সাধারণত আমরা যখন ব্লগার ব্লগের কোন পোষ্ট ওপেন করি তখন ব্রাউজার উইন্ডোতে ব্লগ টাইটেল, পোষ্ট টাইটেল এর আগে শো করে। কিংবা সার্চ ইন্জিন রেজাল্টে ব্লগ টাইটেল আগে দেখায়। নিচের ইমেজ দুটিতে ব্যাপারটি আপনার কাছে আরও পরিস্কার হবে।
কিন্তু এটি আপনার সাইটের SEO এর জন্য ক্ষতিকর। বেশীরভাগ ভিজিটর নির্দিষ্ট কোন আর্টিক্যাল খোঁজ করে, কোন ব্লগ টাইটেল নয়। তো কথা না বাড়িয়ে আসুন দেখ নিই ব্লগার এর জন্য এই বিষয়টি কিভাবে পরিবর্তন করা যায়। অর্থাৎ, পোষ্ট টাইটেল কিভাবে ব্লগ টাইটেল এর আগে দেখানো যায়।
এর জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন।
আপনার ব্লগার একাউন্টে লগইন করুন।
ব্লগার ড্যাশবোর্ডে Template এ Click করুন।
Edit HTML এ Click করুন।
নিচের কোডটি খোঁজ করুন: Ctrl+F চেপে সহজে খোঁজ করতে পারবেন।
উপরের কোডটি নিচের কোড দ্বারা প্রতিস্থাপন করুন।
আমি আসলে কোড আকারে লিখতে পারলামনা বলে ইমেজ আকারে দিলাম। আশা করি ক্ষমা করবেন। তবে কোডগুলো কপি করার জন্য এখানে ক্লিক করতে পারেন।
তারপর Save Template.
ইয়েস, আপনি সফল। একবার এটি করার ফলে সার্চ ইন্জিন রেজাল্টে কিংবা ব্রাউজার উইন্ডোতে ব্লগ টাইটেল এর আগে আপনার পোষ্ট টাইটেল শো করবে। এতে করে আপনার পেজে অনেক বেশী ভিজিটর আশা করতে পারেন। এবং এর ফলে সার্চ ইন্জিন রেজাল্টে ১ম পেজেও আসতে পারেন।
হাতে সময় থাকলে আমার ব্লগে ঘুরে আসতে পারেন: আমার ব্লগ
ফেসবুকে আমার পেজ: ফ্যানপেজ।
সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
আমি Night Bird। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Not to bad