}>-Learn to SEO (Search Engine Optimization)-<{
}-প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবাহিক টিউটোরিয়াল-{
>>>(সম্পূর্ন বাংলা ভাষায় এবং ফ্রি)<<< 😀
শুরু হয়ে গেল অনলাইন প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবাহিক টিউটোরিয়াল... আয়োজনে M.H.Soft Ltd. 😀 😀 😀
SEO সম্পর্কিত অনেক টিউটোরিয়ালই আছে, কিন্তু সেগুলোর অধিকাংশ ইংরেজীতে হওয়ায় অনেকেরই ঠিকমতো বুঝতে অনেক সমস্যা হয়। বাংলাতে seo বিষয়ে যে পোস্টগুলো আছে, তার প্রায়ই সবই শুধুই আলোচনা আর আলোচনা, প্র্যাকটিক্যাল কিছুই নাই। তাই আমি চেষ্টা করব আপনাদের প্র্যাকটিক্যালি ভাবে বোঝোনোর জন্য এবং SEO সম্পর্কে ধারনা দেয়ার ।
SEO কে সাধারণত ২ভাগে ভাগ করা হয়:
• Off Page SEO এবং
• On Page SEO
আমরা এক এক করে সবগুলো বিষয় নিয়েই আলোচনা করব। সর্ব প্রথম আলোচনা করব Off Page SEO নিয়ে । কারন শুধু Off Page SEO এর উপরই ওডেস্কে অনেক কাজ পাওয়া যায় এবং Off Page SEO এর কাজ শিখেই অনেকে আর্ন করে।
এখানে আমরা প্র্যাকটিক্যালি আপনাদের বোঝাতে চেষ্টা করছি এবং আপনাদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করছি।
Off Page SEO এর কাজ অনেক সহজ এবং আপনি যদি শিখতে চান, তাহলে আমাদের সঙ্গে থাকুন। একটার পর একটা টিউটোরিয়াল আমরা প্রকাশ করব। হতাশ হবেন না, কারন আমরা Off Page SEO এর কাজ এর পরে On Page SEO নিয়ে আলোচনা করব।
>>>>>>>আজকে আমাদের প্রথম ক্লাশ........<<<<<<<
আজকে আপনাদের শেখাব অফপেজের সবথেকে সহজ একটি কাজ দিয়ে.......
আপনাদের শেখার জন্য পিডিএফ আকারে প্রতিটি ক্লাশ দেয়া হবে, যেখানে চিত্রের মাধ্যমে বুঝানো হয়েছে কিভাবে কাজটি করতে হবে। আশাকরি সহজেই বুঝতে পারবেন। এবং আপনাদের কাজগুলো কত পার্সেন্ট হল, তা যাচাই করার জন্য আমরা একটি জিমেইল একাউন্ট দিব। সেখানে আপনাদের কাজগুলো কি করলেন তার একটি রিপোর্ট দিতে পারেন। তাহলে আমরা চেক করে দেখতে পারব আপনাদের কাজগুলো ঠিক আছে কি না। আমাদের জিমেইল একাউন্ট হলঃ [email protected]
****>>>>বিঃদ্রঃ আরেকটি কথা না বললেই নয়, আমাদের এই ক্লাশ শেষ হবার পর আরও পোষ্ট এবং ক্লাশ হবে। তাই যারা SEO শিখতে চান, তারা যেন এই পোষ্টটি শেয়ার করেন। কারন এক সময় আমাদের পেজে বিভিন্ন পোষ্টের কারনে আর হয়তো খুজেই পাবেন না এই ক্লাশগুলো। আর যদি শেয়ার করেন তাহলে আপনাদের ফেসবুক প্রোফাইলেই পাবেন ক্লাশগুলো।
প্রথম ক্লাশ.....বাংলা লেখায় কোন ভুল-ভ্রান্তি হলে মার্জনীয়....
নিচের লিংকগুলো থেকে আজকের ক্লাশের বইগুলো ডাউনলোড করে নিন। আমি দুইটি লিংকে এগুলো শেয়ার করেছি, যার যেটা সুবিধা সেটাতেই ট্রাই করেন।
ডাউনলোড কপি.কম লিংকঃ https://copy.com/x8WAbsWICFLc
ডাউনলোড ড্রপবক্স.কম লিংকঃ https://www.dropbox.com/s/i6ult5iirth4fyd/SEO_Directory%20Submission.rar
চলবে............. (To Be Continue......)
যদি এস.ই.ও শিখতে চান তাহলে আমাদের সঙ্গেই থাকুন............ফেসবুকে আমরা..... M.H.Soft Ltd. 😀 😀 😀
আমি সাইফুল কালাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চেষ্টা করি কিছু শিখতে.....ভাল লাগে কিছু শেখাতে.......তাইতো সামান্য প্রচেষ্টা........ আমাদের ফেসবুক https://www.facebook.com/shopnomelaa/ যদি সময় হয় একবার ঘুরে আসবেন..........
ধন্যবাদ । আমি আপনাদের সাথে আছি । তবে একটা অনুরোধ , যদি সম্পূর্ন SEO শেখার কোন E-Book বাংলায় থাকে তবে আমাকে একটু [email protected] এ জানালে খুবই উপকৃত ও কৃতঙ্গ থাকতাম ।