সকলের জানা থাকা ভালো All About Google PANDA 4.0(SEO Update)

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আমি টেকটিউনস এ টিউনার হিসাবে নতুন (inactive চিলাম 😐 )কিন্তু পাঠক হিসাবে প্রথম থেকে ই আছি শুধু ভিজিটর হিসাবে আসছি। গুরুত্তপুন্য একটা টপিক নিয়ে কথা বলব। আজ Google panda update 4.0 কি ? এটি সাইট কে কেন কি কি কারনে প্রভাবিত করবে করনীয় কি আমাদের এগুলো নিয়ে কথা বলব। আমি অনেকদিন যাবত থেকে FREELANCE  ব্যাপারটা বুজতে চেষ্টা করচ PTC আমল থেকে। কাজ পাউয়া কঠিন ২,৩ টা 0desk Job ও করসি পরে বাদ দিছিলাম যখন ই নেট এ বসসি নতুন কিছু জানতে চাইছি। ঈনশা-আল্লাহ আপনাদের দোয়া এ আমি ফ্রীলাঞ্চে নতুন স্বপ্ন দেখতেসি। আমার Internet research about Google Latest Update এর নোট টা আমার টেকটিউনস এ উৎসর্গ করলাম 😛 যাক ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখিবেন আল্লাহর নামে সুরু করলাম...

Google PANDA  4.0 :

Google  যেমন সকলের কাছে অতি পরিচিত নাম তেমন  গুগলের সার্চ ইঞ্জিন সেবাও আমাদের কাছে পরিচিত। যা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য খুঁজতে সহায়তা করে থাকে। আর যে ওয়েবসাইট গুগল সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় থাকে সবাই তাই ব্যবহার করে এবং ঐ সকল সাইটের ভিজিটরের সংখ্যা বেড়ে যায়। তাই সকল ওয়েবসাইটের মালিক ই চায় যে তার সাইটটি 1st page এ থাক। তাই তারা তাদের সাইটে ভিজিটর বাড়ানোর জন্য লিংক বিল্ডিং, সোশ্যাল বুকমার্মার , ব্লগ টিউমেন্ট, গেস্ট টিউনিং এর উপর নির্ভর করে থাকে যা গুগলের পেঙ্গুইন আপডেটে সমস্যা না হলেও পান্ডা আপডেটে সমস্যার সৃষ্টি করে। কারণ হচ্ছে এভাবে তৈরি করা সাইটগুলো নিম্ন মানের হয়ে থাকে এবং ভিজিটররা অনেকসময় বিব্রতকর অবস্থায় পড়ে। কোন কোন সাইটগুলোর এ ধরনের সমস্যা আছে তা নিরুপনের জন্যই গুগল নতুন ধরনের আপডেটের কথা চিন্তা করে ২৫ শে মে, ১০১৪ ইং তারিখে নতুন এলগরিদম আপডেট যার নাম PANDA  4.0  আপডেট।

গুগল এর PANDA 4.0 আপডেটর কথা যারা এসইও এর কাজ করে সকলেই জানি। কিন্তু এর তাৎপর্য টা কী, এটা কোন সাইটের রেঙ্ক এর অথবা ইনডেক্স এ কেমন প্রভাব তাউ জানতে হবে।

Effect Of Google Panda 4.0 :

যেসব বিষয়গুলো PANDA 4.0আপডেটের দ্বারা প্রভাবিত হয় ঃ

১) ওয়েবসাইট এ নিন্মমানের কন্টেন্ট থাকলে।

২) যদি ঐটি লোড নিতে বেশী সময় লাগে। লোড চেকের জন্য PageSpeed ​​Online এর সহায়তা নিতে পারবেন।

৩) সাইটের আনেকগুলো পেজ আছে কিন্তু তা ভালভাবে ইনডেক্স না তবে সমস্যা ।

৪) সাইটে ডুপ্লিকেট কনটেন্ট থাকলে ।

৫)কন্টেন্ট এ ব্যাকরন  জনিত সমস্যা থাকলে।

৬) লেখাটি পড়ে যদি মনে হয় যে এটি কৃত্তিম বা ভাড়াটে লেখা , এসইও এর ভাষায় যাকে কনটেন্ট ফ্রেম বলে এমন লেখা সাইটের মধ্যে বেশী পরিমাণে থাকলে।

৭) সাইটে অনেকগুলো ব্রকেন লিংক থাকলে।

৮) বাউন্স রেট বেশি থাকলে।

How to Prevent Effect Of Google Panda 4.0 :

আপনার সাইটের প্রভাবিত হবার সম্ভাবনা আছে কিনা!!

