}-বাংলায় প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবাহিক টিউটোরিয়াল-{
}>-Learn to SEO (Search Engine Optimization){
>>>(সম্পূর্ন বাংলা ভাষায় এবং ফ্রি)<<<
আজকে আমাদের ষষ্ঠ ক্লাশ........
আজকের বিষয়- Link Wheel
Link Wheel হলো অনেকটা চক্রের মতো.........বা অনেকটা চাকার মতো....... আমরা গত ক্লাশে আলোচনা করেছি ওয়েব ২.০ নিয়ে। মোট তিনটি সাইট আমরা তখন করেছিলাম। সেই তিনটি সাইট দিয়েই আপনাদের আজকে বোঝাবো কিভাবে লিংক হুইল করে। লিংক হুইল একটি জনপ্রিয় এবং এর দ্বারা যদিও আপনি আপনার শুধু লিংক হুইল করলেই বৃদ্ধি হবে না, কিন্তু লিংক হুইল দ্বারা প্রচুর সংখ্যক ভিজিটর আনা যায় পেজে। তাই লিংক হুইল এর জনপ্রিয়তা। আমি বাংলায় অনেক সাইটে লিংক হুইল নিয়ে সার্চ দিয়ে দেখলাম, লিংক হুইল নিয়ে খুব কম মানুষেই আলোচনা করেছে দেখলাম।
যাই হোক কথা না বাড়িয়ে আমি আজকে দেখাবো কিভাবে লিংক হুইল কাজ করে কিভাবে আপনার লিংক হুইল করবেন তা নিয়ে আজকের আয়োজন।
আরেকটি কথা, লিংক হুইল করার জন্য কতটি সাইট লাগে?? অনেকে 5টি সাইট নিয়ে লিংক হুইল করে, কেউ 10টি, 15টি++ ইত্যাদি। আমি যেহেতু জাষ্ট আপনাদের শেখাব তাই আমি তিনটি সাইটে দেখাচ্ছি। আশাকরি আপনারা বুঝতে পারলে 10টি কেন, 100টি সাইটেও লিংক হুইল করতে পারবেন।
তো.....যাত্রা হোক শুরু............
আপনাদের শেখার জন্য পিডিএফ আকারে প্রতিটি ক্লাশ দেয়া হবে, যেখানে চিত্রের মাধ্যমে বুঝানো হয়েছে কিভাবে কাজটি করতে হবে। আশাকরি সহজেই বুঝতে পারবেন।
আর আমরা চাই এই ফ্রি শিক্ষাটা ফেসবুক এ সবার মাঝে ছড়িয়ে দিতে..........তাই লাইক, কমেন্ট বা শেয়ার করে আমারে সহযোগীতা করুন। আর ভাল লাগলে নির্বাচিত করুন....
বাংলা লেখায় কোন ভুল-ভ্রান্তি হলে মার্জনীয়....
নিচের লিংকগুলো থেকে আজকের ক্লাশের বইগুলো ডাউনলোড করে নিন। আমি দুইটি লিংকে এগুলো শেয়ার করেছি, যার যেটা সুবিধা সেটাতেই ট্রাই করেন।
ডাউনলোড কপি.কম লিংকঃ https://copy.com/UnHa4TO3pGTi
ডাউনলোড ড্রপবক্স.কম লিংকঃ https://www.dropbox.com/s/ayg641xtemj8uyn/Link%20Wheel.pdf
চলবে............. (To Be Continue......)
😀 ফেসবুকে আমাদের পেতে এখানে ক্লিক করুন: https://www.facebook.com/pages/MH-Soft-Ltd/133244840110708
আমি সাইফুল কালাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চেষ্টা করি কিছু শিখতে.....ভাল লাগে কিছু শেখাতে.......তাইতো সামান্য প্রচেষ্টা........ আমাদের ফেসবুক https://www.facebook.com/shopnomelaa/ যদি সময় হয় একবার ঘুরে আসবেন..........
Bhi profile back link ne alsona korben please