এস ই ও নিয়ে আমরা যারা কাজ করি তারা অনেক সময় অনেক বড় ও জটিল কাজ করতে করতে কিছু ছোট ছোট বিষয় খেয়াল করি না।আজকে এইরকম ৫টি ভুল ও টেকনিক আপনাদের মনে করিয়ে দিব।
লোগো অপটিমাইজেশন একটি খুবই প্রয়োজনীয় ও সহজ বিষয়।কিন্ত এক্সপার্টরা অনেক সময় এটিকে এরিয়ে যায়।আপনার লোগোকে হোমপেজের সাথে অবশ্যই লিক্ক করতে হবে।কারন এটিই আপনার কোম্পানীর পরিচয় বহন করে।
লোগো এর নাম দেওয়ার ক্ষেত্রে নামটি লোগো.জেপিজি না দিয়ে আপনার হোম পেজোর কিওয়ার্ড টি দিতে পারেন অথবা আপনার সাইটটি যে বিয়য়ের উপর গুরুত্ব দিয়েছেন তার নাম দিতে পারেন।উদাহরন হিসাবে ঢাকার এস ই ও এক্সপার্ট হন তাহলে আপনার লোগো এর নাম seo expert-dhaka এভাবে লেখতে পারেন।আর নাম লেখার ক্ষেত্রে আন্ডারস্কোর এর পরিবর্তে হাইপেন ব্যবহার করবেন।
এছাড়াও লোগো এর অল্ট ট্যাগের নামও আপনার সাইটের মেইন কিওয়ার্ড হিসাবে যেটা ব্যবহার করেছেন সেটাই ব্যবহার করবেন।
আপনার ব্যক্তিগত কোন সাইট কিংবা অন্যকোন ক্লাইন্টের জন্য যদি লিন্ক বিল্ডিং এর কাজ করেন সেক্ষেত্রে সেই সাইটের ইমেজগুলো ব্যবহার করেও লিন্ক বিল্ডিং করতে পারেন।ইমেজ অপটিমাইজেশন এর পদ্ধতি লোগো অপটিমাইজেশন এর মত একই।
আপনার সাইটের আর্টিকেল এর কোন লেখাকে আপনি গুরুত্ব দিয়েছেন তাবোঝানোর জন্য সেই কিওয়ার্ড অথবা লেখাটুকু বোল্ড, আন্ডারলাইন অথবা ইটালিক করুন।সার্চ ইন্জিন সার্চ করার সময় এই সকল জায়গা গুলোকে গুরুত্ব দিয়ে থাকে
আপনার সইটের জন্য আর্টিকেল লেখার সময় খেয়াল করবেন যাতে সেগুলো যেন ২০০০ ওয়ার্ডের বেশী হয়।গবেষণায় দেখা গেছে, গুগোলে সার্চ দিলে ২০০০ ওয়ার্ডের বেশী বড় অর্টিকেল গুলো গুগোলের সার্চে প্রথমে আসে।বড় আর্টিকেল লেখার জন্য শুধু স্ক্রাপ কন্টেন্ট দিয়ে লেখা বড় করলে হবে না, আর্টিকেল হতে হবে ইউনিক,তথ্যবহুল,পরিস্কার।
আপনার সাইটের প্রচারের জন্য বিভিন্ন সম্পর্কিত ও অথোরেটিভ সাইটে আপনার সাইটের লিন্ক প্রদান করুনে। এতে গুগল আপনার সাইটকে মূল্যবান মনে করবে।
আশা করতেছি, এই পোষ্টটি আপনাদের অনেক উপকারে আসবে।
ফেইসবুক এ আমি ।আমার ফেইসবুক গ্রুপ।
ব্লগ:genesisblogs
আমি konok1a। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ।