ধুর আমি নাকি বাংলা লেখায় অনেক ওস্তাদ, আমি লেখে দেখলাম যে আমার লেখার মদ্ধে অনেক বানান ভুল হয়। তাই যারা আমার টিউন পরছেন তাদের বলি যে রাগ করবেন না যদি বানান ভুল পান। আমি ইচ্ছা করে বানান ভুল লেখিনা ,ভুল হয়ে যায়। sorry for that. আমি টেকটিউন এ নতুন তাই এটা পানির মত পরিষ্কার যে এটা আমার প্রথম টিউন। তাই আসা করব পুরাতাই পরবেন। লেখার quality ভাল না হয়ায় আন্তরিক ভাবে দুঃখিত। যাই হক আমি চিন্তা করছি যে আমি প্রথমে লিখবো এস ই ও সম্পর্কে। যদি আপনাদের ভাল লাগে তবে প্রতি শপ্তহে একটা করে টিউন করব। আর যদি ভাল না লাগে তবে নতুন করে disturb করবোনা।
আমার মনে হয় আপনারা ইতিমধ্যে জানেন এটা আসলে কি। এখানে অনেক অভিজ্ঞ টিউনার ভাই আগে এই সম্পর্কে লিখেছেন। হুম, আপনি নিশ্চয় এখন চিন্তা করতেছেন আমি কেন এই পাকামি করতেছি। আসলে পাকামি আমার একটি ভাল স্বভাব। তাই না চাইতেও হয়ে যায়। তাই এস ই ও expert দের কে বলতেছি ভাই রাগ কইরেন না কিন্তু, আমি কিন্তু কাইন্দা দিমু। আর আমি কানলে পরে কেউ থামাতে পারে না । হুম আমি কিন্তু সিরিয়াস। তাইলে ভাই আসেন হাফপ্যান্ট টাকে আর এক্তু উচু করে শুরুর থেকে শুরু করি। :p
এতক্ষনে মনে হচ্ছে আমি যদি উপন্যাস লেখতান তবে হুমাউন ভাই ও ভয় পায়া যাইত ।। just joking.
ভাইসব লেখা শুরু করার পরে টের পাইলাম যে আমি optimization এর বাংলা জানিনা। প্রথমে আমি চলে গেলাম translate.google.com এ. গিয়ে দেখলা ম যে এর মানে হল, নিখুতকরন। আমি বুঝেনিলাম যে এর মানে হল উপযুক্ত করন। আপনারা যদি এইটাই বুঝেন তবে খুব ভালো নাইলে একটু কষ্টকরে বুঝেনেন।
যাই হোক এখন কাজের কথাই আসি। ধরেন আপনি একটা ওয়েবসাইট বা একটা ওয়েবপেজ এর মালিক এবং আপনি চান যে সকলে যেন খুব সহজে আপনার ওয়েবসাইট এ আসতে পারুক । এক্ষেত্রে প্রবলেম হল যে আপনি জানেন যে আপনি যে সাইট এ জান তার সকল ওয়েবসাইট এর নাম আপনি নিজেও জানেন না। তাহলে সকলে কি করে আপনার ওয়েবসাইট এর নাম মনে রাখবে? তাই সার্চইঞ্জিন গুলো আপনার কাজ সহজ করার জন্য কিছু উপায় বর্ণনা করে দিয়েছে, এই সকল উপায় গুলাকে ফলো করার নিয়ম কে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। এর একটা ভিন্ন সংজ্ঞাও আছে, কিন্তু এটা বুঝতে খুব সহজ। -আর কেউ না বুঝুক আমি তো এটাই বুঝি সার্চইঞ্জিন অপটিমাইজেশন বলতে। সংক্ষেপে আপনার সাইট কে সার্চইঞ্জিন এ উপরে নিয়ে/ ইউজার এর কাছে দৃশ্যমান করার নিয়ম হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ।
হজ্ঞলডে কয় এইদা হরার জন্নে তেমন কনো যোগ্যতার দরকার হয় না। তয় যোগ্যতা থাহা ভালা। আমনে যদি ইংলিশ এ মোটামুটি ভালা হন তয় আপনে এই কাজের জন্য ভালাই যোগ্য। আপ্নে এই কাজ গান হন্তে হন্তে হরতে পারেন। আপনে এট্টু কষ্ট হইরা যদি ইংলিশ টা ভালা হইরা হেকতে পারেন তয়তো কথাই নাই। তাই নো টেনশন ডু ফুর্তি (এইডা কোন রেডিও চ্যানেল না কইতাছি, আর আমি কিন্তু কোন চ্যানেল এর জকিনা (সিরিয়াস কইতাছি))। এই কাজডা ভালাই সহজ আছে। আপনে মনে হয় সহজেই হরতে পারবেন।
আমি কয় প্রকার বললে খুশি হন? ধুর মিয়া কি যে কন। আমরা যদি পাঁচটা বলি আপনিও কি পাঁচটা বলবেন। sorry রাগ করেন না please আমি আসলে ওভাবে বলিনি। তাইলে ধইরা নি যে আপনি মাফ করে দিসেন। ওকে তাহলে এস ই ও মুলত দুই প্রকার। একটা হল অনপেজ অপটিমাইজেশন আর অন্যটা হল অফপেজ অপটিমাইজেশন।
তবে একটা কথা না বললেই নয় যে অপটিমাইজেশন কে চাইলে আর দুই ভাগে ভাগ করা যেতে পারে। আর সেগুলো হল ব্ল্যাক হ্যাট এস ই ও এবং হোয়াইট হ্যাট এস ই ও। হোয়াইট হ্যাট এস ই ও হলো সেই ধরনের এস ই ও যা করলে কনো প্রকার এর প্রবলেম হয় না আর ব্ল্যাক হ্যাট এস ই ও হল সেই ধরনের এস ই ও যা করলে প্রবলেম আর প্রবলেম। যদি আপনাদের এই টিউন ভালো লাগে তবে আমি অবশ্যই হোয়াইট হ্যাট আর ব্ল্যাক হ্যাট নিয়ে অন্য আর এক টিউন এ বলবো। আপনাদের পছন্দ হল কি না আমি বুঝবো কমেন্ট দেখে। 😀 :D।
অন পেজ এস ই ও হল সেই ধরনের এস ই ও যা আপনার সাইট এর মদ্ধে করতে হয় অর অফ পেজ এস ই ও হল সেই ধরনের এস ই ও যা আপনার সাইট এর বাইরে করতে হয়। যদি আল্লাহ বাচায় তবে আমি আলোচোনা করব পরে বিস্তারিত। এখন যেটা দরকার সেতা করি।
একটা সার্চ ইঞ্জিন আপনার সাইট কে পরে বিভিন্ন দিক হতে। তার মদ্ধে একটা দিক হল অনপেজ রুট। এই পথ দিয়ে যাওয়ার সময় সার্চইঞ্জিন মুলত কিছু কিছু বিশয়ে লক্ষ্য করার চেষ্টা করে। আর যে সকল বিশয় গুলকে ফলো করার চেষ্টা করে তাদেরকে অনপেজ ফ্যাক্টর বলে। অনপেজ ফ্যাক্টর গুলা হলো গাছের শিকর এর মত। যেমন শিকর বাদে গাছ শক্তভাবে দারাতে পারে না, তেমনি অন পেজ ফ্যাক্টর বাদে একটি সাইট কখনো সঠিক যাত্রা সুরু করতে পারে না। তাই অন পেজ ফ্যাক্টর আপনার সাইট বা আপনার ক্লায়েন্ট এর জন্য খুবি প্রয়োজনীয়। তাই ভুলেও আপনি আপনার সাইট এর অন পেজ অপটিমাইজেশন করতে ভুল করবেন না। এটা খাতায় লিখে রাখেন। 😀 :D।
আপনারা এর মদ্ধেই জানতে পেরেছেন যে এস ই ও এর একটি রুট হল অনপেজ আর অন্য একটি হল অফপেজ রুট। অনপেজ যদি গছের শিকর হয় তবে অফপেজ হল ওই একই গাছের বেড়ে ওঠা শরীর আর ডাল সাথে পাতাকেও ধইরেন । গাছ এর যদি পাতা না থাকে তবে নিশ্চয় গাছ টা আপনার কাছে টাক টাক লাগবে -- যদি না লাগে আপনি আসলে আলাদা ধরনের মানুষ। যাই হোক কে কোন ধরনের মানুষ তা নিয়ে কথা না বলাই ভালো। মূল কথা হল যে গাছকে যেমন ডাল আর পাতা বাদে ভালো লাগে না তেমনি আপনার সাইট বা আপনার ক্লায়েন্ট এর সাইট ও সার্চইঞ্জিন এ খুব ভালো করতে পারবে না। তাই আপনার জন্য অফ পেজ এস ই ও খুব গুরুত্বপূর্ণ।
আমি জানি যে আপনারা এগুলো খুব ভালো করে জানেন কিন্তু প্রথম টিউন এ আমি আর কিই বা লেখতে পারি। তাই রাগ হইলে গালাগালি করতে পারেন মনে মনে। সামনে না। তাইলে খারাপ লাগবে। আর যদি ভালো লাগে জানাবেন তবেই পবেন গা জ্বলানো আরে কিছু আউল ফাউল টিউন ।
আমি পাগলা মফিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চালিয়ে যান আপনার সাথেই আছি না মানে আপনার টিউন এর সাথেই আছি ।