অনেকেই বলেন ভাই আমি অনেক ব্যাক লিঙ্ক করেছি এবং আমার সাইটের এলেক্সা রেঙ্কও খুব ভালো কিন্তু পেজ রেঙ্ক পাচ্ছিনা। তাহলে সমস্যাটা কোন জায়গাই? ভালো কথা, আপনাকে বলছি, সমস্যাটা কোয়ালিটিতে। কি বলেন ভাই, কন্টেন্ট লিখতে কোয়ালিটি লাগে আবার ব্যাক লিঙ্ক করতেও কোয়ালিটি? জেনে রাখেন, আগের দিন আর নেই, এখন কোয়ালিটি ছাড়া ভাত পাবেন না। তাহলে কোয়ালিটি ব্যাক লিঙ্কটা কি এবং কিভাবে কোয়ালিটি ব্যাক লিঙ্ক করব? চিন্তার কোন কারন নেই যেহেতু টিউনটির শিরোনাম দিয়েছি একটি কোয়ালিটি ব্যাক লিঙ্ক এক হাজার ব্যাক লিঙ্ক এর চেয়েও ভালো সুতরাং আপনাকে সব কিছুর সাথে একটি কোয়ালিটি ব্যাক লিঙ্ক করা দেখাব যেটি অন্যান্ন ব্যাক লিঙ্ক করার চেয়ে আলাদা।
বিভিন্ন ব্লগ, ফোরাম, জার্নাল এবং ডিরেক্টরি থেকে প্রাপ্ত ব্যাক লিঙ্ক ভালো। আমরা সকলেই তা জানি এবং এসব জায়গাতেই ব্যাক লিঙ্ক করি। যাহোক, যদি ব্যাক লিঙ্কটি আপনার নিস বা কিওয়াড সম্পর্কিত হয় তাহলেই তাকে কোয়ালিটি ব্যাক লিঙ্ক বলে। অনেকেই বলতে পারেন এ আবার নতুন কি? এটিতো আমি জানি! চিন্তা বন্ধ করেন। কোয়ালিটি ব্যাক লিঙ্ক এরও আবার কোয়ালিটি আছে যেটিকে হাই কোয়ালিটি ব্যাক লিঙ্ক বলে। কি বলেন ভাই কোয়ালিটি ব্যাক লিঙ্ক এরও আবার কোয়ালিটি? হাঁ, তাহলে এতখন কি বলছি, একটি কোয়ালিটি ব্যাক লিঙ্ক এক হাজার ব্যাক লিঙ্ক এর চেয়েও ভালো।
যদি ব্যাক লিঙ্কটি আপনার নিস বা কিওয়াড সম্পর্কিত হয় এবং ইউআরএলটির পেজ রেঙ্ক ভালো মানের ও মজ রেঙ্ক ভালো মানের হয় তবেই তাকে হাই কোয়ালিটি ব্যাক লিঙ্ক বলে।
প্রথমে আপনাকে SEOquake নামক একটি এডঅন ইন্সটল করতে হবে আপনার ওয়েব ব্রাউজারে। এখন গুগলে গিয়ে আপনার নিস বা কিওয়াড দিয়ে সার্স করুন সাথে সাথে অনেক গুলো রিলেটেড রেজাল্ট দেখতে পাবেন। তার সাথে দেখবেন আপনার ওয়েব ব্রাউজার আগের চেয়ে আলাদা ভাবে রেজাল্ট প্রদর্শন করছে কারন আপনি SEOquake নামক এডঅনটি ইন্সটল করেছেন এবং এটি দেখতে ঠিক নিচের ছবিটির মত হবে।
উপরের ছবিটি লক্ষ করলে দুইটি চিহ্নত অংশ দেখতে পারবেন। PR: 4(5) এর অর্থ হল সাইটটির ডোমেইন পেজ রেঙ্ক ৫ এবং আর্টিকেল পেজ রেঙ্ক ৪ আর MozRank 5.38 এর অর্থ হল সাইটটির ডোমেইন এর ব্যাক লিঙ্ক ভেলু। MozRank ৪ – উপরে হলে এর ব্যাক লিঙ্ক ভেলু অনেক। এভাবে হাই কোয়ালিটি সাইট খুঁজে বেরকরে ব্যাক লিঙ্ক করুন আশাকরি কাজ হয়ে যাবে।
কখনো একদিনে ১০ টির বেশি ব্যাক লিঙ্ক করবেন না তাছাড়া সার্স ইন্জিন সেগুলোকে স্পাম হিসেবে ধরে নিবে এবং আপনি কোন ফলাফল পাবেন না।
আশাকরি এখন থেকে আপনি নিজেই আপনার সাইটের জন্য হাই কোয়ালিটি ব্যাক লিঙ্ক করতে পারবেন। আর এংকর টেক্স হিসেবে আপনার নিস বা কিওয়াড গুলো ব্যবহার করেন। বার বার একই এংকর টেক্স ব্যবহার না করে প্রত্যেক বার আলাদা এংকর টেক্স ব্যবহার করুন। ধন্যবাদ।
আমি গোলাম রাব্বানী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Proud to be the leading Leading Digital Marketing Agency since 2012 and largest Social Media Marketing Services in the world. We offer all kind of social media marketing services that can establish your brand online and help to grow your online business. Let us make some noise for your business,...
vai onek sundor post ……thnx vai
vai arek ta kotha amar blog wordpress site atai kivabe korbo………
https://www.facebook.com/md.dipu.14