গুগল পেজ রেঙ্ক এর গোপন তথ্য

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

যাদের ব্লগ আছে তারা জানেন গুগল পেজ রেঙ্ক এর মুল্য কি। যেহেতু, টিউনটির শিরোনাম গুগল পেজ রেঙ্ক এর গোপন তথ্য, তাই এখন আপনাদের দেখাব কিভাবে দ্রুত গুগল পেজ রেঙ্ক পাবেন। অনেকেই ভাবে গুগল পেজ রেঙ্ক পাওয়া খুবই কঠিন ব্যাপার, পেজ রেঙ্ক পেতে অনেক অনেক ব্যক লিঙ্ক করতে হয়। আমি তাদের সাথে ভিন্ন মত পোষন করি। তাহলে কিভাবে গুগল পেজ রেঙ্ক পাব?

গুগল পেজ রেঙ্ক এর গোপন তথ্য
গুগল পেজ রেঙ্ক এর গোপন তথ্য

গুগল  পেজ রেঙ্ক পেতে ব্যক লিঙ্ক করতে হয় ঠিকই তবে অনেক অনেক নয়! আসলেই তাই। শুধু গুনগত ব্যক লিঙ্ক করতে হয়। ব্যক লিঙ্ক যদি গুনগত না হয় তবেই আপনাকে অনেক অনেক ব্যক লিঙ্ক করতে হবে। আমি কিছু সাইট দেখেছি যার মাত্র দুটি পোস্ট আছে কিন্তু পেজ রেঙ্ক ২ পেয়েছে। কি তাসকি খেলেন? এখানে দেখেন। আবার এমন কিছু সাইট দেখেছি যার মাত্র কেয়কটি পোস্ট আছে কিন্তু পেজ রেঙ্ক ৩ পেয়েছে! মনে হয় আবারও তাসকি খেলেন? এখানে দেখেন

এখন নিশ্চই ভাবছেন, সাইট গুলো কি আমার? আমি কি একজন এসইও বিশেষঙ্গ, ইত্যদি ইত্যদি। ভাবনা বন্ধ করেন, সাইট গুলো আমার, আমি একজন সাধারন ব্লগার এবং আমার আরও ১৫ টি ব্লগ আছে, অধিকাংশ ব্লগই গুগল পেজ রেঙ্ক  পেয়েছে। আসল কথাই আসি।

কনটেন্ট:

কনটেন্ট কোয়ালিটি ঠিক রাখেন। কপি পেস্ট এর দিন ভুলে যান। নিজে যা জানেন তাই লেখেন। হাই কোয়ালিটি কনটেন্ট লেখেন। কিভাবে হাই কোয়ালিটি কনটেন্ট লিখতে হয় এখান থেকে দেখে নিতে পারেন।

ইন্টারনাল লিঙ্ক:

ইন্টারনাল লিঙ্ক খুবই প্রয়োজনীয়। তাই এখনই ইন্টারনাল লিঙ্ক করে ফেলুন যদি না করা থাকে।

ইনডেস্ক:

যত দ্রুত সম্ভব সব গুলো ইউআরএল গুগলে এবং আন্যান্ন সাস` ইন্জিনে  ইনডেস্ক করেন।

কমেন্ট:

শুধু মাত্র রিলেটেড পোস্টে কমেন্ট /লিঙ্ক করেন। হাবিযাবি পোস্টে কমেন্ট /লিঙ্ক করে কোন লাভ নেই।

ডিরেক্টরি:

শুধু মাত্র রিলেটেড ডিরেক্টরিতে ব্লগ যুক্ত করেন।

ফোরাম:

শুধু মাত্র রিলেটেড ফোরামে যুক্ত হন এবং লিঙ্ক করেন । ফোরাম লিঙ্ক এর আলাদা কদর আছে গুগলের কাছে।

সোস্যাল সাইট:

যত বেশি পারেন সোস্যাল সাইটে যুক্ত থাকেন এবং কনটেন্ট শেয়ার করেন।

আশা করি যদি সব ঠিক থাকে তাহলে অবশ্যই গুগল  পেজ রেঙ্ক  পাবেন।

তথ্য সুত্র: AVOWZONE

Level 0

আমি গোলাম রাব্বানী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Proud to be the leading Leading Digital Marketing Agency since 2012 and largest Social Media Marketing Services in the world. We offer all kind of social media marketing services that can establish your brand online and help to grow your online business. Let us make some noise for your business,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই শুধু অবাক হয়ে গেলাম। শুধু দুইটা পোষ্ট দিয়েই গুগলের র‌্যাংক!!!!
This is the most amazing rank that I erver seen. ব্যাটা গুগল ঘুষ খাইছে।

    Level 0

    @Al Shahriat Karim:
    আবাক হবার কোন কারন নেই, শুধু আমার পয়েন্ট গুলো অনুসরন করেন আপনিও পাবেন। ধন্যবাদ।

Level 0

ভাল পোস্ট কাজে লাগবে , ধন্যবাদ শেয়ার করার জন্য , আশা করি ভবিষ্যতে আরো ভাল কিছু পাব

    Level 0

    @kaif hasan:
    অবশ্যই নতুন কিছু পাবেন শুধু সাথে থাকুন।

Thank You

Level 0

ভাই ভয়াবহ দেখলাম,২টা পোস্ট দিয়া রেঙ্ক???
লিখাটা ভালো হইসে। ধন্যবাদ।

    Level 0

    @Saiful:
    আপনাদের অনুপ্রেরনা আমাকে নতুন পোষ্ট করতে উৎসাহ দিচ্ছে। আশা করি সামনে নতুন কিছু চমক দেখাতে পারব। ধন্যবাদ।

ভাই টাশকি খেলাম। এটাও সম্ভব। অাগামী দিনে আপনাকেই দরকার। ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই। ফোন নম্বর দিলে ভাল হতো। আমার ফোন- 01919445751, এবং ইমেল- [email protected]
ধন্যবাদ

    Level 0

    @Alldatainfo20:
    দুঃখের সহিত জানাচ্ছি যে ইচ্ছা থাকা সত্ত্বেও ইমেইল বা ফোন নং শেয়ার করতে পারছি না, কারন উপর থেকে নিষেধ আছে তবে ইস্কাইপ আইডি দিলাম: shakil.dka