অফ পেজ এসইও এর ক্ষেত্রে সোশিয়াল বুকমারকিং খুব গুরুত্বপূর্ণ । গুগল পেজ র্যাঙ্ক এবং আপনার ওয়েবসাইটের এর ভিসিটর দুই দিকের জন্যই এটা সমান ইতিবাচক । গুগুল এর বিভিন্ন আপডেট এর পরে এসইও খুব সতর্কতার সাথে করতে হচ্ছে । বিশেষ করে , কিওয়ার্ড রিলেটেড সাইটে ব্যাকলিঙ্ক করা গুগল অনুমতি দিচ্ছে । সোশিয়াল বুকমারকিং এর ক্ষেত্রেও এটা দেখে নেওয়া ভালো যে , আপনি যে সাইটে বুকমার্ক করবেন সেই সাইটে আপনার কিওয়ার্ড রিলেটেড ক্যাটাগরি আছে কিনা । না থাকলে বুকমার্ক না করাই ভালো । আর প্রকৃত তথ্য দিয়ে বুকমার্ক করা উচিত , তাহলে সেটা স্পাম এর আওতাই পড়বে না। নতুন - পুরানো সব বুকমারকিং সাইটেই আপনার সাইটের কন্টেন্ট বা লিঙ্ক বুকমার্ক করবেন , তবে ধীরে ধীরে , একদিনে সব না করাই ভালো । আস্তে আস্তে করুন , তাহলে ফলাফল ভালো হবে । আমি কিছু আপডেটেড সোশিয়াল বুকমারকিং সাইটের লিস্ট দিলাম ।
সোশিয়াল বুকমারকিং লিস্টঃ
১১। http://technorati.com
১২। http://www.newsvine.com
১৩। http://www.fark.com
১৪। http://www.readwrite.com
১৫। http://www.blinklist.com
১৬। http://www.boingboing.net
১৭। http://www.metafilter.com
১৮। http://www.boingboing.net
১৯। http://www.techdirt.com
২০ । http://www.designfloat.com
২২। http://www.Jumptags.com
২৩। http://www.yammer.com
২৪। http://www.linkarena.com
২৫। http://www.diigo.com
আশা করি , টিউনটি আপনাদের উপকারে আসবে । ভালো থাকবেন সবাই 🙂
আমি আবির মিলন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টেকটিউনস পাঠক, আমি এম আবির মিলন , পড়ছি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে । ভালোবাসি গান শুনতে আর ঘুরে বেড়াতে । আমার টেকটিউনস এ যুক্ত হওয়ার উদ্দেশ্য হল , এই টেকটিউনস এর জ্ঞানের সমুদ্র থেকে নিজে শেখা এবং আমার জ্ঞান নামক ছোট্ট হাড়ি থেকে কিছু বন্টন করা ।ধন্যবাদ
ধন্যবাদ টিউনের জন্য।