কোন ওয়েবসাইটের এসইও করার পুরো প্রসেসগুলো ধাপে ধাপে দেখানোর জন্য আমার আজকের টিউন। আমার পূর্ববর্তী টিউনের অনেক পাঠকের অনুরোধে এ টিউনটি আমাকে লিখতে হচ্ছে আজকে। এসইওর পুরো প্রসেসটি আপনার কাছে সহজ হয়ে যাবে যখন এটিকে বাস্তবের যেকোন ব্যবসার সাথে মিলাবেন। যেকোন ব্যবসার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হয় কোম্পানীর অফিসকে আগে সুন্দর ডেকোরেশন করা এবং অফিসের ভিতরের আরও কিছু প্রস্তুতি সম্পন্ন করা। যখন অফিসের ভিতরের সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, তখন শুরু করতে হবে প্রচার অর্থাৎ মার্কেটিং। পুরো এসইও প্রসেসে একই কাজ করতে হবে। অফিসের ভিতরের কাজকে আমরা অনপেইজ এসইও বলি এবং পণ্যের প্রচার ও মার্কেটিংকে অফপেইজ এসইও বলে। অনপেইজ এসইও এবং অফপেইজ এসইও দুটির সমন্বয়ে যেকোন ওয়েবসাইট গুগলের সার্চে টপে চলে আসে।
আজকের পর্বে অনপেইজ এসইওর ধাপগুলো নিয়ে আলোচনা করব।
এসইও করার শুরুতে উপযুক্ত কিওয়ার্ড বেছে নিতে হবে। কম্পিটিশন কম এবং সার্চও ভাল হয়, এরকম কীওয়ার্ড বাছাই করতে হবে। সেজন্য গুগলের কীওয়ার্ড টুলস এবং http://www.google.com/trends/ এর সাহায্য নিয়ে এটি ঠিক করতে হবে।
সময় লাগবেঃ ১ ঘন্টা।
সঠিক কীওয়ার্ড বাছাই পর্ব শেষ। এবার আপনার বাছাইকৃত কীওয়ার্ডের উপর ভিত্তি করে ওয়েবসাইটটিকে এসইও ফ্রেন্ডলি করতে হবে।সেজন্য আপনাকে অনপেইজ এসইও করতে হবে।আসুন দেখে নেই অনপেইজ এসইওর ধাপগুলো।
ওয়েবসাইটের ডিজাইন আকর্ষণীয় এবং গোছালোভাবে করুন। ডিজাইন আকর্ষণীয় করার জন্য এমন কিছু করা যাবেনা যাতে আপনার ভিজিটরদের প্রয়োজনীয় তথ্য খুজে পেতে কষ্ট হয়। ওয়েভসাইটের লোডিং সময় কমাতে হবে। ওয়েবসাইটের ডিজাইনের ব্যপারে আমার একটি পোস্ট আছে সেটা দেখতে পারেন, তাহলেও অনেক কিছু জানতে পারবেন। আমার পোস্ট দুটির লিংকঃ ১) https://www.techtunes.io/web-development/tune-id/238094
২) https://www.techtunes.io/seo/tune-id/232281
আপনার ওয়েবসাইটের ভিতরের পেজের লিংকের url এ আপনার কীওয়ার্ডের ব্যবহার করুন।
সময় লাগবেঃ এটি যে এসইও করে তার কাজ না। আপনার ওয়েবসাইট যে ডিজাইন করে তার যদি এসইও জ্ঞান না থাকে তাকে পুরো বিষয়টি বুঝিয়ে দিতে হবে।
ওয়েবসাইটের প্রতি পেজে meta keyword ও meta description ব্যবহার করতে হবে। সেই মেটা ট্যাগে বাছাইকৃত কীওয়ার্ডটি ব্যবহার করতে হবে।
সময় লাগবেঃ ১৫ মিনিট
ওয়েবসাইটের কনটেন্ট অপটিমাইজ করতে হবে। কনটেন্টকে ১০০% ইউনিক, সহজ, আকর্ষণীয় করুন এবং অবশ্যই আপনার কনটেন্টের মাঝে কিওয়ার্ডটি ব্যবহার করুন। সেটা সর্বোচ্চ ৩% বার ব্যবহার করতে পারবেন।কনটেন্টের গ্রামাটিক্যাল ভুলের চেকের জন্য http://www.grammarbase.com/ এবং কনটেন্ট ইউনিক চেকের জন্য ব্যবহার করুনঃ http://smallseotools.com/
সময় লাগবেঃ ৩ঘন্টা
গুগলের ওয়েবমাস্টার টুলে (https://www.google.com/webmasters/) আপনার গুগল একাউন্ট ব্যবহার করে লগইন করুন। সেখানে আপনার ওয়েবসাইটকে যোগ করুন, তখন একটি কোড পাবেন, সেই কোড আপনার ওয়েবসাইটে <head> সেকশনে যোগ করুন।
সময় লাগবেঃ ১৫ মিনিট
গুগলের ইমেজ সার্চে আপনার ওয়েবসাইটের ইমেজকে টপে নিয়ে আসার জন্য ইমেজের নাম এবং html কোডের ALT ট্যাগে কীওয়ার্ড ব্যবহার করুন। ইমেজ সার্চে আপনার ওয়েবসাইটের ইমেজ চলে আসলে সেখান থেকেও প্রচুর পরিমান ট্রাফিক পাবেন।
সময় লাগবেঃ ১৫ মিনিট
আপনার ওয়েবসাইটের প্রতিটা পেজে একটি h1 এবং কমপক্ষে ১টি h2 ট্যাগ ব্যবহার করুন এবং সেই ট্যাগের মধ্যবর্তী বাক্যে অবশ্যই কীওয়ার্ডকে ব্যবহার করুন।
সময় লাগবেঃ ৩০ মিনিট
ওয়েবসাইটের সুন্দর এমন একটি টাইটেল নির্বাচন করুন যেখানে প্রথমধাপে বাছাইকৃত কীওয়ার্ডটি যাতে অবশ্যই থাকে। টাইটেল ৬০ ক্যারেক্টারের বেশি যাতে না হয়, সেদিকে নজর দিতে হবে।
সময় লাগবেঃ ১৫ মিনিট
ওয়েবসাইটকে গুগলে ইনডেক্সিং করুন। আপনার ওয়েবসাইটের URL গুগলে সাবমিট করুন। সেজন্য নিচের লিংকে প্রবেশ করুন। https://www.google.com/webmasters/tools/submit-url
সময় লাগবেঃ ১৫ মিনিট
ওয়েবসাইটে সাইটম্যাপ আপলোড করুন। এজন্য গুগল ওয়েবমাস্টার টুলসে গিয়ে সাইটম্যাপ সাবমিট করুন।সাইটম্যাপ তৈরির জন্য লিংকটির সাহায্য নিতে পারেন। http://www.xml-sitemaps.com/ এখানে সাইটম্যাপ তৈরি করে xml হিসেবে ডাইনলোড করতে হবে। পরে সেই ফাইলটি আপনার সার্ভারে আপলোড করুন। পরে লিংকটি গুগলের ওয়েবমাস্টারে গিয়ে যুক্ত করুন।
সময় লাগবেঃ ৩০ মিনিট
রোবোট টেক্সট ব্যবহার করতে হবে , ইন্টারনাল লিংক ব্যবহার, লিংক স্ট্যাকচারের দিকে নজর দিতে হবে, নেভিগেশনের দিকে নজর না দিলেও হবেনা।
সময় লাগবেঃ ৩০ মিনিট
তাহলে অনপেইজ এসইও করতে মোট সময় লাগছে ৬ ঘন্টা।
আজকে অনপেইজ এসইও নিয়ে ধারাবাহিকভাবে লিখলাম। সবার কাছে ভাল লাগলে কমেন্ট করবেন, না হলে অফপেইজ এসইওর উপর লিখা নিয়ে আসবনা। পরের পর্বে অফপেইজ এসইওর ধাপগুলো নিয়ে আলোচনা হবে, তবে সেটা আপনাদের উপরই নির্ভর করছে। আপনার কমেন্ট করে জানাবেন পরের পর্ব লাগবে কিনা।
আমার ফেসবুক পেজে জয়েন করতে পারেনঃ https://www.facebook.com/groups/creativeit/
সৌজন্যেঃ ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট
আমি মোঃ ইকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 102 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজেকে অনলাইন ব্রান্ড এক্সপার্ট হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করলেও গ্রাফিকস, ওয়েবডিজাইন এবং অ্যানিমেশন বিষয়েও প্রচুর কাজের অভিজ্ঞতা রয়েছে। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি। ব্লগিংটা নেশার কারনে করি। নিজের ব্লগের লিংকঃ http://genesisblogs.com/
একটি সম্পুর্ন এস ই ও টিউটোরিয়াল, এবং কোন ধাপ কিভাবে করবেন তা বিস্তারিত দেয়া আছে। Complete SEO Tutorials