বর্তমান সময়ে ডাটা এন্ট্রি এবং অফ পেইজ এসইও তে বিভিন্ন সাইটে সাবমিশন অথবা কোন তথ্য সংবলিত ফরম পূরনের পুনরাবৃত্তি কাজের জন্য Roboform বাংলাদেশের ফ্রিল্যান্সারদের নিকট অত্যন্ত জনপ্রিয়। কিন্তু সমস্যা হল এর ফ্রি ভার্সনের সীমাবদ্ধতা যেমন ৪/৫ টা ঘর থাকে যা বড় বড় তথ্য সংবলিত ফরম পূরনের ক্ষেত্রে অসুবিধা হয়ে দাড়ায়। এক্ষেত্রে একের অধিক “Identities” তৈরি করে কাজ করতে হয় যা কিছুটা সময়ক্ষেপন এবং ধীরগতি করে ফেলে কাজটাকে। আবার বিভিন্ন সাইটে এর পেইড ফুল ভার্সন পাওয়া যায় কিন্তু ফায়ারফক্সের নতুন নতুন আপডেটের কারনে Roboform এর পূর্বের ডাউনলোডকৃত নির্দিষ্ট পেইড ফুল ভার্সন সফটওয়্যারগুলো Incompatible হয়ে পড়ে। তাছাড়া আপনারা জেনে থাকতে পারেন ফায়ারফক্সের ক্রমাগত নতুন নতুন আপডেটের সাথে তাল মিলিয়ে Roboform কোম্পানি তাদের সফটওয়্যার আপডেট করে থাকে। সেক্ষেত্রে আমি একটি প্যাচ ফাইল দিচ্ছি যা দিয়ে আপনারা Roboform এর যে কোন ফ্রি অথবা ট্রায়াল পেইড ভার্সনকে ফুল ভার্সন করে ব্যবহার করতে পারবেন সাচ্ছন্দে।তবে প্যাচ ফাইলটি ব্যবহার করার পর "Identities" তৈরি করার সময় আগের মতো ৪/৫ টা ঘর দেখতে পাবেন তাতে ঘাবড়ে যাবেন না, আপনার প্রয়োজনীয় তথ্য প্রদত্ত ঘরগুলোতে ইনপুট দিয়ে “Save and Close” করে বেড়িয়ে আসুন। তারপর আবার ঐ সংলিষ্ট “Identities” এর “Edit” এ ক্লিক করে দেখুন অতিরিক্ত অনেকগুলো ঘর পেয়েছেন তথ্য ইনপুট এর জন্য। আপনার যদি ১০ এর অধিক ঘর লাগে তবে পূর্বের পদ্ধতিটা প্রয়োগ করে ১০ এর অধিক ঘর দেখতে পাবেন। নিম্মে Roboform এর প্যাচ ফাইল এবং সফটওয়্যারটির অফিসিয়াল ডাউনলোড লিঙ্ক দেওয়া হলঃ
Roboform Offical Download Link
ফাইলটি ডাউনলোড অথবা ব্যবহার সংক্রান্ত কোন সমস্যায় পড়লে নিম্মে কমেন্ট অথবা ফেইসবুকে PM করতে পারেন, আমি যথাসম্ভব চেষ্টা করব সমাধান দেওয়ার 🙂
ধন্যবাদ
আমি MD Alauddin Al-Mahdi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আলাউদ্দিন আল-মাহদী, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। আশা ইউনিভার্সিটি থেকে বিবিএ ফাইন্যান্সের উপর গ্রাজুয়েশন করেছি। দীর্ঘ ২ বছর এর উপর অডেস্ক এবং ইল্যান্সে ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত। মূলত এসইও এর উপর কাজ করে থাকি। যদিও আমি তেমন অভিজ্ঞ নই তবে প্রতিটি মূহুর্তে আমি নতুন নতুন বিষয়ের উপর জ্ঞান আহরন করে নিজের...
ei RoboForm ki Mozilla er update version e kaj kore?????????