কিছু ওয়েবসাইট ও টুল আছে যার দ্বারা আগ থেকেই বুঝা যাবে সাইটের অবস্থা কি বা

আপডেটের এলগরিদম কেমন? তিনটি টুল আছে সেগুলো হলঃ

Panguin Barracuda:

 MOZ থেকে DATA Collect করে Google Analytics account এর মাধ্যমে ঐ account ধারীকে আপডেটের এলগরিদম দেখায়। এজন্য Penguin  ইনস্টল করার দরকার নেই শুধুমাত্র Google Analytics account এর মাধ্যমে পেঙ্গুইন টুলের মধ্যে প্রবেশ করলেই হল।

Google Chrome Extension:

যার আরেক  নাম Chartelligence  এটি  গুগল এলগরিদম আপডেটে  খবর খুঁজতে সহায়তা করে। এর আরও একটি সুবিধা হচ্ছে এটা দ্বারা কোন নির্দিষ্ট ইভেন্টের আপডেট জানা যায়। ধরেন যদি কেউ যদি এপ্রিল ২০১৪ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আপডেটের খবর জানতে চায় তা এর  দ্বারা জানা সম্ভব।

# ব্লগগুলো থেকে লো কোয়ালিটিসম্পন্ন কনটেন্ট বাদ দিতে হবে।বেসিক এসইও জানতেই হবে।

#  ভালো মানসম্পন্ন কনটেন্ট লিখতে হবে।কোন প্রকার স্পামিং করা যাবে না।

# নিয়মিত ব্লগগুলোর লেখাগুলোকে আপডেট করতে হবে, বৈধ অথরশিপ ট্যাগ ব্যবহার করতে হবে এবং সাইটটির জন্য গুগল প্লাসে পেজ খুলে তার সাথে সাইটের লিংক করাতে হবে।

# সাইটের রেফারাল ট্রাফিক বাড়াতে হবে।

# LSI কীওয়ার্ড ব্যবহার করতে হবে।

#  অপ্রয়োজনীয় ব্রোকেন লিংকগুলো বাদ দিতে হবে।

# অপ্টিমাইজড ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করতে হবে।

# সাইটটিকে সোশ্যাল নেটওয়ার্কের বিভিন্ন সাইট যেমন, ফেইসবুক, টুইটার, লিংকডইন, প্রিন্টারেস্ট ইত্যাদি সাইটে প্রমোশন বারাতে হবে। স্থানীয়ভাবে কোন সুপরিচিত সাইটের  মাধ্যমেও সাইটের প্রমোশন করা্নো যেতে পরে।

চারটি অনলাইন টুলের ঠিকানা দেয়া হল যা আপনাদের সাইট বা ব্লগের স্পীড টেষ্ট করে দেবে।

1. Pingdom Tools

2. Free Website Performance Test

3. WebPagetest
4. Web Page Analyzer

সবশেষে বলব গুগলে সকলকে এস ই ও শিখায়া ছাড়বে আরকি। বসে থেকে লাভ নাই Google Search  এ যান Google SEO Starter Guide 2014  Download  করে কাজে নামেন।

আমার জন্যে দোয়া করবেন। আমি আপনাদের নতুন নতুন বেপার গুলো সহজ করে ঊপস্থাপন কতে চেষ্টা করব।।

আল্লাহ্‌ হাফেয

আমার ব্লগ এ চোখ রাক্তে পারেন Basic seo,Search engine,Facebook,facebook page সম্পর্কে জানতে - ফেসবুক ব্লগ

Level 0

আমি সাইয়েদ সিরাত উল্লাহ্‌। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

we are a web developer and a social promoting company in Mymensingh, wanna give mymensingh Best service ever..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস