ব্যাক-লিঙ্ক তৈরির সবচেয়ে সহজ ও কার্যকর পদ্ধতি – ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-১)

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

ফোরাম টিউনিং হচ্ছে আপনার সাইটের ব্যাক-লিঙ্ক তৈরির একটি শক্তিশালী  ও সহজ মাধ্যম। এর মাধ্যমে আপনি সহজেই আপনার সাইটের ব্যাক-লিঙ্ক তৈরি করতে পারেন। যত বেশি লিঙ্ক তত বেশি মুল্য আপনার সাইটের। সুতরাং বুঝতেই পারছেন ব্যাক-লিঙ্কের মর্যাদা। আসুন, আমরা জানি কিভাবে সবচেয়ে সহজে ফোরাম টিউনিং এর মাধ্যমে আপনার সাইটের একটি ব্যাক-লিঙ্ক তৈরি করা যায়। আপনি ফোরাম টিউনিং এর মাধ্যমে তিন ভাবে আপনার সাইটের ব্যাক-লিঙ্ক তৈরি করতে পারেন। ১) বি বি কোডের সাহায্যে হাইপারলিঙ্ক তৈরি করে ২) সিগনেচার লিঙ্ক তৈরির মাধ্যমে ৩) ফোরামে নতুন টিউন করার মাধ্যমে।

তাহলে প্রথমে আমরা দেখি কিভাবে বিবি কোডের মাধ্যমে ফোরাম টিউনিং থেকে আপনার সাইটের ব্যাক-লিঙ্ক তৈরি করা যায়।

এজন্য যা যা করতে হবেঃ

১) প্রথমেই একটি ফোরাম টিউনিং সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। যেমনঃ ধরুন ঃ http://newinternetforum.com একটি ফোরাম টিউনিং সাইট। শেখার জন্য আমরা এই ফোরাম সাইটের সাহায্য নিব। প্রথমেই এখানে রেজিস্ট্রেশন করি এই লিঙ্ক http://newinternetforum.com/signup/ থেকে।

২) রেজিস্ট্রেশন করা সম্পন্ন হলে এখন সাইন ইন করি। সাইন ইন করলে নিচের ছবির মত দেখা যাবে।

৩) অতঃপর এই সাইটের কোন একটি টপিক্স নির্বাচন করি, যেমনঃ Google Adsense টপিক্স টিতে ক্লিক করি, অতঃপর, An Easy Trick To Increase Your CTR এই টকিস অথবা অন্য যে কোন টপিক্স নির্বাচন করি।

An Easy Trick To Increase Your CTR টপিক্সটিতে ক্লিক করলে নিচের ছবির মত একটি উইন্ডো আসবে।

৪) এখানে এই টপিক্স সম্পর্কে একটি টিউন দেখা যাবে। আপনাকে এই টিউনের Reply দিতে হবে আর Reply এর মাধ্যমেই আপনাকে আপনার সাইটের ব্যাক-লিঙ্ক তৈরি করতে হবে।

৫) তাহলে দেখা যাক, কিভাবে ? আপনি Reply বাটনে ক্লিক করা মাত্রই নিচের ছবির মত একটি উইন্ডো দেখতে পারবেন।

এখানে আপনাকে উক্ত টিউনের একটি Reply দিতে হবে। সাবধান ! Reply টি যেন রিলেটেড হয়। আপনি আপনার সুবিধামত Reply একটি লিখুন।

৬) আপনি আপনার Reply লিখার পরে Preview দেখতে পারবেন Preview বাটনে ক্লিক করলে। নিচের ছবিটা দেখলে বুঝতে পারবেন Preview টা কেমন দেখায়।

৮) অতঃপর টিউন বাটনে ক্লিক করা মাত্রই আপনার টিউনটি পাবলিশ হয়ে যাবে এবং আপনার সাইটের একটি ব্যাক-লিঙ্ক ও তৈরি হবে। এখন কথা হচ্ছে টিউন এর মাধ্যমে কিভাবে আপনার লিঙ্কটি দিবেন। এজন্য আপনাকে যা করতে হবে তা হলঃ BB কোড তৈরি করতে হবে। যেমনঃ If you go through this topic [url=http://yourdomain.com] Easy Trick for Increasing CTR [/url]  (উপরের ছবিটা দেখুন)

এখানে, [url=http://yourdomain.com]  ও [/url] এর মাঝখানে আপনার সাইটের কি-ওয়ারড Easy Trick for Increasing CTR দিবেন এবং yourdomain.com এর পরিবর্তে আপনার সাইটের লিঙ্ক (URL) দিবেন। ব্যাস, হয়ে গেল কাজ।

৯) এবার নিচের ছবিটা দেখুন। দেখবেন, Reply এর মাধ্যমে আপনার সাইটের একটি ব্যাক-লিঙ্ক তৈরি হয়েছে। ব্যাস, কাজ শেষ।

পরবর্তী পর্বে আমি দেখাব, কিভাবে সিগনেচার তৈরির মাধ্যমে আপনার সাইটের ব্যাক-লিঙ্ক বানাবেন।

আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিয। সবাই ভাল থাকবেন। না বুঝলে টিউমেন্টস করবেন।

More: Forum Posting for backlink

Level 0

আমি মুহাম্মাদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম "ইউসুফ"। আমি একজন নতুন ব্লগার । তেমন ভাল কিছু লেখার অভিজ্ঞতা কম কিন্তু চেস্টা করছি । সুযোগ পেলে আমার ব্লগটিতে http://infozone24.com একটু ঢু মেরে আসবেন, প্লীজ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ভালো হইছে, চালিয়ে যান।

amar 1ta self hosted adsense account lagbe. kothaii pabo?

এটা পড়ুন, আর ফলো করুন নিজেই, http://allininternet.com/get-google-adsense-account-youtube/

Level 0

এভাবে লিংক তৈরি করলে একাউন্ট ব্যানড করে দিবে না ?????????????

    @Tuhin: কেউ কেউ দিবে, আবার কেউ কেউ দিবে না। তবে, প্রথম দুই একটা পোস্ট এ লিঙ্ক না দেয়াই ভাল। কিছুদিন পর থেকে দিলে সমস্যা হয় না। তাছাড়া সিগনেচার লিঙ্ক তো আছেই। আগামি পর্বে বলব । তবে, এই ফোরাম সাইটে প্রথম থেকেই লিঙ্ক তৈরি করা যাচ্ছে।

কাজের পোস্ট। চালিয়ে যান।

Apnar Post Ti Khub Kajer
[url=http://montroguru.com] Tratak Shadhna, Tantra, Mantra, Dua, Tabiz[/url]

[url=http://montroguru.com] Tratak Shadhna Tantra Mantra Dua Tabiz[/url]