ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৭

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

(সম্পূর্ন বাংলা ভাষায় এবং ফ্রি).......ভাববেন না আবার ফ্রিতে আলকাতরা দিচ্ছি......... 😆

}-বাংলায় প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবাহিক টিউটোরিয়াল-{ Learn to SEO (Search Engine Optimization)
BY- M.H.Soft Ltd.


আজকে আমাদের সপ্তম ক্লাশ........ আজকের বিষয়- Social Bookmarking

বর্তমান সময়ে ওয়েবসাইট ব্যান্ডিং এর ক্ষেত্রে সর্বপ্রথম যেটার কথা চিন্তা করা হয় সেটা হল সোশ্যাল বুকমার্কিং।

সোশ্যাল বুকমার্কিং এর গুরুত্ব ওয়েব মাস্টাররা সবাই জানেন, সাইটের seo করতে এর বিকল্প নেই।

সোশ্যাল বুকমার্কিং এর সুবিধা সমূহ:
• খুব সহজেই যেকোন ধরনের লিংক শেয়ার ও সংরক্ষণ করা যায়।
• সোশ্যাল বুকমার্কিং আমদের সাইটের জন্য লিংক বিল্ডিং এর কাজ করে থাকে।
• "DoFollow Backling" পাওয়া যায়।
• মানসম্পন্ন ভিজিটর পাওয়া যায়।
• দ্রত পোস্ট ইন্ডেক্সিং করানর জন্য বুকমার্কিং এর জুরি নাই।
• ফ্রিল্যান্সিং-এ সোশ্যাল বুকমার্কিং এর কাজের অনেক দাম রয়েছে। যা কিনা যা কেউ এই কাজটি অনায়াসে করতে পারে।
• সোশ্যাল শেয়ারিং বাটন এর মাধ্যমে যে কোন সাইট থেকেই খুব সহজেই লিংক বুকমার্কিং করা যার।
• আর তো সাইটের জন্য কাংক্ষিত ভিজিটর পাবেন-ই

যাই হোক কথা না বাড়িয়ে আমি আজকে দেখাবো কিভাবে লিংক হুইল কাজ করে কিভাবে আপনার লিংক হুইল করবেন তা নিয়ে আজকের আয়োজন।

আপনাদের শেখার জন্য পিডিএফ আকারে প্রতিটি ক্লাশ দেয়া হবে, যেখানে চিত্রের মাধ্যমে বুঝানো হয়েছে কিভাবে কাজটি করতে হবে। আশাকরি সহজেই বুঝতে পারবেন।

বইটিতে আরও পাবেন.......৩০০ সোস্যাল বুকমার্কিং সাইটের লিষ্ট........ মোট পৃষ্ঠা সংখ্যা- ২৩, সাইজ: ৩ মেগাবাইট।

বাংলা লেখায় কোন ভুল-ভ্রান্তি হলে মার্জনীয়....

নিচের লিংকগুলো থেকে আজকের ক্লাশের বইগুলো ডাউনলোড করে নিন। আমি দুইটি লিংকে এগুলো শেয়ার করেছি, যার যেটা সুবিধা সেটাতেই ট্রাই করেন।

ডাউনলোড কপি.কম লিংকঃ https://copy.com/m9TFYVowsX3W

ডাউনলোড ড্রপবক্স.কম লিংকঃ https://www.dropbox.com/s/iw89496bpmx9xxg/Social%20Bookmarking.pdf

চলবে............. (To Be Continue......)

আমাদেরকে ফেসবুকে সরাসরি পেতে এখানে ক্লিক করুনঃ https://www.facebook.com/pages/MH-Soft-Ltd/133244840110708

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০১

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০২

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৩

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৪

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৫

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৬

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৭

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৮

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৯

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ১০

Level 0

আমি সাইফুল কালাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চেষ্টা করি কিছু শিখতে.....ভাল লাগে কিছু শেখাতে.......তাইতো সামান্য প্রচেষ্টা........ আমাদের ফেসবুক https://www.facebook.com/shopnomelaa/ যদি সময় হয় একবার ঘুরে আসবেন..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুব ভাল লাগল…….

Very good

প্রথমে ধন্যবাদ জানাইএই সুন্দর টিউনস এর জন্য। আপনার লেখা পড়ে নতুন করে আবার ফ্রিল্যান্সীং করার ইচ্ছা জাগছে। আমার কিছু প্রশ্ন ছিল।
১।আমার সাইটে যে আটিকেলআছে সেইআর্টিকেল কি অন্য কোথও সাবমিট করতে পারবো। যদি পারি তো কতগুলো সাইটে সাবমিট করতে পারবো।
২।একটি ইমেইল দিয়ে অনেকগুলো ওয়েব ২ সাইট খুললে কি কোন সমস্যা হয়।
৩। আপনি কত দিনে আপনার টিউটোরিয়ালগুলো শেষ করবেন?।
৪। আমরা যারা আপনার টিউটোরিয়ালগুলো প্রাকটিস করছি। ভবিষ্যতে কি তাদের নিয়ে একটি টিম তৈরী করতে পারবেন না যেখানে আপনি বা কেউ একজন কাজের জন্য বিড করবে আরআমরা কাজ করব?
আজ এগুলোই থাক আগামী দিনে আবার প্রশ্ন করবো।
নতুন টিউনের অপেক্ষায় থাকলাম

Level 0

your every post is very effective. I wish you should finish the SEO lesson effectively.

valo laglo. Kaiser Hamid