যারা ডিজিটাল অনলাইন মার্কেটিং এর সাথে সম্পৃক্ত আছেন বা অনলাইনে নিজের কোম্পানির মার্কেটিং করেন তাদের কাছে লিংডইন নতুন কোনো কিছু নয়। বরং অনেক বড় বড় কোম্পানির জন্যে নিজেদের বিজনেস নেটওয়ার্ক বাড়াতে এবং তাদের প্রোডাক্ট অনলাইনে দ্রুত ছড়িয়ে দিতে বা কাস্টমারদের কাছে নিজেদের কোম্পানিকে একটা স্পেশাল ব্রান্ড হিসেবে দাড় করানোর জন্য অনলাইন মার্কেটারদের কাছে লিংডইন অনেক বেশি জনপ্রিয়। বর্তমানে প্রায় তিন মিলিয়নেরও বেশি কোম্পানির লিংকডইনে তাদের নিজস্ব পেইজ রয়েছে যেখান থেকেই তারা নিজেদের প্রোডাক্ট গুলিকে তাদের কাঙ্ক্ষিত কাস্টমারদের কাছে অনেক বেশি পরিচিত করে তুলতে পেরেছেন।
এখন আপনিও আপনার নিজের কোম্পানির প্রচারের জন্যে একটি লিংকডইন পেইজ তৈরি করলেন এবং খুব কম সময়ের মধ্যে আপনার এই পেইজটাকে ইউজারদের কাছে আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে চাচ্ছেন। তাহলে আপনাকে ফলো করতে হবে এক্সট্রা অর্ডিনারি কিছু বেস্ট স্ট্র্যাটেজি যে কারণে আপনি হয়ত অন্য সব কোম্পানিগুলোর চাইতে নিজেকে এগিয়ে রাখতে পারবেন।
এবার আসুন দেখে নিই আটটি সহজ স্টেপস যেগুলো ফলো করে অনায়াসেই আপনার লিংকডইন পেইজটাকে কাস্টমারদের কাছে অনেক বেশি পপুলার করতে পারবেন।
আপনার লিংকডইন পেইজটি তৈরি করার সময় খেয়াল রাখবেন যেন এটি আপনার নিজের ওয়েবসাইট বা অন্যান্য স্যোসিয়াল নেটওয়ার্কের ইনফরমেশনের সাথে একশ ভাগ সামঞ্জস্যপূর্ণ থাকে এবং গুরুত্ত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই সঠিকভাবে দিবেন। অর্থাৎ আপনার ওয়েবসাইট, ফেসবুক পেইজ এবং টুইটার পেইজ সহ লিংকডইনের পেইজের সব ইনফরমেশন একই হতে হবে।
প্রয়োজনে সকল তথ্য ডবল চেক করে নিন। নিশ্চিত করুন যে আপনার লিঙ্কডইনের সকল ইনফরমেশন ওয়েবসাইট এবং অন্য সব স্যোসিয়াল মিডিয়ার ইনফরমেশনের সাথে সঠিকভাবে মিলে যাচ্ছে কিনা। যেমন ধরুন আপনার কোম্পানি নতুন একটি ফোন নাম্বার বা ইমেইল সংযোজন করেছে, এখন সেটি লিংকডইন পেইজে আপডেট করা হয়েছে কিনা চেক করে নিন। এই আপডেটটি করতে আপনার খুব বেশি সময় লাগবেনা, কিন্তু এই আপডেটটি না করার কারণে আপনার হয়ত বড় ধরণের কোন সুযোগ বা কাস্টমার হাতছাড়া হতে পারে।
আপনি নিজে যদি খুব বেশি কাজের চাপে থাকেন তাহলে আপনার লিংকডইন পেইজে একজন নির্ভরযোগ্য এডমিন নিযুক্ত করুন যে আপনার পেইজের নিয়মিত ইনফরমেশন আপডেট এবং স্ট্যাটাস আপডেট করতে আপনাকে সাহায্য করতে পারবে। এতে করে আপনাকে প্রতিদিন যে পরিমাণ কাজ করতে হবে সেই কাজগুলো আপনি আরেকজনের সাথে শেয়ার করতে পারছেন এবং আপনার কাজের চাপ কিছুটা হলেও কমে যাচ্ছে।
এজন্য আপনাকে যেটা করতে হবে এডিট অপশনে গিয়ে “Designated Users Only” বাটনে ক্লিক করুন। সেখান থেকে আপনি যাকে এডমিন নিযুক্ত করতে চাচ্ছেন তাকে সিলেক্ট করে নিন। তবে মনে রাখবেন নতুন এডমিন নিযুক্ত করার আগে এডমিন প্যানেলে নিজেকে আগে সিলেক্ট করে রাখবেন। যদি তা না করেন তাহলে পরবর্তীতে এডমিনশিপ পরিবর্তন করতে চাইলে আপনার নিযুক্ত এডমিনকেই আবার নতুন করে আপনাকে পেইজে এডমিন বানাতে হবে, যেটা একধরণের বিব্রত কর পরিস্থিতে ফেলতে পারে।
বর্তমানে যে কোনো ওয়েবসাইট বা স্যোসিয়াল মিডিয়ার পেইজের জন্যে রিলেটেড এবং কোয়ালিটি সম্পন্ন কনটেন্ট কতটা গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেটি না বললেও চলে। আপনার লিংকডইন পেইজে এই ধরণের কোয়ালিটি কনটেন্ট শেয়ার করার মাধ্যমে শুধুমাত্র যে লিংকডইনে আপনার গুরুত্ত্ব বাড়িয়ে তুলবে বা লিংকডইনের মধ্যেই আপনার উপস্থিতি প্রমাণ করবে তা নয়, বরং এটি আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণ ভিজিটর পেতে সহায়ক হবে। তাই ডেইলি অন্তত দুইবার পেইজে কনটেন্ট শেয়ার করুন এবং পেইজের ভিজিটরদের কাছে নিজেকে যথাযথভাবে উপস্থাপন করুন। এটি কিন্তু ভিজিটরদের কাছে আপনার বিশ্বাসযোগ্যতার প্রমাণ রাখতে পারবে।
যেমন ধরুন আপনি সকালে একটি কনটেন্ট এর গুরুত্ত্বপূর্ণ কিছু অংশ শেয়ার করলেন। এতে করে আপনি যে বিষয়টির উপর কনটেন্টটি শেয়ার করলেন সেই বিষয়টির প্রতি ভিজিটরদের আকর্ষণ বেড়ে গেলো। এখন ভিজিটররা কমেন্ট করা শুরু করল বা তাদের নিজেদের মতামত দেয়া শুরু করল। এবার আপনি কি করবেন তাদের কমেন্টগুলোকে গুরুত্ত্বসহকারে নিয়ে যথাযথ উত্তর দেয়ার চেষ্টা করবেন এবং একই দিনে সেই কনটেন্ট এর উপর আরো কিছু প্রয়োজনীয় তথ্য শেয়ার করবেন। এতে ভিজিটরদের আকর্ষণ কিছুটা হলেও মিটবে এবং তারা অবশ্যই আপনার পরবর্তী কনটেন্ট এর জন্য অপেক্ষা করবে।
লিংকডইনে প্রত্যেক কোম্পানির নিজস্ব প্রোফাইল পেইজে সর্বোচ্চ তিনটি ব্যানার ইমেজ এড করা যায়। কিন্তু এই ব্যানার ইমেজ কেন ব্যাবহার করবেন?? কোনো কোম্পানির নতুন পেইজের জন্য হাইপার-লিংক ব্যানার কল টু অ্যাকশন ফিচার হিসেবে কাজ করবে এবং এটি টার্গেটেড কনটেন্ট সার্ভিস দেওয়ার জন্য অন্যতম গ্রেট একটি টেকনিক। তবে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই ব্যানার ইমেজটা আপনার পেইজটাকে ভিজিটরদের কাছে অনেক বেশি কালারফুল এবং বৈশিষ্ট্যপূর্ণ করে তুলতে সাহায্য করবে।
ব্যানার ইমেজ এড করার পাশাপাশি যে বিষয়টাকে গুরুত্ত্ব দিবেন সেটা হচ্ছে আপনার পেইজের প্রোফাইল ইমেজ হিসেবে সবসময় আপনার কোম্পানির লোগো ব্যাবহার করবেন। মনে রাখবেন এটি আপনার ব্রান্ডকে অনেক বেশি পপুলার করে তুলতে সহায়ক হবে এবং আপনিতো অবশ্যই সেটিই চান। এবার দেখি পেইজের ব্যানার ইমেজ বা প্রোফাইল ইমেজগুলো কেমন হওয়া উচিৎ
আপনার কোম্পানির প্রোডাক্টগলোকে ভিজিটরদের কাছে রেগুলার হাইলাইট করুন।
তাদেরকে জানতে দিন আপনার কোম্পানি তাদের জন্য কি কি অফারের ব্যাবস্থা রাখছে এবং আপনার প্রোডাক্ট ব্যবহার করে তারা কি কি সুবিধা আদায় করতে পারবে। আপনার লিংকডইন পেইজের প্রোডাক্ট সেকশন সিলেক্ট করে সেখানে খুব সহজে আপনার সব প্রোডাক্টগুলোর লিস্ট তৈরি করতে পারবেন। তবে সম্ভবত এই মাসের ১৪ তারিখের পর লিংকডইন তাদের প্রোডাক্ট এন্ড সার্ভিস অপশনটি আর রাখছে না। তারা অলরেডি এটাকে রিমুভ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সেক্ষেত্রে দুশ্চিন্তা করার কিছু নেই। আপনার জন্য বিকল্প কিছু ব্যবস্থাতো থাকছেই।
প্রথমে আপনি আপনার প্রোডাক্টগুলোকে নিউজ আকারে হাইলাইট করতে পারবেন। নতুন নতুন যেকোনো প্রোডাক্ট এর ব্যাপারে আপনার পেইজের ভিজিটর বা ফলোয়ারদের তথ্য দিন। প্রোডাক্টগুলোর ব্যাপারে তাদের কাছ থেকে মতামতও নিতে পারেন। অথবা আপনি লিংকডইনের “showcase pages” টি ব্যবহার করতে পারবেন। এখানে আপনার প্রোডাক্টের সকল লিস্ট আপনি দিতে পারবেন এবং কাস্টমাররা অন্য সব পেইজের মত এটিকে ফলো করতে পারবে।
ইউটিউবে কে ভিডিও দেখেনা বলেন! তাই ইউটিউবে আপনার কোম্পানি বা প্রোডাক্টের ভিডিও প্রচার করে সেটি আপনার লিংকডইন পেইজে শেয়ার করে দিন। আপনি এটা খুব সহজে করতে পারবেন। “Add your YouTube video …” তে ক্লিক করে আপনার ভিডিওর লিংকটা শুধু কপি পেস্ট করে দিবেন। এছাড়া আপনি চাইলে “Products & Services” বা “Careers” পেইজেও এই ভিডিও আপলোড করতে পারবেন।
আপনার লিংকডইন পেইজের সাথে আপনার সাইটের হোমপেইজের লিংক করে নিন। এটি আপনার লিংকডইন পেইজের ভিজিটরদের জন্যে সরাসরি আপনার সাইটের হোমপেজে গিয়ে আপনার কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে তথ্য পেতে হেল্পফুল হবে। এবং আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণ ভিজিটর পেতে বা টার্গেটেড পরিমাণ ট্রাফিক পেতে সহায়ক হবে।.
সবসময় মনে রাখবেন আপনার কোম্পানিতে যারা যারা কাজ করছে তারাও কিন্তু আপনার পুরো কোম্পানির বিশাল একটি অংশ। তারাও অবশ্যই আপনার কোম্পানির বা আপনার টিমের অংশ হতে পেরে গর্বিত। তাই আপনার পেইজে তাদের সম্পর্কেও সবাইকে জানতে দিন, তাদের তথ্যগুলোও শেয়ার করুন আপনার সব কাস্টমারদের সাথে। আর আপনার এমপ্লয়ারদের সব লিংকডইন প্রোফাইলগুলিতে আপনার কোম্পানির তথ্য বা রেগুলার আপডেট যুক্ত করতে তাদেরকে উৎসাহিত করুন। এতে করে তারাও অনেক বেশি উৎসাহ পাবে সাথে আপনার কাস্টমারদেরও আপনার কোম্পানির প্রতি সম্মান এবং বিশ্বাস তৈরি হতে বাধ্য।
এই পোস্টটি আমাদের নিজেদের ব্লগ জেনেসিস এ পোস্ট করেছি। ঘুরে আসতে চাইলে এখানে ক্লিক করুন।
আমি Antar Chakma। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অন্তর চাকমা। পড়াশুনা করি পাশাপাশি এস ই ও রিলেটেড কাজ করি । নিত্য নতুন অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ফেইসবুকে আমি http://www.facebook.com/antar.looser