অবিশ্যাস্য হলেও সত্য! আমরা যারা এসইও এর কাজ করি, তাদের প্রধান কাজ হচ্ছে লিংক বিল্ডিং অথবা ব্যাকলিংক।এই কাজটি করার জন্য আজকে আমরা একটি বেষ্ট লিংক বিল্ডিং স্ফটওয়ার নিয়ে আলোচনা করব।

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

লিংক বিল্ডিং অথবা ব্যাকলিংক কি?

আজকে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিংক বিল্ডিং অথবা ব্যাকলিংক।সংক্ষেপে বলতে, আমার ওয়াবসাইটের লিংক আরেকটি হাই পেজরেংক ওয়েবসাইটে লিংক করাকে বলা হয় লিংক বিল্ডিং অথবা ব্যাকলিংক।আমরা যারা প্রফেশনাল এসইও এর কাজ করি তারা এটির সাথে অতপ্রতভাবে জরিত।আমরা জানি অনলাইন মার্কেটপ্লেস গুলোতে এর চাহিদার কোন জুরিনাই কিন্তু বর্তমানে লোকাল বাজারেও এর চাহিদা ব্যপক।শুধু মাত্র অনলাইনে কাজ করে প্রতিমাসে সর্বনিন্ম ৬০,হাজার টাকা ইনকাম করা যায় শুধু এই লিংক বিল্ডিং এর কাজ করে।

পরবর্তী আলোচনায় যাবার আগে জানব এটি কাদের জন্য?? জানা অত্যান্ত জরুরি!!

আমি আরো বিস্তারিত আলোচনা করার আগে বলেনেই এসইও লিংক বিল্ডিং অথবা ব্যাকলিংক এর কাজ কে কে করতে পারবেন।এই কাজটি আসলে সবাই করতে পারবেন, সবাই বলতে সবাই।কারন প্রফেশনাল সার্চইঞ্জিন অপটিমাইজার যারা তাদের এটি প্রতিদিনের কাজ, তবে যারা নতুন, কোন কাজ জানেন না কিন্তু কাজ করতে ও টাকা উপার্জন করতে আগ্রহী তারা এই স্ফটওয়ার সম্পর্কে ধারনা নিলে খুব সহযে অনলাইন মার্কেটপ্লেস গুলোতে কাজ শুরুকরে দিতে পারবেন।এর জন্য কোন ট্রেনিং সেন্টারে টাকা দিয়ে ধরা খেতে হবে না, ভিডিও টিউটোরিয়াল কিনতে হবে না আর কাজ শিখানোর জন্য কোন বড়ভাই এর কাছেও ধরনা দিতে হবে না।

এখন আমরা স্ফটওয়ারটির সুযোগ সুবিধা আর ফিচার গুলো দেখব

হাতে সময় নেই এই জন্য সংক্ষেপে বলে যাচ্ছি, এই স্ফটওয়ার দিয়ে একসাথে হাই পেজরেংক ওয়েবসাইট(.gov .edu), ফোরাম টিউনিং, সোসাল মিডিয়া সাবমিসন এবং ডাইরেক্টরি সাবমিসন অটোমেটিক এক সাথে করা যায়। আপনার কাজ হচ্ছে স্টার্ট করে দিয়ে বসে থাকা।আর আপনি স্টপ না দেওয়া পর্যন্ত এটি চলতে থাকবে।বায়ার কে প্রুফ দেওয়ার জন্য স্ফটওয়ার থেকে এক্সপোর্ট করে লিংক গুলো বেরকরে আনতে পারবেন।

স্ফটওয়ার সম্পর্কে আরো জানতে একটি ইউটিউব ভিডিও লিংক দিলাম।

স্ফটওয়ারটির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন, ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন

টিউনটি ভাল লাগলে এইরকম আরো অন্যান্য টিউনের জন্য ঘুরে আশতে পারেন আমার ব্লগ থেকে। আর যে কোন প্রকার প্রশ্নের জন্য টিউমেন্ট করতে ভুলবেন না।

পরবর্তী টিউন গুলোর আপডেট পেতে অবশ্যই ফেসবুক পেজে লাইক করে রাখবেন।

নিজের জানা কোন তথ্য শেয়ার করলে তথ্য ভান্ডার বাড়ে, কমে না। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি desh_IT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই সুন্দর একটা টিউন করার জন্য

ভাইয়া, সফটওয়্যারের ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক দেন প্লিজ।

Level 0

vi ai software ta to trail version. Full version den or 100% working creak den. Thanks for your post.

Level 0

vai etar license version ami use korechi. apni joto ta sohoj bolchen toto ta na. eta chalate additional ar o software lage. please try first and then tune. sorry if i hart u. thanks