আসসালামুয়ালাইকুম, আসা করি সবাই ভাল আছেন, এইটা আমার প্রথম টিউন আসা রাকছি আপনাদের কাজে লাগবে।
আমার নিজের অভিজ্ঞতা থেকে, ফোরাম একটি ওয়েবসাইট এর ট্রাফিক শ্রেষ্ঠ উৎস. আপনি কিছু জনপ্রিয় ফোরাম ব্যবহার করতে পারেন, আপনি প্রতিদিন আপনার ওয়েবসাইট এ হাজার হাজার ট্রাফিক ফ্রী পেতে পারেন।
আপনি ফোরাম থেকে কত ট্রাফিক ড্রাইভ করতে পারবেন?
ফরাম টিউন এর মাদ্ধমে আপনি কত পরিমান ট্রাফিক পেতে পারেন এতা বলা খুব কঠিন কারন আপনি ফ্রী ট্রাফিক ড্রাইভ করতে জাচ্ছেন, আপনার পূর্বের অভিজ্ঞতা বা টিউন করার দক্ষতার উপর নিরভর করে অনেক সময় আপনি যে বিষয় নিয়ে টিউন করলেন তার গুরুত্ত এর উপর নির্ভর করবে আপনার কাঙ্ক্ষিত ট্রাফিক।
এক সাথে কত গুলা ফরাম ব্যাবহার করা জেতে পারে?
উত্তর আপনারই জানা আছে. যত বেশি ফরাম টিউনিং করবেন তত বেশি পরিমান ট্রাফিক পাবার সম্ভাবনা আপনার থাকবে. আপনাকে শুধু আপনার কাঙ্ক্ষিত সাইট এর সমমান ফরাম গুলাতে টিউনিং করতে হবে। তাই আপনাকে আগে আপনার কাঙ্ক্ষিত সাইট এর জন্য নির্দিষ্ট ফরাম গুলা খুজে নিতে হবে।
আপনার কাঙ্ক্ষিত সাইট এর সমমান ফরাম গুলার একটি তালিকা করে নিতে পারেন
আপনাকে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত সাইট এর সমমান ফরাম গুলাতে টিউনিং করতে হবে, যেমন আপনার সাইট যদি হেল্থ সম্পর্কিত হয় তাহলে আপনাকে হেল্থ এর ফরাম গুলা খুজে তার একটা তালিকা করতে হবে, অনেকই এই ভুল করেন, যেখানে সেখানে ফরাম পেলেই টিউন করে ফেলেন জার ফলে টিউন টা বাতিল পরে বা অ্যাকাউন্ট টি ব্লক করা হয়ে যায়।
ফরাম টিউন করার পুরবে তাদের নিয়মাবলী গুলা জেনে নিন'
আপনাকে ফরাম টিউনিং করার জন্য অবশ্যই আপনার তালিকা ভুক্ত ফরাম গুলাতে অ্যাকাউন্ট করতে হবে তাই অ্যাকাউন্ট করার পুরবে তাদের নিয়মাবলী গুলা ভাল ভাবে পরে নিতে হবে, তারপর ফরাম টিউনিং করবেন, তাহলে ফরাম টিউন বা অ্যাকাউন্ট বাতিল হবার কুনো ভয় থাকবে না।
মনে রাখতে হবে শুধু ফরাম টিউনিং না করে অনন্যা টিউন গুলাতেও আপনার নিয়মিত মন্তব্য রাখতে হবে, অন্যের ভাল টিউন গুলা সোশাল সেয়ারিং এর মাদ্ধমে প্রকাশ করতে হবে এতে আপনার ফরাম গুলাতে পরিচিতি বৃদ্ধি পাবে।
আসা করি আগামি তে আপনাদের জন্য এই নিয়ে আরও গভির ভাবে লিখতে পারব। সময় থাকলে আমার ব্লগ টি ঘুরে আশবেন, ধন্যবাদ।
আমি টিউনের রাজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেয়ার করার জন্য ধন্যবাদ ।