আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভাল আছেন। আশা করি সবাই ইসলামের পথে আছি এবং ইসলামের পথেই থাকব।
এই ব্লগ সহ বিভিন্ন ব্লগে SEO এর বিভিন্ন পোষ্ট সম্পর্কে পড়ছেন। আমি সেই হাবিজাবি কন্টেন্টগুলোকে রিপিট করতে চাই না। On page Optimization (SEO) এর কিছু বেসিক পয়েন্ট সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ।
ধারাবাহিক পোষ্টঃ
ইনশাআল্লাহ ধারাবাহিকভাকে আমি চেষ্টা করব পোষ্টাকে প্রকাশ করার। আজ তার প্রথম পোষ্ট।
প্রথম দিকের পয়েন্টগুলোকে বেশি গুরুত্ব দিব আমরা সবাই, ইনশাআল্লাহ।
আপনার নিচে অনুযায়ী কিওয়ার্ড বাছুন। নিচে হতে পারে technology, health, insurance, etc এর অনুযায়ী যে কোন টুল নিয়ে রিসার্স শুরু করে দিন।
বেসে নিন আপনার সঠিক কিওয়ার্ডটি। লং টেইল হলেই ভাল হয়।
Content is king এই বাক্যটির সাথে আমরা সবার পরিচিত। তাই এই নিয়ে বেশী আর বলতে চাই না। কিছু কথা মনে রাখবেন
মনে রাখবেন আপনার কিওয়ার্ডটি যেন আপনার URL এর মধ্যে থাকে । সংখ্যাভিত্তিক কিংবা ইরিলেটিভ ওয়ার্ড ইউস করবেন না।
প্রত্যকটি ১০০ শব্দের মধ্যে কিওয়ার্ডকে দুই থেকে চার বার উল্লেখ করবেন। লক্ষ্য রাখবেন এর বেশি যেন না হয় তাহলে গুগুল কিক করবে।
মেইন কিওয়ার্ডকে দুই থেকে তিন বার আন্ডারলাইন করে রাখবেন। আর italic একবার ।
কোন প্রশ্ন বা সজেশন কিংবা আমার কোন ভুল থাকলে দয়া করে যোগাযোগ করে আমাকে অবহিত করবেন।
আমার গ্রুপঃ New Freelancer Help and Galaxy of SEO319
Adsense সহ ব্লগ Contact পেতে করুন ।
পরের পর্বে থাকছে-
আমি mdmosta3191game। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়ারা প্রথম লিংক টা ভুল হয়েছে সঠিক লিংক
https://m.facebook.com/groups/302597486517305?rfid=46&sld=eyJzZWFyY2hfc2lkIjoiYWQzZWY0NmEwYWU4YjU4MDQwZjZjM2EyNDM2MTg0MTUiLCJxdWVyeSI6Im5ldyBmcmVlbGFuY2VyIiwic2VhcmNoX3R5cGUiOiJTZWFyY2giLCJzZXF1ZW5jZV9pZCI6NDkyMDg3NTYwLCJwYWdlX251bWJlciI6MSwiZmlsdGVyX3R5cGUiOiJTZWFyY2giLCJlbnRfaWQiOjMwMjU5NzQ4NjUxNzMwNSwicG9zaXRpb24iOjAsInJlc3VsdF90eXBlIjo2OX0%3D&refid=46