লিঙ্ক স্পামিং নিয়ে আলোচনার শুরুতেই একটি কথা বলা দরকার, তা হল এসইও ইন্ডাস্ট্রিকে বর্তমানে দুটি প্রধান ভাগে বিভক্ত করা যায়, একটি Idea of numbers এ বিশ্বাসী, অন্যটি Idea of value তে বিশ্বাসী।
দ্বিতীয় দলটি উচ্চ যোগ্যতা অর্জনে বিশ্বাসী এবং higher Page rank এর জন্যে সব সময় black hat trickery থেকে দূরে থাকে। এরা বিশ্বাস করে মান উন্নয়ন, উন্নত মানের লিংক, সুনাম, খ্যাতিই তাঁদের কে মানুষের কাছে পৌঁছে দেবে, এর জন্যে মানুষের কাছে তাঁদের কে সস্তা মূল্যে পন্যের ফেরি করতে হবে না।
আর প্রথম দলটি, যারা “numbers game,” এ বিশ্বাসী, তারা দ্রুত higher page rank পাবার জন্যে মিথ্যা ব্যবস্থা বা ট্রিকস এর আশ্রয় গ্রহণ করে। তারা বিভিন্ন সাইট থেকে লিঙ্ক কিনে নেয়, ফোরাম এবং লিঙ্ক স্প্যাম এর মত বিভিন্ন কূট কৌশল প্রয়োগ করে থাকে।
আমরা জানি লিঙ্ক বিল্ডিং স্ট্রাটেজি অনেকাংশেই চেঞ্জ হয়ে গেছে, যদিও এখনো অনেকেই ব্যাকলিংক করতে গিয়ে স্পামিং টা খুব বেশি করে ফেলেন।। তাঁদের জন্যেই এই লেখাটি। লেখাটি আমার ব্লগে আমার এসইও স্টুডেন্ট ইফাত আপু লিখেছেন। টেকটিউনসের পাঠকদের জন্য পোস্টটি শেয়ার করলাম।
এ পোস্টে দেখানো হয়েছে, ব্যাকলিংক করতে গিয়ে কোন ধরনের Spamming গুলো আমরা Avoid করবো।
ব্যাকলিংক কি সেটা নিশ্চয়ই সবারই জানা আছে, তবুও আর একটু মনে করিয়ে দিতে চাই,ওয়েবসাইটের লিংক যদি অন্য কোন ওয়েবসাইটে থাকে তাহলে সেটি হবে ব্যাকলিংক। ব্যাকলিংক করা যায় দুটি উপায়ে। একটি Anchor Text এর মাধ্যমে এবং অপরটি BB Code এর মাধ্যমে। ব্যাকলিংক আরও দুটি নামে পরিচিত। সে নাম দুটি হচ্ছে যথাক্রমে ইনকামিং লিংক এবং ইনবাউন্ড লিংক।
এবার আমরা চলে আসি আমাদের মূল আলোচ্য বিষয়ে, যেখানে দেখানো হবে কোন ধরনের লিঙ্ক স্পামিং থেকে আমরা বিরত থাকবো,
যখন টেকনিক্যালই লিঙ্ক বিল্ডিং না করা হয়, তখন 301 “cleansing” domains এর আশ্রয় নেয়া হয় । এটি খুব শক্তিশালী একটি মাধ্যম link manipulation এর জন্য। black hat game এ যারা অভ্যস্ত, তারা খুব ভালো করেই জানেন যে যেকোন সময় পড়ে যাওয়া তাদের জন্যে খুবই স্বাভাবিক।
প্রশ্ন আসতে পারে ৩০১ রিডাইরেক্ট কী? ৩০১ রিডাইরেক্ট একটা গুরত্বপূর্ন বিষয় সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর ক্ষেত্রে। “৩০১” হল একটা কোড , যার অর্থ স্থায়ী রিডাইরেক্ট (Permanent redirect)। একটা সাইটের দুটি ডোমেইন নাম থাকে অথবা একটা পেজের যদি দুটি বা আরও বেশি ঠিকানা থাকে। অনেকে এই ডোমেইন গুলোতে লিঙ্ক বিল্ডিং করে, যা পড়ে মেইন ডোমেইন এ রিডাইরেক্ট হয়ে যায়।
