আসসালামু আলাইকুম। অনেকেই অনলাইনে আয় করার জন্য এসইও এর কাজ শিখেছেন আবার অনেকে হয়ত নিজের ব্লগের জন্যও এসইও শিখছেন বা শিখেও ফেলেছেন। এসইও তে ভাল পজিশন পেতে সঠিক কিওয়ার্ড নির্বাচন করা খুবই গুরুতবপূর্ণ এবং এটাই আসল। আর এই কাজে সবচেয়ে বেশি যা দরকার হয় তা হল Google Keyword Tools. এর মধ্যে রয়েছে Google Adword Tools, Google Trends ইত্যাদি। আমরা সবাই এতদিন ধরে আরামসে যে Adword Tool ব্যবহার করে আসছিলাম গুগল মামা এখন সেটা অনেকটাই পরিবর্তন করেছে। ব্যবহার এবং সিস্টেম অনেক চেঞ্জ হয়েছে। ফলে নতুন অনেকেই বুঝতে পারছেন না কিভাবে Google Panner ব্যবহার করবেন। শুধুমাত্র তাদের জন্যই আজকের এই ভিডিও টিউন।
দেখে নিন কিভাবে Google Planner এ লগইন করবেন এবং ব্যবহার করবেন ঃ
এই ভিডিওটির সরাসরি ইউটিউব লিংক- http://www.youtube.com/watch?v=FkNbLugKJV4
যদি Google Adword Tool সম্পর্কে ধারনা না থাকে নিচের মেগা ভিডিও দেখুন ঃ
এই ভিডিওটির সরাসরি ইউটিউব লিংক-
http://www.youtube.com/watch?v=95WR8PA1Nzc
আমাদের ফেসবুক গ্রুপে আপনাদের সবার আমন্ত্রণ রইল। 😛 সময় পেলে যোগ দিয়েন। ফেসবুক গ্রুপ।
ভিডিও গুলো নতুন পুরাতন সবারই কাজে লাগবে। কেমন হয়েছে সবাই জানাবেন। ধন্যবাদ। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।
আমি আব্দুল কাদের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.AmarTips24.Com