কিভাবে আপনার ব্লগকে Google Webmaster Tool এ সাবমিট করবেন?

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

SEO এর জন্য Google Webmaster Tool একটি অনেক বড় বিষয়। তাই GoogleWebmaster Tool এ যে কোন সাইট কে খুব সর্তকতার সাথে Submit করতে হবে।আপনার সাইট টি যখন রেজি হবে তখন আপনার প্রথম কাজ হবে সাইট এর জন্য একটি সাইট ম্যাপ তৈরি করা।সাইট ম্যাপ(Sitemap) কিভাবে তৈরি করবেন তা জানার দরকার নেই।এটা নিয়ে টিউন অন্য একদিন করবো ।

আপনার যদি http://www.blogger.com এ একাউন্ট থাকে তবে আর কোন একাউন্ট না খোলা থাকলে এখনি এই লিংক থেকে খুলে নিন।একাউন্ট খোলা হলে Google Webmaster Tool এ লগিং করুন।নিচের ছবির মতো Add Site এ ক্লিক করুন ।

Untitled

 

এখন দেখবেন নিচের মতো একটি উইনডো আসবে যে খানে আপনার ব্লগ সাইট বা ওয়েব সাইট এর Address টি লিখুন এবং continue এ ক্লিক করুন।

Untitled1

 

এরপর Google Webmaster Tool এর ড্যাস বোর্ড নিচের ছটির মতো আসবে এখানে সাইট ম্যাপ(Sitemap) ক্লিক করতে হবে এবং সাইট ম্যাপ(Sitemap) Submit করতে হবে।নিচের ছবি গুলো লক্ষ করুন।

Untitled2

 

Untitled3

 

ফাকা বক্সে “sitemap.xml” বসাতে হবে। ইচ্ছা করলে আপনি সাইট ম্যাপ(Sitemap) Submit টি টেষ্ট করতে পারেন। ব্যস হয়ে গেল আপনার সাইট ম্যাপ(Sitemap) Submit এর পালা। আপনিGoogle Webmaster Tool বিভিন্ন ট্যাব গুরে দেখেন আশা করি বুঝতে পারবেন না হলে না বুঝতে পারলে প্রশ্ন করেন আশা করি উত্তর পাবেন।

Level 0

আমি তমাল উপল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am student.But I like to blogging http://www.tv365.us/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস