কোন SEO বা কষ্ট ছাড়া আপনার সাইটে সারা বিশ্বের প্রচুর হিউম্যান ভিজিটর চান?

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আসসালামু আলাইকুম,

আজ যে টেকনিক টা আমি আমার বাংলাদেশী ভাইদের ফ্রিতে দিচ্ছি তা আমি fiverr.com মাধ্যমে ৫ ডলার করে বিক্রি করি। এই পর্যন্ত ২৮বার সেল হয়েছে।

যারা আমার মত ব্লগিং করে আডসেন্সে বা অন্যন্য থেকে আয় করেন, তাঁদের সফলতা নির্ভর করে ভিজিটর এর উপর,ভিজিটর ছাড়া ব্লগিং মূল্যহীন,আর আমরা যারা আডসেন্স এর মাধ্যমে আয় করি তাঁদের অন্যতম চিন্তার বিষয় কখন যে ব্যান হই, অ্যাডসেন্সে ব্যান হওয়ার অন্যতম কারণ ইম্প্রেশনের তুলনায় CRT বা ক্লিক বেশী হওয়া। আমার ব্লগে মুটামুটি ভাল ভিজিটর আছে কিন্তু তবু খুবই চিন্তাই ছিলাম,কারণ CRT বেড়ে যাওয়ার কারণে আগে ২বার ব্যান খেয়েছি,তাই CRT  বেড়ে গেলে খুব সমস্যা  হত।তাই অনেক সময় সাইট বন্ধ করে রাখতে হত,তাই এই বিষয় নিয়ে অনেক খুঁজাখুঁজি করতে করতে অবশেষে একটি বিশ্বস্ত সামধান আবিষ্কার করলাম।

এটি খুবই সহজ,

শুধু মাত্র একটি ছোট সফটওয়্যার চালু রাখলে হয়।

এই সিস্টেমের মাধ্যমে,

কত মিনিট পর পর আপনার সাইটে ভিজিটর আসবে,

কোন কোন রেফারেন্স সাইট থেকে আসবে,

প্রতি ঘণ্টায় কত ভিজিটর আপনার সাইটে আসবে,

কত মিনিট থাকবে সব আপনি নিজে ঠিক করে দিতে পারবেন।

আপনি যখন,

সফটওয়্যার চালু  রাখবেন, সাথে সাথে আপনার আকাউন্টে মিনিট আসতে শুরু করবে , এই মিনিটের আদল বদল এর মাধ্যমে আপনার সাইটে ও ভিজিটর আসতে শুরু হবে।

আপনার সাইটে সারা বিশ্বের প্রচুর হিউম্যান ভিজিটর হুর হুর করে বাড়ানোর জন্য আপনাকে যা করতে হবেঃ

* প্রথমে এই সাইটে গিয়ে রেজিস্ট্রেসন করতে হবে লিঙ্ক এর জন্য আমার ব্লগে

* একাউন্টে লগ-ইন করে,ম্যানেজ ওয়েবসাইট ট্যাবে গিয়ে আপনি যে সাইটের ভিজিটর বাড়াতে চান ঐ সাইট অ্যাড করতে হবে।

* এখন আপানার সাইটে ভিজিটর বাড়ানোর  জন্য আপানর দরকার মিনিট । মিনিট কালেক্ট করার জন্য সফটওয়্যার চালু  রেখে

 Start এ ক্লিক করতে হবে

এখন শুরু,  একটা ট্যাব ওপেন হবে একটা একটা ওয়েবসাইট আসবে  আবার বন্ধ হয়ে যাবে।সাথে সাথে আপনার মিনিট কালেক্ট হতে থাকবে।আবার অটোমেটিক ঐ পয়েন্ট কেটে কেটে আপানর সাইটে সারা বিশ্বের প্রচুর হিউম্যান ভিজিটর আসা শুরু হবে।

আপনি চাইলে মিনিট ক্রয়ও করতে পারেন

আজ এইখানে শেষ করলাম।

ভুল হলে কমা করবেন।

আল্লাহ হাফেজ।

ফেসবুকে আমিঃ 

Level 2

আমি atmzakaria। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai ki software

এটা করলেতো গুগল এডসেন্স ব্যান হওয়ার সম্ভবনা আছে। এক্সপার্টদের মতামত চাই।

software এর Download লিঙ্ক টা কই? টিউন করলে পুরাটা করার চেস্টা করবেন। ভুয়া টিউন দিয়ে অন্যকে হয়রানি করা হতে বিরত থাকুন। আশা করি বুঝতে পেরেছেন।