ফ্রী ডাউনলোড PR3+ সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট পেজরেঙ্ক সহ!

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

সোশ্যাল বুকমার্কিং আমার কাছে অনেক প্রিয় । কারন, সোশ্যাল বুকমার্কিং এর মাধ্যমে ব্যাক লিঙ্ক পাওয়া যায় আবার ট্রাফিকও পাওয়া যায়। সোশ্যাল বুকমার্কিং করে অনেক ট্রাফিক পাওয়া সম্ভব। তাছাড়া, আপনার ব্লগ এর আর্টিকেল গুলোকে সার্চ ইঙ্গিন এর হোম পেজে আনতে হলে আপনার ব্লগ এর আর্টিকেল গুলো প্রতিটি মিনিমাম ৫০+ উচ্চ মানে সোশ্যাল বুকমার্কিং সাইটে সাবমিট করুন ও সোশ্যাল শেয়ার করুন।

যারা নিজের ওয়েবসাইট বা ব্লগের জন্য নিয়মিত এসইও করেন বা এসইও কে পেশা হিসেবে নিয়েছেন তাদের কাছে সোশ্যাল বুকমার্কিং নিয়ে নতুন কিছু বলার প্রয়োজন নেই। বিশ্বাস করেন আর নাই করেন, আমি আমার ব্লগ এর রেগুলার এসইও বোলতে খালি ব্লগ কমেন্ট আর সোশ্যাল বুকমার্কিং করি। কিন্তু মাঝে মাঝে অনন্য গুলোও করি যেমন গেস্ত ব্লগিং, ফোরাম পোস্টিং ইতাদ্দি।

এই লিস্ট গুলো আমার নিজের কালেক্ট করা। কোন লিঙ্ক ভুল বা অসম্পূর্ণ নয়। এই সোশ্যাল বুকমার্কিং লিঙ্ক গুলো আপনার ব্লগ এর রেঙ্ক বারাতে সাহায্য করবে।

সরাসরি ডাউনলোড লিঙ্ক

পোস্টটি প্রথমে আমার ব্লগে প্রকাশিত। সময় পেলে আমার ব্লগটি একবার ঘুরে আসবেন।


Level 0

আমি রাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি রাফিউল ইসলাম তানিক, গত ৫ বছর ধরে অনলাইন মার্কেটিং, কন্টেন্ট ডেভেলপমেন্ট ও সিএমএস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। স্পেসালি সার্চ মার্কেটিং ও কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে বেশি কাজ করা হয়। দেশে ও দেশের বাইরে কিছু লিডিং অনলাইন মার্কেটিং ফার্ম এর সাথে কাজ করছি। গত ১ বছর ধরে দেশের "প্রথমবার্তা" এর মার্কেটিং...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই লিষ্ট গুলো আমার প্রোয়োজন ছিল আমার সাইটের http://tech-article.com/ seo করার জন্য !

আপনার মন্তব্য এর জন্য ধন্যবাদ।

পোস্টটি পড়ে ভালো লাগলো। সম্পূর্ণ নতুন ৩০ টি সোশ্যাল বুকমার্কিং সাইট পেতে পারেন এখান থেকেঃ
http://www.websonjob.com/30-new-social-bookmarking-sites-list-for-strong-backlink/