সার্চ ইঞ্জিন এখন আর এই রিডাইরেক্টেড লিঙ্ক বিল্ডিং কে ভ্যাল্যু দিচ্ছে না। সুতরাং এই 301 লিংক বিল্ডিং কে পুরোপুরি এড়িয়ে চলতে হবে।
গুগল ব্লগ নেটওয়ার্ক বা ফেইক ব্লগ, যেখানে সদস্য রা কন্টেন্ট দেয় ব্যাক লিঙ্ক পাওয়ার জন্য, তবে গুগল এখন এগুলোকে avoid করছে।
যদিও ব্লগ নেটয়ার্ক গুলোতে কন্টেন্টের ভেতরে anchor text মাধ্যমে ব্যাক লিঙ্ক পাওয়া তা বানিজ্যক ভাবে সফল হতে পারে কখনোবা, তবে বর্তমানে গুগল ব্লগের প্রায় সব ব্যাক লিঙ্ক গুলোকে স্পাম হিসেবে কাউন্ট করছে।
নিম্ন মানের ব্লগগুলো এমন সব আর্টিকেল গ্রহন করছে, যেখানে যেখানে নয়ম বহিরভুত ভাবে ব্যাক লিঙ্ক প্রবেশ করিয়ে দেয়া হয়, তবে উচ্চ মানের ব্লগ গুলোর কথা ভিন্ন, এরা ৪০০-৬০০ শব্দের একটি আর্টিকেলে হয়তোবা মাত্র একটি বাঁ দুটি ব্যাক লিঙ্ক দিয়ে থাকে। ভালো আর্টিকেল রাইটার রা কিছুতেই তাঁদের লেখার মান নষ্ট করেন না অতিরিক্ত ব্যাক লিঙ্ক ব্যাবহার করে।
গুগল নিম্ন মানের guest blogging কে স্পামিং হিসবে দেখছে। সুতরাং এ ব্যাপারটি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং avoid করতে হবে।
লিঙ্ক লিল্ডিং এর জন্য আর্টিকেল মারকেটিং এখন বেশ জনপ্রিয় এসইও’র ক্ষেত্রে। কিন্তু একটি ব্যাপার লক্ষ্যনীয় যে অনেক আর্টিকেল খুব সহজেই পাওয়া যাচ্ছে এবং এটি ব্যায় বহুলও নয়। তাই আজকাল অনেকেই এসব নিম্নমানের আর্টিকেল এর মাধ্যমে ব্যাক লিঙ্ক জোগার করার জন্য উদগ্রীব। কিন্তু একটি ব্যাপার অনেকেই ভুলে যায় যে আর্টিকেল গুলো লিঙ্ক পাবার উদ্দেশ্যে না লিখে ইউজারদের সুবিদার্থে দিলেই সেটা আরও বেশি কার্যকর হয়।
নিম্ন মানের আর্টিকেল গ্রহন করার জন্য গুগল এর মধ্যে অনেক আর্টিকেল সাইট গুলোকে ছোট খাটো ধাক্কাও দিয়েছে।
নিম্ন মানের আর্টিকেল লিঙ্ক গুলো সাধারনত পেনাল্টির চেয়ে তাদের মূল্য হ্রাস হয়ে যায় স্পামিঙ এর কারনে।
সুতরাং আর্টিকেল লিঙ্ক স্পামিং করলে আপনি শুধু মাত্র যে পেনাল্টি খাবেন, তা নয়, এর চেয়েও মারাত্মক ক্ষতি আপনি নিজেই ডেকে আনবেন।
Paid link সনাক্ত করার জন্য সার্চ ইঞ্জিনের কোন অব্যর্থ উপায় নেই, হয়তোবা এই জন্যেই বলা হয় যে স্তুপাকার লিংক না রেখে তুমি বরঞ্চ তোমার পায়ের ছাপ টা রেখে যেও, তাও সার্চ ইঞ্জিন ভালো ভাবে সনাক্ত করতে পারবে।
সুতরাং আপনার সাইটের সাথে সম্পৃক্ত নয়, এমন সাইটের থেকে লিঙ্ক কিনলে সার্চ ইঞ্জিনের তদন্তে সেটা খুব সহজেই ধরা পড়ে যাবে এবং তা স্পাম হিসেবে গন্য হবে।
এটা বলা হয় যে Directories এখন প্রায় মৃত। গুগল বর্তমানে Directories গুলোর মাধ্যমে যে লিঙ্ক আসছে, সেগুলো কে সঠিক মানের লিঙ্ক হিসেবে কাউন্ট করছে না। শুধু তাই-ই নয় গুগল নিম্ন মানের ডিরেক্টরি সাইট গুলোকে ইন্ডেক্সিং করা থেকে বিরত থাকার চিন্তা ভাবনাও করছে।
