ব্লগস্পট ব্লগের a টু z এসইও [পর্ব ১] :: টিউটোরিয়াল প্রারম্ভিকা

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন, আশা করি ভালোই আছেন । আমিও আপানদের দুয়াতে ভালোই আছি। আজকে আপনাদের সামনে একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম । অনেক দিন ধরেই এই টিউটোরিয়ালটা লেখার খুব ইচ্ছা । আশা করি সবার উপকার হবে ।

আমার ভাবতে অনেক অবাক লাগে যে এত এসইও এক্সপার্ট থাকতে এখন পর্যন্ত ব্লগস্পট ব্লগের জন্য এসইও করার কোন টিউটোরিয়াল নেই । আমি আগেই এসইও এক্সপার্টদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি । আমি এসইও এক্সপার্ট না তবে যতটুক জানি ইশাল্লাহ তা সবটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরবো ।

ব্লগিং এর জন্য গুগল ব্লগ অর্থাৎ ব্লগস্পট ব্লগ অনেক জনপ্রিয় । এর অবশ্য অনেক গুলো কারণ আছেন যেমনঃ

ব্লগস্পট ব্লগগুলো অনেক তাড়াতাড়ি লোড হয়, ব্যবহার করা অনেক সহজ, কম স্পিড ইন্টারনেট দিয়ে কাজ করা যাই, আপনি যদি এইচটিএমএল জানেন তাহলে তো কথাই নেই ইচ্ছামত সাজিয়ে নিতে পারবেন আপনার সাইটটিকে । তবে আমাদের দেশে জনপ্রিয় হওয়ার একটা বড় কারণ হচ্ছে কম স্পিড ইন্টারনেট দিয়ে কাজ করা যাই । তবে আপনি যদি হস্টিং ব্যবহার করে সাইট বানান তাহলে ওয়ার্ডপ্রেস এর উপরে আর কিছু নেই ।

ব্লগের জন্য এসইও করার আগে কিছু কথাঃ

যে কোন এক বিষয় নিয়ে সাইট বানাবেন তাহলে পোস্ট করতে অনেক সবিধা হবে । কপি পেস্ট করে কোন লেখা পোস্ট করবেন না কারন আপনার সাইট এ যদি ভালো পোস্ট না থাকে তাহলে সাময়িক কিছু ভিসিটর পেলেও দেখবেন ভিসিটর শুধু কমতেছে তাছাড়া অ্যাডসেন্স দিয়ে আয় করতে চাইলে তো কপি পেস্ট নিষিদ্ধ । এই রকম অনেকেই আছেন যে কিছু দিন পোস্ট দেওয়ার পর অন্য আরেকটি সাইট দেখে পছন্দ হলে সেই বিষয় নিয়ে আরেকটা সাইট বানাতে চান এইরকম করবেন না আয় করার জন্য একটা সাইটই যথেষ্ট । আর এসইও একটা লং প্রসেস তাই আপনাকে অবশ্যই ধৈয ধরে কাজ করতে হবে ।

ওয়ার্ডপ্রেস এ এসইও করাটা একটু সহজ কারণ এতে বিভিন্ন প্লাগিন ব্যবহার করা যাই কিন্তু ব্লগস্পট ব্লগের এসইও করাটা একটু কঠিন কারণ আপনাকে অবশ্যই এইচটিএমএল জানতে হবে এর জন্য । ইনশাল্লাহ আমি চেষ্টার কোন ত্রুটি করবো না শুধু আপনাকে টিউটোরিয়াল গুলো ভালমতে দেখতে হবে এবং সেগুলো প্র্যাকটিস করতে হবে আর না বুঝলে আমাকে কমেন্ট করে জানতে হবে ।

চলুন একনজরে দেখেনিই কি কি বিষয় আলোচনা করা হবে এই টিউটোরিয়ালেঃ

০১) যেভাবে আপনারা আপনাদের ব্লগের টেমপ্লেট টিকে এসইও ফ্রেন্ডলি করবেন ।

০২) এসইও করার আগে যেভাবে আপনার সাইট টিকে পুরোপুরি তৈরি করে নিবেন ।

০৩) যেভাবে আপনার সাইট টিকে গুগল এবং বিং এ সাবমিট করাবেন ।

০৪) যেভাবে আপনার সাইট টিকে ১০০ + সার্চ ইঞ্জিন এ সাবমিট করবেন ।

০৫) যেভাবে ইমেজ এ অল্টার ট্যাগ ব্যবহার করবেন ।

০৬) আপনার সাইট এর জন্য কিভাবে একটা ফেসবুক এ গ্রুপ অথবা পেজ খুলবেন এবং ফেসবুক থেকে যেভাবে ফ্রী ব্যাকলিংক নিবেন ।

০৭) আপনার সাইটটিকে যেভাবে ইউটিউব এ যুক্ত করবেন বা চ্যানেল তৈরি করবেন ।

০৮) যেভাবে ফীডবার্নার থেকে আপনার ফিডটি তৈরি করবেন ।

০৯) যেভাবে কমেন্ট করে ব্যাকলিংক আনতে হয় ।

১০) ব্লগার এর জন্য কিছু ওয়াডজেট যা এসইও তে ভূমিকা রাখে ।

১১) অনেক গুলো হাই পেজ রাঙ্ক সাইট লিস্ট এবং আরও অনেক কিছু……

মোটকথা যেভাবে করবেন আপনার ব্লগস্পট এর পুরনাঙ্গ এসইও । আমি হয়তবা ধারাবাহিক ভাবে লিখতে পারবো না কারন সময় পাই কম তবে চেষ্টা করবো তাড়াতাড়ি পোস্ট করার জন্য ।

You can view Full seo tutorial

Level 0

আমি Md Jillur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এই টিউটরিয়াল শুরু করার জন্য আপনাকে ধন্যবাদ। ধারাবাহিক ভাবে লিখবেন প্লিজ।

fb /md.milon.39 ভাই ভাল বুঝলাম না এড করেন প্রশ্ন আছে

    @milon ar rasid: সমস্যা ঠিক বুঝতে পারি নি। একটু ডিটেইলস বলবেন?

ভাই খুব ভাল উদ্যোগ। আশাকরি টিউনগুলো নিয়মিত করবেন। অনেক দিন পর পর নয়। যত দ্রুত করা যায় আর কি! ছোট ভাই হয়ে অন্তত এই আবদার টুকুতো করতেই পারি। আশাকরি উত্তর দিবেন।

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ একটি সুন্দর টিউটোরিয়াল শুরু করার জন্য। দয়া করে থেমে যাবেন না।

চালিয়ে যান। ভালো কাজ।

shuvo kamona thaklo vai……… best of luck

Level 0

etodin dhore e rokom 1 ta post khujtesilam ….vai taratari lekha shuru koren

Level 0

এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি !!! , আমি মনে মনে ব্লগস্পট -এর SEO নিয়ে পোস্ট খোঁজছিলাম , অবশেষে তাঁর সন্ধান পেলাম , ভাই আপনাকে অশেষ ধন্যবাদ এমন একটি টিউন করবেন বলে ।

প্লিজ ভাই তাড়াতাড়ি লেখা শুরু করেন । লিয়মিত ও দ্রুত পোস্ট চাই ।

Level 0

vai ami sunsi word press e naki google adsense code use kora jay na eita ki sotti?ami janina tai jigges korlam….