শুভ বিকাল।
আজ আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করব। আমি এত ভাল কিছু পারি না। সাইটের যত বস রা রয়েছে তাদের ছায়ার ছায়ার আশে পাশে আমি নেই। মাত্র শিখছি। তো আমার শেখা থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব।
আমরা সবাই মোটামুটি গুগলের পান্ডা এবং পেঙ্গুইন এর হাতে লাথি উস্টা খাই। এখন এমন হয়ে গিয়েছে মনে হয় সয়ে গিয়েছে। যারা ব্লগিং করে টাকা আয় করছেন তারা এই বিষয় টা খুব ভাল জানেন এবং যারা করবেন তাদের জন্য জরুরি আমার নিচের লেখাটা।
এই কপিরাইটিং বিষয় সম্পর্কে মোটামুটি সবাই জানি। কপি পেস্ট করা গুগল মোটেও পছন্দ করে না। আপনি যদি এই ধরনের কাজ করে থাকেন গুগলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। এখন এই বিষয় সবাই সচেতন। যে যা পারে তাই লেখে, যাতে কপি পেস্ট না হয় তাই।
আপনার লেখা চুরি করার জন্য ২৪ ঘন্টা চোখে চোখে রাখের কিছু চোর লেখক। অভাক হচ্ছেন তাই তো। কিছু চোর আছে যাদের আর্টিকেল লেখার সময় নেই তারা আপনার লেখা চুরি করে তার সাইটে দেয়। আপনি যখন একটা পোষ্ট দেন। পোস্ট সাথে সাথে গুগলে ইনডেক্স হয় না। এটা আমরা সবাই জানি। কিন্তু আপনার সাইট এর পোস্ট গুগলে ইনডেক্স হওয়ার আগে যদি কেউ আপনার নতুন লেখা টা তার সাইটে নিয়ে পোষ্ট করে আপনার আগে গুগলে ইনডেক্স করিয়ে বসে এতে বাঁশটা কে খাবে। আপনি না সে? হ্যাঁ আপনি খাবেন। তখন গুগল আপনার সাইটের সেই নতুন লেখাকে কপি পেস্ট আওতায় ফেলে দিবে।
এখন তো চিন্তায় পরে গেলেন এত তারতারি কি করে ইনডেক্স করাবেন তাই না।
পোষ্ট টা এমন একটা সময় দিবেন যখন আপনি আগামি ১ ঘন্টা পুরো ফ্রী। তারাহুড়া করবেন না।
আমি oldschool। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন টিপস। সবার জন্য খুবই দরকারি। অসাধারণ অনলাইন গেমস সাইট । Techtricksbd