SEO কিছুই জানিনা তবুও সখ বশত একটা ব্লগ করলাম বাংলা মূভী ডাউনলোড এর জন্য । যাই হোক প্রথমে বেশ কিছু পোস্ট দিলাম সঙ্গে সঙ্গে গুগলে ইনডেক্স হয়ে গেল সার্চ দিলে ২ ,৩ নাম্বার পেজ এ দেখায় ভিসিটর প্রতেক দিন ১০০- ২০০ যাই হোক এতে কিছু আসে যাই না কারন ব্লগ টা আমি শুধু মাত্র SEO Practical Test করার জন্য করা । তাই Google webmaster টুল এ গিয়ে যা ইচ্ছা হয় তাই করি ।
এবার আসি আসল কথায় ৩,৪ দিন আগে হটাত কি খেয়াল আসল গেলাম https://www.google.com/webmasters/tools/crawl-url-parameters এই লিঙ্ক এ এখানে সুন্দর করে লেখা আছে
Use this feature only if you're sure how parameters work. Incorrectly excluding URLs could result in many pages disappearing from search
এর মানে হল যদি তুমি যান যে URL Parameters কিভাবে কাজ করে তবেই এই ফিচার টি বাভহার কর আর ভুল ভাল URL Parameters অ্যাড করলে তোমার ব্লগ সার্চ ইঞ্জিন থেকে ব্লক হতে পারে ।
সব কিছুই বুঝলাম এর পর দিলাম Parameters অ্যাড করে কি হল কিছুই বুজতে পারলাম না । বুজলাম ২ দিন পরে জকন ব্লগ এ নতুন পোস্ট দিলাম তকন দেখি গুগলে মামা ইনডেক্স করে না কি হল? নতুন সাইট ম্যাপ দিলাম দেখি ইনডেক্স আর করে না এর পর গেলাম ইনডেক্স স্ট্যাটাস এ সেখানে দেখি আগের করা ৬৬ টা পোস্ট টোটাল ইনডেক্স দেখাই কিন্তু পরে যে ১০ টা পোস্ট করলাম সে গুলো আর ইনডেক্স করে না । এবার ইনডেক্স স্ট্যাটাস এর পাসে Advanced এ গেলাম সেখানে দেখলাম 10 POST BLOCKED BY ROBOTS ।
এর পর মনে পরল সেই আগের URL Parameters এর কথা যাই হোক আবার URL Parameters এ গেলাম ডিলিট করার কোন অপশন নাই Reset করলাম কোন কাজ হয় না।
গুগলে এ সার্চ দিলাম How to delete URL Parameters from webmaster ? ওয়েবমাস্টার হেল্প , গুগল প্রোডাক্ট ওয়েবমাস্টার ফোরাম এ ও এর কোন উত্তর পেলাম না কি ভাবে এই অভিশপ্ত URL Parameters ডিলিট করব ? যাই হোক ডিলিট করা আর হল না তাই সেশ বারের মত আমার প্রিয় সঙ্গি TT তে পোস্ট দিলাম । আর একটা কথা জ্রতা আমি পোস্ট টাইটেল এ বলেছি যে নতুন ব্লগার এ এ দিকে কারন এটা শুধু নতুন ব্লগার দের দেখানর জন্য যে না জেনে এই ভুল আর কেউ না করে।
আর কিছু লিখলাম না এবার দেখি tt থেকে কি পাওয়া যাই । সবাই ভালো থাকবেন । ইছা হলে আমার অভিসপ্ত ব্লগ থেকে ঘুরে আসতে ইছা Bengalimovies4u .
এর আগে আমি একটা পোস্ট করে ছিলাম কিন্তু তা আমি tt পেজ এ কখনো দেখতে পাই নি । মিস করে থাকলে দেখ তে পারেন ।
আমি Tech2। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
ভাই আপনি আবার নতন করে সাইত মেপতি সাবমিত করেন এবং https://www.google.com/webmasters/tools/submit-url?pli=1 এখানে আপনার ব্লগ পস্তের URL গলো submit করে দেখতে পারেন।