ব্লগের ট্রাফিক বাড়ানোর চারটি ফানি পদ্ধতি

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আজকে আপনার ব্লগ মার্কেটিং এর জন্য কিছু ফানি/হাস্যকর পদ্ধতি নিয়ে আলোচনা করবো। পোষ্টটি পড়ে কেউ বলবে এগুলো পাগলের প্রলাপ, আবার হয়তো কেউ কেউ আমার সাথে এক মত হবেন। তবে অনুরোধ গালি দেবেনে না।

স্কুল/কলেজ বেঞ্চ:

এটি অভদ্রের মতো কাজ মনে হলেও, হ্যাঁ, আপনি আপনার ব্লগের প্রচার বাড়ানোর জন্য স্কুল/কলেজের বেঞ্চকে ব্যবহার করতে পারেন। যে বেঞ্চে বসে আছেন, কারো জন্য অপেক্ষা করছেন। সময়টুকুকে আপনার ব্লগের প্রচার করার জন্য ব্যবহার করুন। ওয়েব সাইটের নাম এবং ঠিকানা বেঞ্চের উপর ঝটপট লিখে ফেলুন। আশা করি বুঝতেই পারছেন, এতে কিভাবে আপনার ব্লগের প্রচার বাড়বে? এবং আপনাকে ভিজিটর পেতে সাহায্য করবে? কিভাবে? যখন কলেজের ছাত্র/ছাত্রীদের আপনার লিখিত ওয়েবসাইটের নাম চোখে পড়বে, কৌতুহল বশত হলেও (৮০%) আপনার ওয়েবসাইট ভিজিট করবে। এভাবেই আপনার ব্লগের ভিজিটর বাড়বে। আর ভিজিটর যদি আপনার ওয়েব সাইটি পছন্দ করে তাহলে অবশ্যই বুকমার্ক করে রাখবে।

পাবলিক টয়লেট :

পাবলিক টয়লেট ব্লগের প্রচার এর জন্য উত্তম জায়গা! যদিও বিষয়টি নিয়ে ভাবতেই কেমুন অস্বাভাবিক লাগছে। সাধারণত পাবলিক টয়লেট গেলে আমরা কি দেখতে পায়? দেওয়াল ভর্তি সব ১৮+ জোকস, যত ধরণের আজে বাজে মোবাইল নম্বর এ ভর্তি। এখন আপনি কি করবেন? ১৮+ জোকস এর মতো ভেবে আপনার ওয়েব সাইটের এডড্রেসটি পাবলিক টয়লেটে লিখে ফেলুন।ভাবছেন অসভ্যের মতো কাজ! এতে ভাবাভবির কিছু নেই। পাবলিক টয়লেট হাজার ধরণের লোকের আনাগোনা। আপনার ওয়েব সাইটির ঠিকানা কোন শিক্ষিত/ছাত্র/ইন্টারনেট ব্যবহারকারীর চোখে পড়লে অবশ্যই একবার হলেও ভিজিট করবে?

রেলষ্টেশন ও বাসষ্ট্যান্ড:

রেলষ্টেশন ও বাসষ্ট্যান্ড এমন একটি জায়গা যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়ত। বিশেষ করে রেলষ্টেশন। এতে কোন ধরণের পদ্ধতি অবলম্বন করবেন? দেওয়াল লিখন, ছোট্ট কাপড়ের ব্যানার টাঙানো যেতে পারে, এছাড়া সহজ পদ্ধতি স্টীকার, অথবা, স্প্রে কালার এর সাহায্যে ট্রেনের বগি, প্ল্যাটফরম এ লিখতে পারেন। আমার বাস্তব অভিজ্ঞতা বলছি- রাজশাহী রেলষ্টেশনের প্ল্যাটফরমে দেখবেন। অনেকেই নিজেদের ওয়েব সাইট / ওয়েব সাইট ডিজাইন কোম্পানি গুলো প্রচারের উদ্দেশ্য স্টীকার, ছোট্ট ছোট্ট পোষ্টার লাগিয়ে রেখেছে।

ধুলাযুক্ত গাড়ীর কাচ:

বড় বড় শহরে হাজার হাজার ওপেন পার্কিং লট পাওয়া য়ায়। আনাকে কি করতে হবে? পার্কিং প্লেসে যেতে পারেন। কিছু গাড়ীর কাচে প্রচুর পরিমানে ধূলা পড়ে থাকে!চট পট ওয়েব সাইটের এডড্রেসটি লিখে ফেলতে পারেন। তবে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন। গাড়ীর কাচটি যেন ধূলাযুক্ত হয়।

পোষ্টটি এখানে প্রথম প্রকাশিত হয়েছে 😆 -  ব্লগের প্রচার বাড়ানোর চারটি হাস্যকর ও ফানি পদ্ধতি!

