অনলাইনে মাসিক আয় লক্ষাধিক টাকা, আসলেই কি সম্ভব? শুরু হয়ে যাক তাহলে এই লক্ষ টাকার মিশন ১ম সপ্তাহ
অনলাইনে মাসিক আয় লক্ষাধিক টাকা, আসলেই কি সম্ভব? শুরু হয়ে যাক তাহলে এই লক্ষ টাকার মিশন ২য় সপ্তাহ
সবাইকে সালাম জানিয়ে ৩য় পর্বের টিউন শুরু করতে যাচ্ছি। মাঝখানে অনেকদিন গ্যাপ থাকাতে অনেকেরই অনেক সমস্যা হয়েছে। তবে সবার সমস্যার সমাধান আমি ফেসবুকে দেয়ার চেষ্টা করেছি। টিউন করার ইচ্ছে আমার সবসময় থাকলেও সময়ের অভাবে ইচ্ছেটা সবসময় পুরন হয় না। আশা করি সবাই ব্যাপারটা বুঝার চেষ্টা করবেন। মাঝখানের দিনগুলোতে পিপিডি তে অনেকেই ভালো করেছেন, আমি নিজেও ভালভাবেই এগচ্ছি। সবচাইতে মজার ব্যাপার হল এই মাসে আমি খুব বড় অঙ্কের কিছু ডাউনলোড রেভেনিউ পেয়েছি। ঠিক তেমন কয়েকটা হাই কনভারসেশন ডাউনলোড স্ক্রিনশটে দিলাম। দেখে নিবেন আশা করি।
বরাবরের মতই থাকছে এক্সক্লুসিভ কিছু রিসোর্স যেগুলো আপনার কাজে লাগবেই লাগবে। প্রথমেই তাহলে রিসোর্স গুলো শেয়ার করি।
High Pr Dofollow Blog Comment List:
খুবই খুবই শক্তিশালী লিঙ্ক বিল্ডিং এর জন্য। আপনি যদি শুধুমাত্র এই ১ ধরণের লিঙ্ক বিল্ডিং ও করেন তবুও আপনার Serp Improve করবে। কারন কি? আপনারা সবাই জানেন এস ই ও এর ক্ষেত্রে ডুফলো লিঙ্ক এর মূল্য কতখানি। সাথে এও জানেন জানেন হাই পেজ র্যাঙ্ক (1-5) পেজে লিঙ্কবিল্ডিং কতটা কার্যকরী। ১টা হাই পি আর লিঙ্ক বিল্ডিং করা অনেক কঠিন। তবে আপনি এই কঠিন কাজটা খুব সহজ ভাবেই করতে পারবেন ব্লগ টিউমেন্ট দ্বারা। আমি এইখানে আপনাদের ১৫ টা হাই পি আর ব্লগ টিউমেন্ট পেজলিঙ্ক দিচ্ছি। এইগুলা সবই ডুফলো আর হাই পেজ র্যাঙ্ক এর (পি আর ১-৬) জেনুইন পেজের পেজ র্যাঙ্ক, ডোমেইন পেজ র্যাঙ্ক নয়। আর হ্যা, সবগুলোই অটো এপ্রুভ। অর্থাৎ টিউমেন্ট করার সাথে সাথেই ১টা শক্তিশালী ব্যাকলিঙ্ক পাবেন যা আপনার সাইটের ট্রাফিক বাড়াবে।
Kontent Machine: এই এস ই ও ফটওয়্যারটি অনেকেরই কাজে লাগবে। আ্টিকেল লিখা নিয়ে যারা টেনশন ফিল করেন তাদের টেনশন এর দিন শেষ। Kontent Machine গুগোল থেকে আর্টিকেল স্ক্র্যাপ করবে আর তারপর আপনাকে আপনার কিওয়ার্ড অনুযায়ী আর্টিকেল দিবে। সেই আর্টিকেলকে আপনি স্পিন করে ২০ টা আর্টিকেল বানাতে পারবেন, তারপর সাবমিট করতে পারবেন বিভিন্ আর্টিকেল ডিরেক্টরি আর ওয়েব ২.0 সাইটে। পেয়ে গেলেন আরও কিছু হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক।
১। Km_Setup এ ক্লিক করে ইন্সটল করে নিন,
২। KM_Update কপি করে ইন্সটল ডিরেক্টরিতে পেস্ত করুন। আপডেট রান করান।
৩। এবার Crack কপি করে ইন্সটল ডিরেক্টরিতে পেস্ট করুন।
৪। যেকোনো ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
৫। কাজ শুরু করে দিন।
Web 2.0 Sites:
