কেমন করে যে কোন একটি কি-ওয়ার্ড এর এসইও করতে হয়?

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আশা করি সবাই ভালো আছেন।আজ আমি একটি অনেক গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো এসইও।এসইও কি সেটা হয়তো অনেকে জানেন আর যারা জানেন না তাদের জন্য আরেকবার বলছি:

স.ই.ও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(SEO) কি ?

আমরা প্রতিদিন ইন্টারনেট এ অনেক বিষয় জানার জন্য গুগল এ সার্চ করে থাকি যেমন-কোন বই,গান,মুভি ইত্যাদি। তখন গুগল আনেক গুলো রেজাল্ট দেখাই যেমন ইমেজ/ভিডিও/পিডিএফ/ডকুমেন্ট ইত্যাদি ওয়েব সাইট চলে আসে।আমরা সাধারণত প্রথমের সাইট গুলো ভিজিট করে থাকি।কিন্তু গুগল এ আরো অনেক সাইট দেখাই এবং প্রতিদিন আরো হাজারো নতুন সাইট তৈরি হচ্ছে। এ ক্ষেত্রে আমরা কোন সাইট বেছে নেব? সার্চ ইঞ্জিন গুলোর তথ্য আর উপাত্তের দিক দিয়ে সমৃদ্ধ সাইট গুলোকেই অগ্রাধিকার দিয়ে থাকে।এই সুযোগ সুবিধা গুলো পাওয়ার জন্য সাইটটি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ফলে সার্চ ইঞ্জিনের প্রথমে আনা প্রয়োজন।এর ফলে অনেক ভিজিটর পাওয়া সম্ভব। সার্চ ইঞ্জিনে একটি সাইটকে অন্তরর্ভূক্ত করে সারা বিশ্বে ব্যবহারকারীদের সামনে নিজের সাইটকে পরিচিত করার পদ্ধতিকে এস.ই.ও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO / Search  Engine Optimization)বলে। গুগল বা ইয়াহুতে সাইট সাবমিট করেই কোন সাইটকে প্রথম পৃষ্ঠায় আনা সম্ভব নয়। এজন্য এস.ই.ও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্ক্যে বিস্তারিতধারণা ও তার প্রয়োগ জানতে হবে । তাই প্রতিটি প্রশ্ন ও উত্তর ভালোভাবে পরলে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্ক্যে অনেক টা ধারণা আসবে।

SEO কত প্রকার ও কি কি? 
এস.ই.ও প্রধানত দুই প্রকার:
On Page Optimization

অন পেইজ অপটিমাইজেশন হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটি সাইটকে সহজেই সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় নিয়ে আসা সম্ভব।এর জন্য  অবশ্যই ত্তয়েব সাইট ডিজাইন এবং ডেভলপমেন্টের উপর কিছু হলেত্ত ধারণা থাকতে হবে। HTML code, meta tags, keywordইত্যাদির সাহায্যে একটি সাইটকে সহজেই সার্চ ইঞ্জিন বান্ধব করে তোলা যায়।যে সাইট যত সমৃদ্ধ হবে সেটি সার্চ করতে গেলে প্রথম দিকে থাকবে।যেহেতু এটি একটি অনেক বড় একটি বিষয় তাই এর উপর আলাদা একটি টিউন পাবেন এই পেজ এপাবেন।

Off Page Optimization

অনপেইজ এর পাশাপাশি একটি সাইটকে সার্চ ইঞ্জিনের ভালো অবষ্থান ধরে  রাখতে গেলে অবশ্যই অফ পেইজ অপটিমাইজেন করতে হবে । অনপেইজ এর মাধ্যমে সার্চ ইঞ্জিন থেকে যে সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারা যায় না অফ পেইজের মাধ্যমে অনেকাংশে সফলতা অর্জন করা সম্ভবপর হয়।কেননা অন লাইন অপটিমাইজেশনে অনেক প্রতিযোগী।তবে যদি কেউ এটি কে পরিপূর্ণ ভাবে কাজে লাগাতে সক্ষম হয় তবে অবশ্যই সফল আসবে।এই পদ্ধতিতে  অকে ভিজিটর পাওয়া সম্ভব এবং এর ফলে সাইট এর অবস্থান ও ভালো থকবে। Forum Posting, Article Submit, Backlink Submit করা ইত্যাদি অফ পেইজ অপটিমাইজেশন।এটিও একটি অনেক বড় বিষয় তাই এর উপর আলাদা একটি টিউন পাবেন এই পেজ এ পাবেন।

এখন আসা করি অনেকে বুঝতে পেরেছেন এসইও কি এবং কি কাজে লাগে?একন আসা যাক একটি নিদিষ্ট কিওয়ার্ড কে কিভাবে এসইও করতে হয়?

