আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
SEO পূর্ণ রুপ হল সার্চইঞ্জিন অপটিমাইজেশন। SEO হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিন এর কাছে গুরুত্বপূর্ণ করে তুলে। যাতে একটি নিদিষ্ট বিষয়ের সার্চ রেজাল্টে ওয়েব সাইটটি অন্য সাইটকে পেছনে ফেলে সবার আগে পদরশিত হতে পারে। এ ধরনের সার্চ রেজাল্ট কে organic বা natural সার্চ সার্চ রেজাল্ট বলা হয়। সার্চ রেজাল্ট এর প্রথম প্রিস্টায় দশটি ওয়েবসাইট এর মধ্যে নিজের ওয়েবসাইট কে নিয়ে আসাই সবার লক্ষ্য থাকে। কারন বেবহারকারীরা সাধারনত শীর্ষ দশের মধ্যে তার কাঙ্ক্ষিত ওয়েবসাইট না পেলে দ্বিতীয় পৃষ্ঠায় যায় না। তারমানে শীর্ষ দশে থাকা মানে ওয়েবসাইট এ বেশি পরিমাণ ভিজিটর পাওয়া ...।
আর বেশি ভিজিটর মানে বেশি আয়। এজন্য সবায় মরিয়া হয়ে নিজের ওয়েবসাইট কে সার্চইঞ্জিনের জন্য উপযুক্ত করেন । আর এই কাজটাই করা হয় SEO এর মাধ্যমে।
আশা করি SEO কি সবায় বুজতে পেরেছেন।
আজ এই পর্জন্তই,
ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আগামী টিউন এ আপনাদের জন্য নতুন কিছু আনবো
এই মনে করে আজ বিদায়... দেখা হবে আগামী টিউন এ,এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি।
সময় পেলে আমার সাইট এ ঘুরে আসতে এখানে ক্লিক করুন
আমি আলইসলাম আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বুঝতেসি না কি করবো এসইও নাকি ওয়ার্ডপ্রেস।