সুতরাং খুব ভালো ভাবে যাচাই না করে কোন ডিরেক্টরি সাইটে লিঙ্ক বিল্ডিং করবেন না।
লিংক ফার্ম ব্ল্যাক হ্যাট এসইও এর অন্তভুক্ত। ধরুণ আপনি ১০ টি ওয়েবসাইট ওপেন করলেন এবং ব্যাকলিংক বৃদ্ধির জন্য প্রত্যেকটি ওয়েবসাইটের লিংক প্রত্যেকটি ওয়েবসাইটে দিলেন। এবং এ কাজটিই হচ্ছে লিংক ফার্ম। সার্চ ইঞ্জিন যখনই বুঝতে পারবে আপনি লিংক ফার্ম করছেন তখনই আপনার সাইটকে এর ইনডেক্স লিস্ট থেকে বাতিল করে দেবে। কারণ সার্চ ইন্জিন লিংক ফার্মকে স্প্যাম বা একটি অবৈধ কাজ হিসাবে গণ্য করে।
অতিরিক্ত লিঙ্ক এক্সচেঞ্জ বা লিঙ্ক হুইল করা যাবে না। পেইজ রেঙ্ক বাড়ানোর জন্য স্বল্প পরিমাণে লিঙ্ক এক্সচেঞ্জ করা যেতে পারে তবে তা যেন মাত্রাতিরক্ত না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত হলেই তা স্পাম হিসেবে ধরা হবে।
ব্লগ কমেন্টে করার আগে কিছু অপশন আসে, সেগুলো অবশ্যই ভালো ভাবে পূরণ করেই কমেন্ট করতে হবে। কমেন্টে সাইট লিঙ্ক দিয়ে আসা টা এক ধরনের স্পাম এ যাবে, লিঙ্ক অবশ্যই তার জন্যে নির্ধারিত ঘরে বসবে, আবশ্যই কমেন্ট এ নয়। আর যে কোন ব্লগ এ কমেন্ট করলেই হবে না, রেলেটেড ব্লগএই কমেন্ট করার অভ্যাস গড়ে তুলতে হবে।
ব্লগার দের বলছি স্পাম কমেন্ট আপনার ব্লগ এ আসা মানেও কিন্তু আপনার ব্লগের বিরাট ক্ষতি সাধন করা। সুতরাং অবশ্যই এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।
নিম্ন মানের প্রেস রিলিজ এ পন্যের সঠিক ও সুস্পষ্ট নির্দেশিকা না থাকায় এগুলো গুগল এর কাছে গ্রহন যোগ্যতা পায় না, তাই এগুলো কেউ স্পাম হিসেবে ধরা হয়। সুতরাং এটি না করাই শ্রেয়।
লিঙ্ক বিল্ডিং আপনার পেইজ র্যাঙ্ক বাড়ানোর জন্য আবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে চোখ কান খোলা না রেখে অন্ধের মত লিঙ্ক বিল্ডিং করলে তা আপানার জন্য ব্যাপক ক্ষতি বয়ে আনতে পারে।তাই বলছি লিঙ্ক বিল্ডিং করুন, কিন্তু স্পামিং থেকে দূরে থাকুন।
এস ই ও সম্পর্কে কারো কোন প্রশ্ন থাকলে, এই গ্রুপে এসে করতে পারেন,
আমি মোঃ ইকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 102 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজেকে অনলাইন ব্রান্ড এক্সপার্ট হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করলেও গ্রাফিকস, ওয়েবডিজাইন এবং অ্যানিমেশন বিষয়েও প্রচুর কাজের অভিজ্ঞতা রয়েছে। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি। ব্লগিংটা নেশার কারনে করি। নিজের ব্লগের লিংকঃ http://genesisblogs.com/