কেমন আছেন সবাই। আমরা সবাই জানি সাইটের এসইও করার জন্য সাইটম্যাপ যোগ করা কত জরুরি। অনেকেই কাস্টম সাইটম্যাপ তৈরি করতে পারেন এবং FTP দিয়ে সেটা সাইটে আপলোড ও করতে পারেন। তবে অনেকেই ব্লগার এ এফটিপি সাপোর্ট করে না বিধায় কিভাবে ব্লগার ব্লগের জন্য সাইটম্যাপ সাবমিট করতে হয় না জানেন না। তবে আশা করি নিচের এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে নেয়ার পর আপনাদের আর এই সমস্যা থাকবে না। এখানে দেখানো হয়েছে কিভাবে ব্লগার এর ব্লগে আপনি সাইটম্যাপ তৈরি এবং গুগল ওয়েবমাস্টার এ কিভাবে তা যোগ করবেন। এবং এই সাইটম্যাপ কিন্তু নিজে নিজেই আপডেট হতে পারে। কাজে একবার যোগ করে দিলে আপনার চিন্তা শেষ।
দেখে নিন কিভাবে সাইটম্যাপ তৈরি এবং যোগ করবেন-
ইউটিউব লিঙ্ক-
http://www.youtube.com/watch?v=2lIIIedeXHA
যে কোডটি ভিডিওতে দেখানো হয়েছে তা দেখুন-
" http://yoursite.blogspot.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=500 "
ভিডিও সম্পর্কেঃ
ভিডিও তৈরি করেছেন- IT Bari (আইটি বাড়ি) লিঃ
কোন সমস্যা বা প্রয়োজনে আমাদের এসইও হেল্পলাইন গ্রুপ এ আজই যোগ দিন- এখানে ক্লিক করুন।
নিজে দেখবেন এবং অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। কেমন লাগল তা জানিয়ে কমেন্ট করুন। আপনাদের অনুপ্রেরনা পেলে অবশ্যই আরও অনেক বিসয় নিয়ে পোস্ট করব ইনশা-আল্লাহ্। সাথে থাকবেন সবাই। 🙂
ধন্যবাদ সবাইকে। ভাল থাকুন।
আমি আইটি বাড়ি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Tune ta khub valo hoise………
[google sandbox] theke kivabe web ke rokkha korbo ai bapare tune korle khusi hotam