এসইও শিখুন সফল ক্যারিয়ার গড়ুন [পর্ব-০৪] :: আলোচ্য বিষয়ঃ কী ওয়ার্ড রিসার্চ এর বিভিন্ন টুলস।

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আসসালামু আলাইকুম, এসইও শেখার ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদেরস্বাগতম।এই টিউন এর শেষে ভিডিও এর লিংক দেওয়া আছে আপনারা সেটা দেখে নিলে সব বুঝতে পারবেন।

আলোচ্য বিষয়ঃ কী ওয়ার্ড রিসার্চ এর বিভিন্ন টুলস।

আজকে আমি আপনাদের সাথে কী ওয়ার্ড রিসার্চ এর বিভিন্ন টুল নিয়ে আলোচনা করব।আমাদের প্রথমে যে টুল গুলো লাগবে,সে গুলো হলঃ

১। গুগল সার্চ টুল     (http://www.google.com)

২। গুগল অ্যাডওয়ার্ডস টুল (https://adwords.google.com/ko/KeywordPlanner)

৩।গুগল ট্রেন্ড টুল       (http://www.google.com/trends/explore)

এগুলোর প্রতিটির কাজ আপনাকে অবশ্যই জানতে হবে। এ টুলস গুলো ব্যবহার করে আপনাকে কী ওয়ার্ড রিসার্চ করতে হবে। এসইও এর প্রধান পার্ট মুলত অন পেজ এসইও । আর অন পেজ এসইও এর প্রধান পার্ট হল কী ওয়ার্ড রিসার্চ। এজন্য কেও এই পার্ট মিস করবেন না।উপরের টুল গুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিওতে। আর এগুলো ছাড়াও আর কিছু কী ওয়ার্ড রিসার্চ টুল আছে। আপনারা নেট ঘেতে দেখতে পারেন।

আজকের মত এখানেই শেষ। আল্লাহ হাফেয।

ইউটিউব ভিডিও লিংক

Level 0

আমি Ashik Hasib Anup। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I want to be a hacker but can't find a proper way.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ato short tutorial dile ki serial tuner how jabe?

vAI VIDEO DURATION 20 MIN.ER CHEYE BORO KORLE SETA TO AR CHAIN TUNE HOI NA.5 HRS ER AKTA VIDEO BANAYYA UP DILEI CLEAR.LOL@ REJAUL KARIM

চরম হচ্ছে ভাই । আরও চাই ।