প্রযুক্তির জগতে সকলকেই জানাই অভিনন্দন। কাজের বাস্ততার জন্য আপনাদের কাছাকাছি থাকতে পারি না বলে খুব খারাপ লাগে। আজ যে বিষয় টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টা হল আলেক্সা রাঙ্ক। আজকাল অনেকেই নতুন নতুন ওয়েবসাইট বানাচ্ছেন। যারা নতুন তাদের জন্য দিয়ে দিলাম একটি নতুন সফট। যার মাধ্যমে আপনি সহজেই এবং অল্প সময়ের ভেতর আপনার আলেক্সা রাঙ্ক এ আস্তে পারে। সুবিধার জন্য মিডিয়া ফায়ারে লিঙ্ক দিয়ে দিলাম। এইটি বাবহারের জন্য অবসসই ডট নেট ইন্সটল দেয়া থাকতে হবে। সঙ্গে কিছু ফ্রি প্রক্সি দিলাম। আপনি ইচ্ছে করলে আরও ফ্রি প্রক্সি নামিয়ে নিয়ে কাজ করতে পারেন। মনে রাখবেন এই ভিজিটর কিন্তু রিয়েল নয়। শুধু আপনার সাইতের আলেক্সা ইম্প্রুভ করার জন্যই এইটি।
আমি সময় পেলে ব্লগিং করি। নতুন গান, সিনেমা ডাওনলোদের জন্য একটা নতুন সাইট করলাম সম্ভব হলে দেখবেন।
সফটওয়্যার টি ডাওনলোদের জন্য এখানে ক্লিK করুন
সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।
আমি রাসেল আল জাকারিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
BA Hons & MA in English
আরও ফ্রি প্রক্সি কোথা থেকে নামিয়ে নিব?
আর ভাল হয় যদি আরও প্রক্সি লিস্ট দিতেন।