তখন একটি পেইজ আসবে। সেই পেইজে একদম উপরে দেখুন "Create Blog" আছে। "Create Blog" এ ক্লিক করলে নিচের মতো দেখাবে। ঐখানে টাইটেল এ আপনার এস ই ও এর জন্য প্রধান কিওয়ার্ডটি লিখুন। তারপর নিচে ঐ কিওয়ার্ডটি কোন স্পেস ছাড়া লিখুন। মানে, আমরা যদি কিওয়ার্ড এর সাথে মিল রেখে ব্লগ খুলি তাহলে এস ই ও এর জন্য ভালো। যদি খালি না থাকে তাহলে রিলেটেড কোন কিছু লিখে ব্লগ এড্রেস তৈরী করতে হবে। তারপর নিচে আপনার ব্লগ এর জন্য একটি টেম্প্লেট সিলেক্ট করুন মানে আপনার ব্লগটি দেখতে কেমন হবে। তারপর "Create Blog" এ ক্লিক করুন।
ব্লগ তৈরী করা শেষ। এখন দেখুন আপনার ব্লগ এর নামটি দেখা যাচ্ছে। ব্লগ এর ভেতরে প্রবেশ করুন নামের মধ্যে ক্লিক করে।
এখন আমাদের নতুন কন্টেন্ট তৈরী করার পালা। "New Post" এ ক্লিক করুন। নিচের মতো একটি বক্স পাবেন। ঐ বক্সের উপরে টাইটেল এ সুন্দর একটি টাইটেল দিন যেটা দেখলে মানুষ আপনার লেখাটি পড়তে আসবে। টাইটেলটি অবশ্যই আপনার কন্টেন্ট রিলেটেড হতে হবে। তারপর নিচের বিস্তারিত লেখা শুরু করার পালা। নিচে যত বেশী তথ্য দিবেন ততো আপনার ব্লগটি উপযোগী হয়ে উঠবে এস ই ও এর জন্য। ব্লগ এর বিস্তারিত লেখার অংশে ৪ টি জিনিস অবশ্যই থাকবে হবে।
১/ বিভিন্ন প্যারা ব্যবহার করতে হবে আপনার কন্টেন্ট এ এবং প্যারার হেডিং গুলো Html এর <h2> ট্যাগ ব্যাবহার করতে হবে।
২/ তথ্য বহুল লেখা, যতো বেশী তথ্য ততো উপযোগী।
৩/ ছবি, অবশ্যই কন্টেন্ট রিলেটেড হতে হবে ছবি গুলো। ছবির নাম হবে কিওয়ার্ড রিলেটেড এবং অবশ্যই alt tag ব্যবহার করতে হবে। যথাসম্ভব ইউটিউব থেকে রিলেটেড কোন ভিডিও দিলে ভাল হয়। তাহলে ভিজিটর বেশি সময় আপনার পেইজে অবস্থান করবে।
৪/ ইন্টারনাল ব্যাকলিংক হিসেবে কোন নির্দিষ্ট কিওয়ার্ড এর ভিত্তিতে একই ব্লগে পুর্বের পোস্ট থাকলে লিংক করিয়ে দিন। না থাকলে একই পোস্টকে লিংক করিয়ে দিন। ইউজার ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃতই হোক যেকোনভাবে ইন্টারনাল লিংক এর উপরে ক্লিক করলে পেইজ ভিউজ বেড়ে যাবে এবং পেইজ বাউন্স কমে যাবে যা এস ই ও এর জন্য খুবই ভালো। আর একদম শেষে একটি এক্সটারনাল লিংক করে আপনার টার্গেটেড ওয়েবসাইটের সাথে লিংক করিয়ে দিতে পারেন স্পেসিফিক কোন কিওয়ার্ড এর ভিত্তিতে। এই কিওয়ার্ডে ক্লিক করে কেও আপনার সাইটে গেলে সেটা সার্চ ইঞ্জিনের ভান্ডারে জমা হবে। পরবর্তীতে এই কিওয়ার্ড লিখে সার্চ দিলে আপনার প্রথম দিকে অবস্থান করাটা অনেক সহজ হয়ে যাবে।
এরপর পোস্টটি পাবলিশ করে দিন।
আপাতত এই পর্যন্ত যা শিখেছেন সেগুলোই প্র্যাক্টিস করতে থাকুন। পরবর্তী পোস্ট খুব শীঘ্রই পাবেন।
ব্লগটি পুর্বে এখানে প্রকাশ করা হয়েছে।
আমি WebandSEO - Noyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Noyan is a traveler, social media lover and a professional freelance web developer also working on SEO, Link Building, SEM, SMM, Internet & Affiliate Marketing with years of experience working collaboratively over the Internet. You may contact for affordable Web & SEO Service.
ভাই আপনার পোস্ট টা পড়ে অনেক মজা পেলাম ।এই ভাবে কাজ করলে কি একটা Blog site তৈরি করতে পারব। দয়া করে ans করবেন ।