কোয়ালিটি সম্পন্ ব্যাকলিঙ্ক করতে অনেক সাহায্য করবে। তবে হ্যা কিছু ট্রিক্ আছে যদি আপনি web 2.0 ব্যাকলিঙ্কগুলো থেকে ১০০% লিঙ্ক জুস পেতে চান। নিচের টিপস গুলো ফলো করুনঃ
১। রেজিসট্রেশন করার সময় সাব ডোমেইন নেম এ আপনার কিওয়ার্ড ইউজ করুন। যদি আপনার কিওয়ার্ড হয় “Buy Logitech Mouse” তাহলে আপনার ওয়েব ২.0 প্রপারটিজে সাব ডোমেইন নেম দিতে পারেন এভাবে http://www.buy-logitech-mouse-online.wordpress.com. Exact Mach Domain সুবিধা নিয়ে আপনি আপনার প্রপারটিজকে আরও শক্তিশালী করতে পারেন।
২। ডিফল্ট থিমটা চেঞ্জ করে দিন। কাস্টম কোন থিম ব্যবহার করুন। এতে পুরো ব্যাপারটাই গুগোলের চোখে ন্যাচারাল মনে হবে। আর ন্যাচারাল মানেই হল আপনি খুব দ্রুত র্যাঙ্কিং পাচ্ছেন।
৩। ক্যাটাগরি Uncatagorized থাকলে তা জেনারেল করে দিন।
৫। কন্টেন্ট এ ইমেজ যোগ করুন, সম্ভব হলে ভিডিও ক্লিপ দিতে পারেন।
৬। সম্পূর্ণ রেডি হওয়া web 2.0 সাইট গুলো গুগোল প্লাস, ফেসবুক,টুইটার এ শেয়ার করুন।
ToolBox Proxy:
এস ই ও তে প্রক্সি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ১টা আই পি থেকে যদি আপনি আপনার সব সাইটের লিঙ্ক বিল্ডিং করেন তাহলে গুগোল আপনার ফুটপ্রিন্ট সহজেই ট্র্যাক করতে পারবে। তবে ভয় পাওয়ার কিছুই নাই। এতে খুব ১টা প্রব্লেম হয় না। তবে আপনি যদি এস ই ও সফটওয়ার চালান তাহলে প্রক্সি মাস্ট ওয়ান্টেড ১টা সাবজেক্ট। প্রক্সি ছাড়া আপনার লিঙ্ক বিল্ডিং সাকসেস রেট ভালো হবেনা। আর Kontent Machine, Senuke, Magic Submitter সহ সব সফটওয়্যারে প্রক্সি লাগেই। Tool Box দিয়ে আপনি মাত্রও কয়েক মিনিটেই হাজার হাজার প্রক্সি পাবেন।
ডাউনলোড
এখন আসি কাজের কথায়। আপনারা থেমে যাবেন না বলেই আমার ধারনা। প্রতিদিন নিজের সাইটে আপনার Niche অনুযায়ী টিউন করতে থাকুন সাথে লিঙ্ক বিল্ডিং করতে থাকুন। এভাবে যদি আপনি সামনে এগোতে থাকেন তাহলে আপনি সফল হবেনই। সম্পূর্ণ ব্যাপারগুলো বিস্তারিত বলার চেষ্টা করেছি। বুঝতে কথাও যদি সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন।
আমি Saon Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 364 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ami jante cai............
vaia sotti khubi bhalo laglo apnar tunes dakha apnar moto boro vai amadar dorkar ami apnar fb ta status dakhar por thakai bar bar techtunes reload decchilam kokhon apni post korban amadar moto bakar dar dakhar kau nai vaia please somoy palai apnar sundor sundor lakha gulo amadar gift kora upokar korban cos jara protis tito tara only nijar kotha bhaba onnodar help kora nah bro please apnar tunes gulo agea nea jan