কেমন আছেন সবাই?আশাকরি ভালই আছেন।
টেকটিউনসে এটি আমার প্রথম পোস্ট।কতটুকু ভাল লিখলাম জানি না।শিরোনামে ওয়েব ডাইরেক্টরীতে ব্যাকলিংক বাড়ানোর কথা তুলে ধরেছি।তার আগে জানতে হবে-ব্যাকলিংক কি?ওয়েব ডাইরেক্টরী কি?সুবিধা গুলো কি কি?
ব্যাকলিংক কি?
একটি সাইটের পেজরেংক বাড়ানোর মূল হাতিয়ার হল ব্যাকলিংক।একটি সাইটে অন্য কোন একটি সাইটের লিংক থাকাটাই হল অন্য সাইটটির ব্যাকলিংক বা ইনকামিং লিংক।অপরপক্ষে যে সাইটটিতে লিংকটি অবস্থান করবে তার জন্য এটি আউটগোয়িং লিংক অর্থাৎ এই লিংকে ক্লিক করে ভিজিটর অন্য সাইটটিতে চলে যেতে পারবে। (উদাহরন-ধরুন আমার সাইটের লিংক http://bangla-tutor24.blogspot.com/ টেকটিউনসে আছে এটি আমার জন্য ব্যাকলিংক বা ইনকামিং লিংক আপরপক্ষে টেকটিউনসের জন্য এটি আউটগোয়িং লিংক )
কি কাজে লাগে?
যদি আপনি কোন সাইটের মালিক হয়ে থাকেন তাহলে ব্যাকলিংক(backlink) একটি গুরুত্বপূর্ন বিষয়।আপনার ব্যাকলিংক যত বেশি থাকবে সার্চ ইন্জিন আপনার সাইটকে তত মুল্যায়ন করবে আপনার সাইটকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।তবে ভাল পেজরেংক সম্পর্কিত সাইটে আপনার লিংক থাকতে হবে।সার্চ ইন্জিন অপটিমাইজেশনের এটি একটি গুরুত্বপূর্ন বিষয়।
ওয়েব ডাইরেক্টরী কি?
ওয়েব ডাইরেক্টরী হল সে সকল ওয়েবসাইট যে ওয়েবসাইট গুলো সকল ওয়েবসাইটের বিবরন,লিংক ইত্যাদি জমা করে রাখে।ওয়েবসাইট ও ওয়েব ভিজিটরের একটি কেন্দ্রবিন্দু হল ওয়েব ডাইরেক্টরী।
সুবিধাসমূহ:
ওয়েব ডাইরেক্টরীর সুবিধা হল আপনি আপনার ওয়েবসাইটের নাম,বিবরন,লিংক ইত্যাদি তাদের সাইটে গিয়ে সাবমিট করবেন।তাতে করে ভিজিটররা আপনার সাইটকে তাদের সাইট লিস্টে দেখতে পাবে।আপনার সাইটের ভিজিটর বাড়বে।আপনার ব্যাকলিংক বাড়ল।ব্যাকলিংক বাড়ার কারনে এবং ভিজিটর আসার কারনে আপনার সাইট সার্চইন্জিনের কাছে ভাল পরিচিতি পেল(যদি আপনার সাইটটি ভাল মানের হয়) ।এছাড়াও ওয়েব ডাইরেক্টরীতে ভাল অবস্থানে থাকতে পারলে তারা আপনাকে বাড়তি কিছু সুবিধা দিবে।
কিছু বাংলা ওয়েব ডাইরেক্টরীর লিংক হল-
Bangla Sites
বাংলাদেশের ওয়েবসাইট নিয়ে এটি একটি অনলাইন ডাইরেক্টরী।এর বিভাগগুলো হল-
Agriculture
Blogs
Business
Education
Embassies & Consulates
Entertainment
Forums
Government
Hotels
Literature
Media
Newspapers
Ngos
Religions
Shopping
Society & Culture
Sports
Technology
Web Resources
এটি একটি বাংলা ডাইরেক্টরী।এর বিভাগগুলো হল-
Arts and Entertainment
Blogs
Business and Economy
Computers and Internet
eCommerce and Shopping
Education
Famous Bangladeshis
Government
Health
News and Media
Probashi - Non Resident Bangladeshi (NRB)
Recreation and Sports
Reference
Regional
Science and Environment
Social Sciences
Society and Culture
Travel and Tourism
এটি একটি বাংলাদেশের ওয়েবসাইট ডাইরেক্টরী।এখানে ৫০০০ এর ও বেশী ওয়েবসাইট রয়েছে।তাদের বিভাগগুলো হল- Arts,Blogs,Business & Economy,Entertainment,Food & Cooking,Foreign Webs,Forums,Government,Health,HomePage ,Hotel & Guest Houses ,Mobile,News & Media,Nrb,Reference,Regional,Society & Culture,Sports,Travel
এছাড়াও রয়েছে
prantor
top-site-list
uni.edu
xTEK Bangladesh
bdPOD
whitepagesbd
গুগলে সার্চ করে আরও বাংলা ওয়েব ডাইরেক্টরী বের করুন এগুলোতে আপনার সাইট সাবমিট করুন।আপনার সাইটের ব্যাকলিংক বাড়ান।
প্রথম পোস্ট তাই ভুল থাকতে পারে।ভূল পেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে সংশোধন করে দেবেন।
উৎসাহ পেলে চালিয়ে যেতে চাই।
সময় পেলে ঘুরে আসতে পারেন-bangla-tutor24
আমি জামিউল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার পোস্টটি সত্যি চরম হইছে, চালিয়ে যান।