এসইও শিখুন সফল ক্যারিয়ার গড়ুন [পর্ব-০৩]:: আলোচ্য বিষয়ঃ কী ওয়ার্ড , সার্চ কিউরি, কী ওয়ার্ড রিসার্চ এর পদ্ধতি, ডোমেইন এর প্রভাব।

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আসসালামু আলাইকুম, এসইও শেখার ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদেরস্বাগতম।এই টিউন এর শেষে ভিডিও এর লিংক দেওয়া আছে আপনারা সেটা দেখে নিলে সব বুঝতে পারবেন।

আলোচ্য বিষয়ঃ কী ওয়ার্ড , সার্চ কিউরি, কী ওয়ার্ড রিসার্চ এর পদ্ধতি, ডোমেইন এর প্রভাব।

কী ওয়ার্ড হল একটা সাইটকে বর্ণনাকারী শব্দ। অর্থাৎ কীওয়ার্ড এর মাধ্যমে একটা সাইট কোন ধরনের টা জানা যায়। এসইও এর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হল সঠিক কী ওয়ার্ড নির্বাচন।কারন, ওই কী ওয়ার্ড নিয়েই আপনাকে পুরো এসইও এর কাজ করতে হবে। যদি কী ওয়ার্ড নির্বাচন সঠিক না হয়, তবে আপনি সারা জীবনেও সফল হতে পারবেন না।তাই এ কাজ খুব মন দিয়ে করতে হবে।

কী ওয়ার্ড রিসার্চ এর জন্য আপনাকে তা লেখার সঠিক নিয়ম জানতে হবে। এজন্য আপনাকে এক্সেল শিট ব্যবহার করতে হবে। আমার ভিডিও টিউটোরিয়ালে তা দেখানো হয়েছে।

কী ওয়ার্ড রিসার্চ এর জন্য আপনাকে ৩ টা স্টেপ ফলো করতে হবে।

এগুলো হল- ১। প্রথমে আপনাকে ভাবতে হবে

২।তারপর আপনি অন্যদের জিজ্ঞাসা করতে পারেন

৩। ১ ও ২ নং ধাপে যে কী ওয়ার্ড গুলো পেয়েছেন, সেগুলোকে বিভিন্ন টুলস ব্যবহার করে ফাইনাল কী ওয়ার্ড নির্বাচন করতে হবে।

আগামি টিউটোরিয়ালে এ সব টুল নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ্‌।

এগুলো কিভাবে করবেন তা আমার ভিডিও তে প্রাকটিক্যালি দেখানো হয়েছে।

আজকের মত এখানেই শেষ। আল্লাহ হাফেয।

   ইউটিউব ভিডিও লিংক

Level 0

আমি Ashik Hasib Anup। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I want to be a hacker but can't find a proper way.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুব সুন্দর চালিয়ে যান। আমি আছি আপনার সাথে। আমি শিখতে চাই……………….

okk.InshaAllah

ধন্যবাদ টিউনের জন্য।