তার আগে জেনেনেই বিশ্বে কোন কি য়াড গুলো গুগলে সব চাইতে বেশি সার্চ করা হয় যেমন:

sex video,পর্ন movies,xxx movies,hot girls picture ইত্যাদি।

এর পর যে গুলো আসে তা হলো

free earning,make money,earn money ইত্যাদি।

এখন কিভাবে এই কি ওয়ার্ড গুলোর সাখে আপনি টেক্কা দিতে পারবেন কারন এদের সাথে টেক্কা দিতে গেলে এই ওয়ার্ড গুলো কে দিয়ে যতো বেশি আপনার সাইট এর লিংক তৈরি করতে পারবেন। যেমন ধরেন live tv বা online tv এই ওয়ার্ড এর উপর আপনি এসইও করবেন মানে সবচেয়ে বেশি টেক্কা দেওয়া লাগবে কারন live tv বা online tv  এর প্রতিযোগী অনেক আর ব্যাকলিংক তৈরি করতেহবে।আমি সাধারনত কিওয়ার্ড রিসার্চ নিয়ে অনেক সময় ব্যায় করি আমার দেখামতে পর্ন সাইট গুলো থেকে সবচেয়ে বেশি ভিজিটর পাওয়া যায়।আর পর্ন সাইট এর এসইও করা সবচেয়ে বেশি কঠিন।তাই এই টিউনটির মাধম্যে আপনারা live tv বা online tv  কিওয়ার্ড কিভাবে এসইও করা হয় তা বুঝতে পারবেন । live tv বা online tv  এমন একটি কিওয়ার্ড যা আপনার পক্ষে সব জায়গাতে এসইও করতে পারবেন না।তার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে।আমি live tv বা online tv  কিওয়ার্ড মানে কোন খারাপ উদ্দেশ্য নিয়ে বলছি না শুধু চখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি ।live tv বা online tv  বাংলা ভাষাভাষী লোক জন সব চেয়ে বেশি বাংলা ভাষায় সার্চ দিয়ে খাকে।তাই এটির মূল্য অনেক বেশি এবং একটি আপারলেভেল কিওয়ার্ড।live tv বা online tv  বই টি দিয়ে একবার গুগলে সার্চ করে দেখুন না কি দেখায় আর যে সাইটটি দেখায় তাদের এলেক্স র‌্যাংক কত এবং কতো গুলো ব্যাকলিংক তারা করেছে।আমার জানামতে live tv বা online tv   দিয়ে সর্চ করলে যে সাইটি আসে সেই সাইটটি তে প্রতি সেকেন্ডে ১৫০-৪৫০টা ভিজিটর অবস্থান করে ।এখন হিসাব করুন প্রতিদিন গড়ে কতো লোক ভিজিট করে? ১,৫০,০০০-২,৫০,০০০ভিজিটর।কি মাথা ঘুরে গেল?মাথা ঘুরারই কথা এইসাইটি যদি গুগলের এ্যাড দিতে পারতো তবে প্রতি মাসে ১০,০০০-২০,০০০ ডলার পর্যন্ত আয় করতে পেত জানিনা তারা কতো আয় করে তবে আশা করা যায় ২,০০০-৪,০০০ডলার প্রতিমাস এর কম নয়।তাই live tv বা online tv  কিওয়ার্ড টির মূল্য কতো দ্বারালো ১,৫০,০০০-৩,০০০০০লক্ষ টাকা পর্যন্ত।তাই ভাই আপনি বলেন যখন কেউ এতা টাকা ইনকাম করে তখন কার না মাথা খারাপ হবে।যাই হোক আমি আপনাদের কোন খারাপ সাজেশন দিবোনা ভালো কোন সাইট বানান এবং আমার এই টিউন এর মতো করে live tv বা online tv  এর মতো করে আপনার কিওয়ার্ড টি হাইলাইট করেন দেখবেন এসইও কোন ব্যপার না।আমি এই টিউনটি আপনাদের দৃষ্টি আর্কষন করার জন্য live tv বা online tv  এই কিওয়ার্ডটি ব্যবহার করছি।খেয়ল করেন আমি live tv বা online tv  কতো বার লিখছি এবং বোল্ড ও ব্যাকলিংক দিয়েছি ।সতরাং বুঝেই পারছেন এখানেও এসইও করা হলো।তা হলে আশা করি সব পরিস্কার।সব সময় এমন কিছু লিখবেন যেন মানুষের দৃষ্টি আর্কষন করে তারা যাতে ধরতে না পারে যে আপনি কোথাও এসইও করছেন।তাদের মনোনিবেশ করবেন আর্টিকেল এর উপর এবং খেয়াল রাখবেন যেন কিওয়ার্ড কাজে লাগে। 

কারো কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন।দয়া করে কোন খারাপ মতামত দিবেন না আমার টিউনটি যদি ভালো ভাবে পরে থাকেন তা হলে আশাকরি সব বুঝবেন।ধন্যবাদ।

সময় থাকলে ঘুরে আসতে পারেন এখান থেকে

Level 0

আমি তমাল উপল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am student.But I like to blogging http://www.tv365.us/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিভাবে