Search Engine Optimizaion : আমার মতে যা, পড়তে পারেন নাও পারেন (পর্ব ৩)

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

ধুর মিয়া আমি লিখতাছি তৃতীয় টিউন। কিন্তু আমি আমার প্রথম টিউনে লিখছিলাম যে এস ই ও পানির মত সহজ কিন্তু এই কথাটি অনেকের পছন্দ হয়নাই। তাই আমি তাদের বলছি আমি যা বুঝি, ওটা সেই কথা। আমি আপনাদের দিক থেকে একটু কাচা তাই আমি আন্তরিক ভাবে বলতে চাই আপনারা যারা বলেছেন এস ই ও কঠিন তারা আসলে সঠিক বলছেন, কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর। আমি আসলে যেটা বলছি সেটা আমার নিজের মত যদি আপনাদের পছন্দ না হয় তবে বলবো আপনারা আমার লেখার ভুল গুলা থেকে সরে থাকুন কারন আপনারা জানেন যে আমি এখানে আসলে আপনাদের বোঝাতে আসিনি এস ই ও সহজ বা কঠিন, আমি এসছি আমার কিছু এস ই ও ভাবনা নিয়ে। যদি আপনাদের মনে হয় আমি ভুল তবে আমি মেনে নিতে রাজি যে আমি ভুল কিন্তু আমি ঝগড়া করতে চাইনা। প্লিজ ঝগড়া করার ফালতু চেষ্টা কইরেন না। আমি একটু ফালতু বকি, এটা আমার প্রতিটি টিউন এর প্রথমে লেখা থাকে তাই মনে করিয়ে দেয়ার দরকার নাই। তবে যদি বুঝতে না পারেন তবে কমেন্ট করে জানান আমি বঝানোর চেষ্টা করবো। আর যদি তখনো বুঝাতে অক্ষম হই তবে আমি আন্তরিক ভাবে দুঃখিত যে আমি আপনাকে বঝাতে পারলাম না। আমি নিজে কিন্তু এস ই ও এক্সপার্ট না, তাই কেউ যদি আমাকে এস ই ও এক্সপার্ট মনে করেন তবে আপনি আপনার মূল্যবান সময় ফাউ কাজে নষ্ট করছেন। কষ্টকরে আমাকে নিয়ে চিন্তা না কেরে, আমি যে ভুল গুলা করছি তা থেকে বিরত থাকুন এটাই ভাল হবে। ফালতু কেন মশা মেরে হাত নোংরা করবেন?

আমার মনে হয় দুই একজনের হলেও আমার লেখা ভাল লাগে। যদি লাগে তাদের অনেক ধন্নবাদ যে তারা ভাল লাগাইছেন। যাই হোক গত দিনের টিউন এ আমি বলছিলাম কিছু হাবিজাবি এবার আবার কিছু হাবিজাবি লেখার টাইম হয়ে গেছে।

এখানে আমার পূর্বের দুটি টিউন রইলো যারা পড়েন নাই তারা যদি একটু কস্ট করে পরে নিতেন তাইলে খুশি হইতাম।

১. Search Engine Optimizaion : আমার মতে যা, পড়তে পারেন নাও পারেন (পর্ব  ১)
২.Search Engine Optimizaion : আমার মতে যা, পড়তে পারেন নাও পারেন। (পর্ব ২)

যাই হোক আপনারা নিশ্চয় সেখানে যেখানে আমি আপনাদের চাচ্ছিলাম ? যদি উত্তর হ্যাঁ হয় তবে আর দেরি কিসের, আমারা ত জানি শুভ কাজে দেরি করতে নাই :p। তাই আর দেরি নয় এবার অন পেজ এস ই ও এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর আজকের টপিক এর নাম হলো ইউ আর এল।

ইউ আর এল কি ?

