বেশি সার্চ হয়েছে।

প্রথম দিকের ক্রমটা খুব সোজা।

  •  পড়াশুনা (১,২ হলো পাবলিক পরীক্ষার রেজাল্ট)
  • চাকরী (৪,৫,৬ এই তিনটাই চাকরীর সাথে সংক্রান্ত)

(উদ্যোক্তা শব্দটা কি কখনো আসবে? )

  • ৩ নাম্বারে আসছে ওয়ার্ল্ড কাপ, ৭ নাম্বারে আসছে পাশবর্তী দেশ ভারতের নিজেদের ক্রিকেট লীগ!
  • ৮ আর ৯ এর মাঝেজা কি কেউ বলবেন?
  • ১০ নাম্বারে ঈদ এসএমএস! :'-) এইটা কি গুগলে সার্চ করতে হয়?

- জানি না!

আপনিও দেখুন এই লিংক থেকে।

এই ১০টা এই বছরের সার্চ সব থেকে বেশি হয়েছে। 🙂

আমি এবং আমার ব্লগ

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হেহেহে…. এটাই হলো রঙ্গেভরা বঙ্গদেশ।
কিন্তু আশা করি আগামীবছর দৃশ্য পাল্টাবে।
anyway, HAPPY NEW YEAR 😀

ami to vabsilam serch list e adult type text besi thakbe,,,,,,,