আশা করি সকলেই ভালো আছেন। ফালতু পেচাল না দিয়ে কাজের কথায় চলে যাই। আপনারা সকলেই জানেন যে অন পেজ এসইও তে মেটা কীওয়ার্ড যুক্ত করা কতটা গুরুত্বপূর্ণ । কিন্তু সবচে বড় সমস্যা হল ব্লগার এর প্রতিটি পেজ বা পোস্ট এ কীওয়ার্ড যুক্ত করা যাই না । এই সমস্যার সমাধান দিতে আমার আজকের এই টিউন ।
প্রশ্ন: আমি কি ব্লগার এর প্রতিটি পেজ বা পোস্ট এ কীওয়ার্ড যুক্ত করতে পারব?
উত্তর: হাঁ । অবশ্যই পারবেন ।
নিয়মাবলী: প্রথমেই একটা কথা বলে নেয় যে, আপনার ব্লগার এর টেম্পলেটের কোন প্রকার পরিবর্তন করার পূর্বে ব্যাকআপ করে নিন।
আমরা এই কাজটি করব মোট ৬ টি ধাপে ।
১ম ধাপ: আপনার ব্লগার এ লগ ইন করুন ।
২য় ধাপ: যে কোন একটি ব্লগ নির্বাচন করুন ।
৩য় ধাপ: চলে যান Template >> Edit HTML । এবং CTRL+F চাপুন । তারপর এই কোডটি খুঁজে বাহির করুন ;
<b:include data=’blog’ name=’all-head-content’/>
৪ নং ধাপ: উপরের কোডটি খুঁজে পেলে তার ঠিক নিচে এই কোডটি পেস্ট করুন ;
<b:if cond='data:blog.url == "PAGE-URL"'>
<meta content='PAGE-DESCRIPTION' name='description'/>
<meta content='PAGE-KEYWORDS' name='keywords'/>
</b:if>
৫ নং ধাপ: এখন প্রত্যেকবার নতুন পোস্ট করার পর এই কোড টি পেস্ট করুন ।
নোট: যদি আপনার ব্লগ এ ১০০ টি পোস্ট থাকে তাহলে আপনাকে ১০০ বার এই কোডটি পেস্ট করতে হবে ।
৬ নং ধাপ: এইবার SAVE TEMPLATE এ ক্লিক করুন । ব্যাস আপনার কাজ হয়ে গেল ।
নোট: ১. আপনার পেজ URL টি PAGE-URL এইখানে লিখুন ।
২. আপনার পেজের মেটা DESCRIPTION গুলো PAGE-DESCRIPTION এই খানে লিখুন ।
৩. এইবার আপনার মেটা কীওয়ার্ড গুলো PAGE-KEYWORDS এই খানে লিখুন ।
কিছু ভুল হলে ক্ষমা করবেন ।
আগামি টিউন এ আবার দেখা হবে ।
আর সময় পেলে আমার মুভি, ভিডিও, ওয়ালপেপার ডাউনলোড সাইট টি ঘুরে আসতে পারেন ।
আমি তাহমিদ বোরহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 177 টি টিউন ও 680 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 43 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি তাহমিদ বোরহান। টেক নিয়ে সারাদিন পড়ে থাকতে ভালোবাসি। টেকটিউন্স সহ নিজের কিছু টেক ব্লগ লিখি। TecHubs ব্লগ এবং TecHubs TV ইউটিউব চ্যানেল হলো আমার প্যাশন, তাই এখানে কিছু অসাধারণ করারই চেষ্টা করি!
Post e KEYWORDS ki re add korbo ?