ইউনিফর্ম রিসোর্স লকেটর এর সংক্ষিপ্ত রুপ হল ইউ আর এল যদিও এর পূর্ববর্তী নাম ছিল ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। এটি মুলত অনলাইন এর কোন কনটেন্ট অবস্থান নির্দেশ করে। এর আলাদা আলাদা নামের জন্য আলাদা আলাদা কনটেন্ট থাকে। সার্চ ইঞ্জিন এর রোবট যাকে মুলত আমরা বট নামে জানি, সে মুলত প্রতি ওয়েবসাইট এর প্রতি কনটেন্ট কে এই রিসোর্স লোকেটর দিয়ে লোকেট করে থাকে। এই বট মুলত ইউ আর এল আর ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়ে লক্ষ করে একটি কনটেন্ট কে তার আওতায় নিয়ে থাকে। যেহেতু সার্চ ইঞ্জিন তার প্রতিটি কনটেন্ট পেজ কে ইউ আর এল দ্বারা খুজে বের করে থাকে তাই এর গুরুত্ব অনেক।

কেমন হওয়া উচিত আপনার ইউ আর এল?

এবার আপনার একটি প্রস্ন সামনে আসলো যে কেমন হওয়া উচিত আমার ইউ আর এল? যেহেতু ইউ আর এল নির্ধারণ করা খুবি গুরুত্বপূর্ণ তাই এর জন্য কিছু বিষয় অবশ্যই জানতে হবে। এতে করে আপনি বুঝতে পারবেন আপনি কোন কনটেন্ট এর জন্য কি ইউ আর এল ব্যবহার করবেন।

১. আপনাকে খেয়াল রাখতে হবে যাতে করে আপনার ইউ আর এল টি ৩ ওয়ার্ড এর বেশি বড় না হয়। বড় করতে পারেন যদি আপনার ইচ্ছা হয়। আমি বঝাতে চেয়েছি http://www.yoursitename.com/word-word-word অথবা http://www.yoursitename.com/wordwordword এটা একটি ভাল এস ই ও প্রাকটিস। এটি সার্চইঞ্জিনকে আপনার সাইট এর কনটেন্ট পেজ এয় লোকেশন সম্পর্কে ধারনা দেয়।
২. আপনার কনটেন্ট পেজ এর মূল কি ওয়ার্ড যদি আপনি আপনার ইউ আর এল এর মদ্ধে রাখতে পারেন তবে আপনি বেশি লাভ পেতে পারেন কারন আপনার ইউ আর এল হল আপনার সাইট এর প্রথম ইম্প্রেশন সার্চ ইঞ্জিন এর জন্য। আর আমরা তো জানি 'ফাস্ট ইম্প্রেশন ইজ ইয়োর লাস্ট ইম্প্রেশন'। হি হি।
৩. যদি পারেন আপনার পোস্ট টাইটেল টি কে গুছিয়ে এবং ইউ আর এল করার চেস্টা করবেন।
৪. যত পারবেন ফোল্ডার কম বানানোর চেস্টা করবেন। এতে করে ইউ আর এল প্রকাশ ক্ষমতা বারে।
৫. আন্ডারস্কোর ব্যাবহার বাদ দিতে হবে এবং যদি স্পেস ব্যাবহার অবশ্য প্রয়োজনীয় হয় তবে হাইপেন ব্যাবহার করতে হবে।
৬. যত বেশি সম্ভব সাবডোমেইন ব্যাবহার থেকে বিরত থাকতে হবে।
৭. পেরামিটা , যেমন ?, =, & ব্যাবহার না করা অনেক ভাল।
৮. ভাল হবে যদি আপনি আপনার সাইট এর ইউ আর এল এর প্রতিটি ক্যারেক্টার যদি ছোট হাতের হয়।

আপনি আপনার সাইট এর ইউ আর এল এর নির্বাচন করার সময় এই সকল বিষয় গুলার দিকে খেয়াল রাখবেন। এতে করে আপনার সাইট এর এস ইউ আর এল এর জন্য নির্ধারিত বিষয় গুলা ফলো করা হবে।

আশা করি ইউ আর এল উপর আমার এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে। যদি ভাল না লাগে দয়া করে জানাবেন কোথায় সমস্যা আছে। ধন্যবাদ আপনার মূল্যবান সময় এই হাবিজাবি পরার জন্য বেয় করার জন্য।

 

Level 0

আমি পাগলা মফিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে
http://www.techcd.tk

চালিয়ে যান ভাই, ভাল হচ্ছে।

Level 0

প্রতিটা টিউনে আজাইরা প্যাচাল বেশি !

    @MeghDuth:
    আপনার কমেন্ট আমি অনেক ভালো ভাবেই নিলাম কিন্ত আপনার ভাষা যদি একটু ভদ্র হত অনেক ভাল লাগতো।

Level 0

vai, valo lagche…… r o tune chai.