সার্চ ইঞ্জিনসমূহে আপনার ব্লগটির ঠিকানা সাবমিট করুন

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আসসালামু আলাইকুম । আশা করি  আপনারা সবাই ভালো আছেন । এবার কাজের কথায় আসি ।অনেকেই নতুন ব্লগ তৈরি করার পর তা সার্চ ইঞ্জিনের অন্তর্ভূক্ত করার জন্য কী করবেন তা ভেবে পান না। আসলে আপনার ব্লগে অন্যান্য ব্লগ থেকে ব্যাংকলিংক থাকলে গুগলসহ অন্যান্য সার্চ ইঞ্জিন ক্রল করে একসময় ঠিকই আপনার ব্লগ খুঁজে বের করবে এবং তা ইনডেক্স করবে। তারপরও যদি আপনি নিজে সার্চ ইঞ্জিনসমূহকে আপনার ব্লগ সম্বন্ধে অবগত করাতে চান, তাহলে তা আপনি সংশ্লিষ্ট সার্চ ইঞ্জিনের নির্দিষ্ট পৃষ্ঠা থেকে করতে পারেন। আসুন জেনে নেয়া যাক কীভাবে আপনি আপনার ব্লগের ঠিকানা সার্চ ইঞ্জিনসমূহে সাবমিট করবেন।

গুগল

সার্চ জায়ান্ট গুগলকে হাত করতে পারলেই আসল কাজ মূলত শেষ। অনেকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে থাকেন শুধু গুগলের জন্য। গুগল নিজে নিজেই আপনার সাইট খুঁজে বের করতে পারে। তবে ম্যানুয়ালি নোটিফাই করতে এই লিংকে গিয়ে আপনার ব্লগের ঠিকানা এবং সংক্ষেপে ব্লগের বিষয়বস্তু লিখে দিন। দু’একদিনের মধ্যেই গুগল-প্রেরিত দূত (Search Bot/ Crawler) আপনার ব্লগে এসে ঘুরে যাবে।
আপনার ব্লগকে আরো গুগল ফ্রেন্ডলি করে তুলতে গুগল ওয়েবমাস্টার টুলসের সাহায্য নিতে পারেন।

ইয়াহু

গুগলকে হাত করলেই মূলত কাজ শেষ। অন্যরা গুগলের কাছ থেকেই আপনার ব্লগ সম্পর্কিত তথ্য জেনে নিবে। তবুও যদি আপনি ইয়াহুকে আপনার ব্লগ সম্বন্ধে জানাতে চান, তাহলে এই লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিন। তবে ইয়াহু সার্চ ইঞ্জিনে তথ্য অন্তর্ভূক্তির জন্য ইয়াহু মেইলে আপনার অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে।

বিং

মাইক্রোসফট সম্প্রতি আলোচনায় উঠে এসেছে তাদের নতুন সম্ভাবনাময় সার্চ ইঞ্জিন বিং-য়ের নাম ধরে। যদিও আমার মতো গুগল ফ্যানরা বিং-টিংকে দাম দেবেন না, তবুও ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করে অসংখ্য ব্লগ টিউন পড়ে জানতে পারলাম বিংয়ের জনপ্রিয়তা ঈর্ষণীয়। অনেকেই বিংকে গুগলের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বলে আখ্যায়িত করছেন যদিও আমি বিশ্বাস করি গুগল সার্চ ইঞ্জিনকে হার মানানো প্রায় অসম্ভব। বিং ব্যবহারকারী প্রায় প্রত্যেকের কাছ থেকেই যে একটি কথা শোনা গেছে সেটা হচ্ছে বিং এর ফলাফল অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ বা relevant । সুতরাং, আপনার ব্লগ সম্পর্কে বিংকে আগেভাগেই তথ্য জানিয়ে রাখতে পারেন। এ জন্য এই লিংকে ক্লিক করে ব্লগের ঠিকানা প্রদান করুন।

সার্চ ইঞ্জিন জগতে আরো অসংখ্য ছোট-বড় সার্চ ইঞ্জিন রয়েছে তবে আমার মতে শুধু গুগলের জন্য ব্লগ অপটিমাইজ করলেই যথেষ্ট। তবুও গুগল, ইয়াহু এবং বিং — এই তিনটি মেজর সার্চ ইঞ্জিনে আপনার ব্লগ সাবমিট করার পর অন্যদের নিয়ে ভাবার কোনো প্রয়োজনই নেই। এরপর আপনার কাজ হচ্ছে গুগলের দিকে নজর দেয়া এবং গুগল সার্চে আপনার ব্লগকে প্রথম পৃষ্ঠায় আনতে চেষ্টা তথা এসইও এর কাজ অব্যাহত রাখা।

সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে

Level New

আমি ফরিদ আহাম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 352 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thank You Brother! Sikte Parlam! Tune Khub Sondar Hoice!

আপনি একটি ওয়েবসাইট এই সবগুলো সার্চ ইঞ্জিন এ আপনার ব্লগ সাবমিট করতে পারেন। “গ্রীন এসইও টুলস” ডট কম ওয়েবসাইট এ। Green SEO Tools DOT COM

ভাল

ধন্যবাদ Polash Khan

ধন্যবাদ মুন্না

ধন্যবাদ ভাস্কর বনিক