কেন সাইটের নতুন পোষ্ট তারাতাড়ি গুগলে ইনডেক্স করানো দরকার

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

শুভ বিকাল।

আজ আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করব। আমি এত ভাল কিছু পারি না। সাইটের যত বস রা রয়েছে তাদের ছায়ার ছায়ার আশে পাশে আমি নেই। মাত্র শিখছি। তো আমার শেখা থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব।

আমরা সবাই মোটামুটি গুগলের পান্ডা এবং পেঙ্গুইন এর হাতে লাথি উস্টা খাই। এখন এমন হয়ে গিয়েছে মনে হয় সয়ে গিয়েছে। যারা ব্লগিং করে টাকা আয় করছেন তারা এই বিষয় টা খুব ভাল জানেন এবং যারা করবেন তাদের জন্য জরুরি আমার নিচের লেখাটা।

কপিরাইটিং করলে কি ক্ষতিঃ

এই কপিরাইটিং বিষয় সম্পর্কে মোটামুটি সবাই জানি। কপি পেস্ট করা গুগল মোটেও পছন্দ করে না। আপনি যদি এই ধরনের কাজ করে থাকেন গুগলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। এখন এই বিষয় সবাই সচেতন। যে যা পারে তাই লেখে, যাতে কপি পেস্ট না হয় তাই।

google post index

আপনি জানেন কি?

আপনার লেখা চুরি করার জন্য ২৪ ঘন্টা চোখে চোখে রাখের কিছু চোর লেখক। অভাক হচ্ছেন তাই তো। কিছু চোর আছে যাদের আর্টিকেল লেখার সময় নেই তারা আপনার লেখা চুরি করে তার সাইটে দেয়। আপনি যখন একটা পোষ্ট দেন। পোস্ট সাথে সাথে গুগলে ইনডেক্স হয় না। এটা আমরা সবাই জানি। কিন্তু আপনার সাইট এর পোস্ট গুগলে ইনডেক্স হওয়ার আগে যদি কেউ আপনার নতুন লেখা টা তার সাইটে নিয়ে পোষ্ট করে আপনার আগে গুগলে ইনডেক্স করিয়ে বসে এতে বাঁশটা কে খাবে। আপনি না সে? হ্যাঁ আপনি খাবেন। তখন গুগল আপনার সাইটের সেই নতুন লেখাকে কপি পেস্ট আওতায় ফেলে দিবে।

এখন তো চিন্তায় পরে গেলেন এত তারতারি কি করে ইনডেক্স করাবেন তাই না।

পোষ্ট টা এমন একটা সময় দিবেন যখন আপনি আগামি ১ ঘন্টা পুরো ফ্রী। তারাহুড়া করবেন না।

  • লেখা শেষ করে সাথে সাথে সাইটম্যাপ করে ফেলুন
  • সাইট ম্যাপ করার পর টুইটার, গুগল প্লাস এবং পিংরেস্ট এ শেয়ার করে ফেলুন।
  • তারপর এই দুইটি সাইটে সাবমিট করুন -    http://www.google.com/addurl          এবং            http://blogsearch.google.com/ping
  • তারপর https://pingler.com/      এবং        pingomatic.com.
  • এগুলো শেষ করে ফেলুন ২ থেকে ৩ মিনিট এর মধ্যে।
  • শেষ করার পর আপনার নতুন পোষ্ট এর লিঙ্কটাঃ উদাহরণঃ http://www.yourdomain.com/my-new-domain/ এভাবে কপি করে নিয়ে গুগল সার্চ বক্সে দিন এবং তখন যদি দেখতে পারেন আপনার আপনার সাইটের নতুন পোষ্ট টা গুগলে ইনডেক্স হয় গিয়েছে। তাহলে নিশ্চন্তে সোশ্যাল শেয়ারিং শুরু করে দেন।

কিছু সোশ্যাল শেয়ারিং সাইটের লিঙ্ক শেয়ার করলাম।

আমি আবারো বলছি আমি একেবারে নতুন। মাত্র শেখা শুরু করেছি। ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

Level 0

আমি oldschool। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দারুন টিপস। সবার জন্য খুবই দরকারি। অসাধারণ অনলাইন গেমস সাইট । Techtricksbd

Level 0

দারুন কামের পোষ্ট ভাই, অনেক ধন্যবাদ ।

আমি আমার সাইট এ পোস্ট ইনডেক্স করার জন্য শুধু মাত্র পিং এবং সোশ্যাল শেয়ার করি, এবং এভাবেই ১৫০০+ ভিসিটর পাচ্ছি http://freesoftwar24.blogspot.com/

Level 2

Many Many Thxx………………….

Single Links Movies Download http://worldfre4u.blogspot.com/

Level 0

Great trick bro. Thank you for sharing. My blog.

Level 0

বুঝলাম যে কয়জন কমেন্ট করল, সবাই তাদের সাইটের লিঙ্ক এঙ্কর করে দিছে। এখানে সবাই কে বলছি যারা কমেন্ট করেছেন। একজন বাদে।

আপনদের এই কমেন্ট কোন কাজেই আসবে না। সব গুলো কমেন্ট এর লিঙ্ক নো-ফলো করা। এবং আপনা কমেন্ট করে এভাবে ব্যাকলিঙ্ক বা ভিজিটর আশা করলে খুব দ্রুতই আপনাদের গুগলের হাতে ……………… যা মন চায় বসিয়ে নেন। কমেন্ট করে ব্যাকলিঙ্ক কিভাবে করবেন সামনের পোষ্ট এ আমি আলোচনা করব। আপনারা একটু ভাবেন তো। আমি পোষ্ট করলাম। আমি কেন আমার সাইটের লিঙ্ক দিলাম না।

সবশেষে বলল – নিজের সাইটকে সম্মান করুন, সাইট আপনাকে অনেক অনেক সম্মান এনে দিবে।

ধন্যবাদ

আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অসাধারন টিউনটির জন্য ।

Level 2

Thanks bro for your Tune! I’m not sharing my blog link also :D…..I respect my blog! ,

    Level 0

    @Sijanbest: এটাই হওয়া উচিত। আমি যে সাইট থেকে ইনকাম করার ইচ্ছে সেই সাইটের লিঙ্ক বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান এই তিন দেশে এর মানুষের কাছে কোন শেয়ার না।

Well You done a great job thank for your tips….www.facebook.com/seosupports is my fan page iff you think it’s helpful then plz like it….