Level 0

আমি banglap। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি নিরামিষ ধরনের একজন প্রানী। অবসরে ফেবুর ওয়াল এর সাথে যুদ্ধ করি, ব্যক্তিগত জীবনে বিবাহিত। >>>> http://banglap.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই পদ্ধতিগুলো ফাটাফাটি।
তবে হাসতে হাসতে পেট ব্যাথা উঠছে…..

    Level 0

    @তানভীর আহমেদ: হে হে আইডিয়া গুলা বাস্তব।

Level 0

একদল গাধার বাচ্চা তারা নিজে কিছু লিখতে পারে না, অন্যের লিখা নিজের নামে চালিয়ে দেয় আমার পোষ্ট করে আমাকে আবার কমেন্ট করে জানানো হচ্ছে কে এইখানে আগে প্রকাশ করা হয়েছে।
https://www.facebook.com/BDMOZ/posts/637204429644176

hee…ehee darun!!!! mike diye prochar kora kaaj ta kharap na tarpor blog michil ber kore sobai mile ek songe asun asun ghure dekhun ekbar asle r phire jete mon chaibe na “LOL”

    Level 0

    @onlinesaumen: যে হারে অনলাইন নিউজ পেপার আর আমার মতো ঢেকি ব্লগার বাড়ছে তাতে একদিন হয়তো মাইক লাগবে। ঘোষনাটা এরকম হবে ভাইসব …………… ব্লগে এই তথ্য সেই তথ্য পাওয়া যাবে, আরো এক্সুসিভ কিছু ডাউনলোড করার জন্য আজই চোখ রাখুন…………….. .।

Level 0

মানুষের রুচি বোধ যে কতো নিক্রিষ্ট হতে পারে তা এই টিউন টি পরে বুঝলাম। আর পাঠকদের ও যে রুচির কি অবস্থা তাও বলার অপেক্ষা রাখে না। আসলে টিউনারদের কি দোশ ভাল কিছু লিখলে কোন কমেন্ট হয় না, কিন্তু এই ধরনের সস্তা সেন্টিমেন্টের লেখা গুলা তে পাঠকদের কমেন্ট এর ফুলঝুরী পরে। তারা এ ধরনের ফালতু টিউন করার জন্য টিউনার কে উত্‍সাহিত করে। টিটি তে প্রথম টিউন লিখলেন তাও একটু টিউন এর মানের কথা চিন্তা না করেই লিখলেন । টিউনের শুরুতেই লিখলেন যেন গালি না দেই। টিটি তো গালি দেওয়ার জায়গা না। ছোট বেলা থেকে একটা ছরার লাইন প্রায় জায়গাতেই প্রয়োগ করি। আজ আরেকবার প্রয়োগ কারার মতো সময় এসেছে
” হুজুর বলেন চমত্কার
চামচারা বলে কমত্কার যে হতেই হবে, হুজুরের মতে অমত কার?”
আমরা হইলাম সেই চামচা কুল যারা বুঝে না বুঝে চমত্কার বলি।
আশা করি ভবিশ্যতে ভাল মানের অনেক টিউন উপহার দিবেন।

    Level 0

    @realarif: কিছু মনে করেন না আমি টিটি সাথে মোটামোটি ৫ বছর আছি এমন কোন দিন নেই যে টিটি ১০ ভিজিট করি না। আমি সবসময় ফ্যাঙ্কলি কথা বলতে ভালোবাসি তাই বলছি। মানুষের রুচি বোধ নিয়ে প্রশ্ন না তুলে, একটু পৃথিবী বাঘা বাঘা ব্লগার দের ব্লগ ভিজিট করে দেখেন…. তারপর টিটি তে কমেন্ট করেন প্লিজ। আর ক্রাক ডাউনলোড লিংক থাকলে ভাইয়া টিউন হয় না কখনো ক্রিয়েটিভ কিছু বাস্তব ভাবলেই বুঝতে পারবেন। আপনি বিজনেস ম্যান হলে আপনিও নিজের বিজনেস প্রচার এর জন্য পোষ্টার মারা থেকে শুরু করে আরো কত কি করে ? রাজশাহী রেলষ্টেশনে এসে দেখে যান। আর গালি দেওয়ার কথা কেন বলছি। কিছু লোক আছে তারা নিজে কিছু করতে পারে না কিন্তু আজে বাজে কমেন্ট করে।

বেঞ্চ এ লেখার কাজ তা আমি প্রায়ই করে থাকি 😛