প্র্যাক্টিক্যাল বাংলা ভিডিও টিউটোরিয়ালে শিখি এসইও। প্রথম ধাপ- এসইও কি এবং কেন?

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

কেমন আছেন সবাই? ফ্রীল্যান্সিং শুরু করার জন্য অনেকেই প্রথমে এসইও শিখতে আগ্রহ প্রকাশ করেন আবার অনেকে অন্যান্য বিষয়ের কাজ শিখতে চান। কিন্তু আসলে এসইও কিন্তু শুধু যারা এসইও শিখে কাজ করবেন তাদের জন্যই নয়। এটি আমার মতে অনলাইনে ঘাটাঘাটি করেন এবং সবারই জানা থাকা উচিত বলে আমি মনে করি। কারন, এসইও অনলাইনের সামগ্রিক বিষয়ের সাথে জড়িত অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যে কেবল ফ্রীল্যান্সিং করার জন্যই এসইও শিখবেন এমন মোটেও নয়। অনলাইনে আপনার জ্ঞান সমৃদ্ধ করতে এসইও প্রয়োজন। আপনি যদি ফ্রীল্যান্সিং নাও করেন, বা আপনি যদি শুধু মাত্র নেটের একজন স্বাভাবিক ইউজারও হন তাহলেও যদি আপনি এসইও শেখেন, এতে করে আপনি দেখবেন আপনি খুব সহজে নেট থেকে বিভিন্ন বিষয় বের করে ফেলতে পারছেন বা অন্যদের তুলনায় কম সময় আপনি বেশি তথ্য পেয়ে যাচ্ছেন। তাছাড়া নেটের অনেক কিছুই এবং অনেক কমন প্রশ্নের উত্তর পেতে আপনি এসইও এর নলেজ মাথায় রাখতে পারেন। আর যারা প্রফেশনালভাবে এসইও শিখে আয় করতে চান তারা তো পারবেনই। তো তাহলে চলুন আজ জেনে নেই এসইও কি এবং কেন করতে হয়। এসইও শিখতে আগ্রহীদের জন্য ভিডিও টিউটোরিয়ালগুলো বেশ উপকারে আসবে বলে আশা করি।

প্রথমেই টিউটোরিয়ালটি সম্পর্কে দুটি কথাঃ

আমাদের এই বাংলা টিউটোরিয়াল গুলো আপনারা অনেকেই হয়ত আগে ইউটিউব থেকে দেখেছেন। তবে যারা আইটি বাড়ি প্রকাশিত এসইও বাংলা ভিডিও টিউটোরিয়াল গুলো আগে দেখেন নি বা দেখার সুযোগ হয় নি তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের মাঝে টিউটোরিয়াল গুলো শেয়ার করছি। অবশ্য যারা অনেক দিন আগে আমাদের টিউটোরিয়াল দেখেছেন তাদেরকে আবারও দেখার জন্য অনুরোধ করছি, কারন টিউটোরিয়াল গুলো আপডেট করা হয়েছে এবং শুধুমাত্র টেকটিউন ইউজারদের জন্যই টিউটোরিয়ালগুলো শেয়ার করছি। আশা করি সবার ভাল লাগবে।

 

তাহলে চলুন টিউটোরিয়াল দেখে নিই:

টিউটোরিয়াল এর ইউটিউব লিঙ্ক- এখানে ক্লিক করুন।

আপনার নেট স্লো থাকলে ভিডিওটি ঝাপসা দেখা যেতে পারে। সেক্ষেত্রে ৭২০ পিক্সেল কোয়ালিটিতে ডাউনলোড করে দেখবেন।

>> ভিডিও সম্পর্কে কোন কিছু জানার থাকলে আমাদের জানান। এসইও সঙ্ক্রান্ত যে কোন হেল্প পেতে এখনই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন। এখানে ক্লিক করুন।

>> ফ্রী টিউটোরিয়াল এবং ফ্রীল্যান্সিং সংক্রান্ত লিখা পড়তে আইটি বাড়ি থেকে ঘুরে আসতে পারেন। আইটি বাড়িতে যেতে এখানে ক্লিক করুন।

 

বিঃ দ্রঃ এই বাংলা টিউটোরিয়ালগুলো আইটি বাড়ি দ্বারা কপিরাইট স্বীকৃত। শুধুমাত্র শেখার উদ্দেশ্যে এটি সবার মধ্যে শেয়ার করা হল। কোনরূপ ব্যাবসায়িক উদ্দেশ্যে টিউটোরিয়ালগুলো কপি বা বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

কেমন হল অবশ্যই জানাবেন। ভাল থাকবেন সবাই। ইনশাআল্লাহ্‌ দেখা হবে আগামী পর্বে।

Level 0

আমি আইটি বাড়ি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ami apnader dvd order korechi, ekhon bolen sey dvd er vitor ki ey tutorial ase naki update net theke namate hobe?

    @limon777: কবে অর্ডার করেছেন? যারা ডিভিডি আগে নিয়েছেন তাদের জন্যই নেটে আপডেট দেয়া হয়েছে। আপনি যখন ডিভিডি অর্ডার করেছেন তখনকার সর্বশেষ আপডেটটাই আপনাকে দেয়া হয়েছে। কাজেই আপডেট নিয়ে চিন্তার কিছু নেই। শুধুমাত্র যারা মিনিমাম ৩ মাস আগে ডিভিডি অর্ডার করেছেন তাদেরকেই এই আপডেট ডাউনলোড করে নিতে হবে। ধন্যবাদ।

ধন্যবাদ ।