সাইটের ভিজিটর বাড়ানোর কিছু কিলার টিপস ১০০% কাজ করবে।

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

বন্ধুরা সবাই কেমন আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করর কিভাবে আপনি আপনার সাইটের জন্য হাজার হাজার ভিজিটর খুব সহজেই সংগ্রহ করতে পারেন। আমরা সবাই জানি ভিজিটর সংগ্রহ করার বিষয়টি এসইও এর সাথে সম্পৃক্ত। আমাদের মাঝে অনেকেই আছেন যারা ভাল ব্লগিং করতে পারে কিন্তু সাইটের এসইও করতে পারে না অথবা টাকার অভাবে সাইটের এসইও করাতে পারে না। যাই হোক আমার আজকের এই পোষ্টটি মূলত তাদের জন্যই যারা সাইটের এসইও করতে পারে না।

আমাদের সবারই ফেইসবুকে একাউন্ট আছে। বাংলাদেশের প্রায় কয়েক কোটি মানুষ ফেইসবুক ব্যবহার করে। আমার আজকের এই টিপসটি হতে আপনি এই কয়েক কোটি মানুষের ভিড়ে অন্তত কয়েক হাজার ভিজিটর আপনার ব্লগ সাইটের জন্য সংগ্রহ করতে পারবেন। আমরা ফেইসবুকে কয়েকটি বিষয় লক্ষ করেছি যে কিছু কিছু গ্রুপ, ফেন্ডস, ফ্যান পেইজ আছে যেই সব জায়গায় প্রচুর মেম্বার আছে। আমরা এও লক্ষ করেছিযে যখন আমাদের ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুকে কেউ কিছু ট্যাগ করে থাকে তখন তা আমাদের নিউজ ফীডে বা হোম পেইজে শো করে। আশা করি আমি কি বলতে চাচ্ছি তা আপনারা বুঝতে পেরেছেন।

এখন আসি মূল কথায়। ধরুন আপনার একটি বাংলা টেকনোলজি রিলেটেড সাইট রয়েছে। তাহলে আপনাকে আপনার সাইটের ভিজিটর বাড়ানোর জন্য যা যা করতে হবে।:

১) আপনার সাইটের টপিক রিলেটেড একটিভ গ্রুপ গুলোতে জয়েন করতে হবে। এই সব গ্রুপের একটি লিস্ট তৈরি করুন।

২) আপনার ফ্রেন্ডলিস্টে যাদের প্রচুর বন্ধু আছে তাদের একটি লিস্ট তৈরি করুন।

৩) টপিক রিলেটেড ফ্যান পেইজ গুলোতে লাইক দিন। মনে রাখবেন পেইজে যেন প্রচুর লাইক ও পেইজটি যেন একটিভ থাকে। এই সব পেইজগুলোর একটি লিস্ট তৈরি করুন।

এখন প্রথমে আপনার সাইটে পোষ্ট করুন। পোষ্টের সাথে একটি সুন্দর দেখে থাম্বেইল যুক্ত করুন ও সাথে একটি আকর্ষনীয় টাইটেল (বাঙ্গালী মধু একটু বেশিই পছন্দ করে।)। যাতে করে একজন ভিজিটর আপনার পোষ্ট থম্বেইল ও টাইটেল দেখে মুটামুটি ধারনা নিতে পারে।

এখন আপনার সাইটে পোষ্ট পাবলিশ করুন। এখন ফেইসবুকে পোষ্ট রিলেটেড একটি ফটো আপলোড করুন ও সাথে একটি শর্ট ডেস্ক্রীপশন ও পোষ্টের লিংক দিয়ে দিন।

এখন এই ফটোটিকে আপনার সংগ্রহীত গ্রুপ, বন্ধু, পেইজ গুলোকে ট্যাগ, শেয়ার করুন। আশা করি আমার এই ট্রিকসটি আপনার কাজে দিবে।

যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তা ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল।

এ্ই পোষ্টটি পূর্বে আমার ব্লগবিডি ২৪ ডট ব্লগ(http://blogbd24.com) সাইটে পাবলিশ হয়েছে। সময় পেলে একবার ঘুরে আসুন

ধন্যবাদ সবাইকে

Level 0

আমি ব্লগ বিডি ২৪ ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুমম,, ভালো আইডিয়া। 😀

Level 0

আমি অনেকদিন ধরে এই ট্রিকস করে আসছি। খুবই ভালো ট্রিকস । 🙂 ধন্যবাদ

    @earnz.net: এই ট্রিকসের কথাতো আমি ভুলেই গিয়েছিলাম। আজ ভোর রাত্রে এই ট্রিকসটা আমার মাথায় আসছে।

ভালো বলেছেন

kisu amarka polapine ase jara!!!!
nijer khaya gp er mohis taray?
ora ki goru naki bolod!!!
gp ki oi kutta go re tk day!
taile ora amun kore kn!!!!
banglali acho**a go laiga amago ai obostta!!!!!
sala bai*****cho****** gp er kutta!!!!!!!!
kon gp er kutta amare ki kobi kois ami pura voira dimu!!!!

    vai mistake hoya gase ami onno tune e aita liktam!!!
    comment ta muisa dien!!!!

ধন্যবাদ ভাইয়া । অনেক উপকারি পোষ্ট ।

Level 0

Thank you.

AVOWBD