সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কিছু সাধারন টিপস

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

১. আপনার সাইট সার্চ ইঞ্জিন এ সাবমিট করার আগে এইটি সম্পূর্ণ হইছে কি না,বানান সঠিক হইছে  কি না, এবং এর সবগুল লিঙ্ক কাজ করছে কি না তা নিরছিত হয়ে নিন ।

২. robot.txt ব্যবহার করে কিছু ডিরেক্টর ক্রলিং থাকে বিরত রাখুন।

৩.যদি কন সাইট ডিজাইন এ HTML ব্যবহার না হয় তবে অন্তত এমন কিছু Static content রাখুন যা সার্চ স্পাইডার সনাক্ত করবে।

৪. আপনার সাইট Dmoz এ সাবমিট করা না থাকলে তা করুন।

৫. প্রতিটি সার্চ ইঞ্জিন guide  লাইন ভাল করে পরে তা নিখুত ভাবে অনুসরনের চেষ্টা  করুন।

৬.সকল পেজ এ মেটা ট্যাগ ব্যবহার করুন।

৭. আপনার সাইট এর জন্য সঠিক keyword খুজে পেতে নিম্নক্ত সাইট গুলো visit করুনঃ

সাইট ১ সাইট ২

৮. keyword Density আনাল্যসিস পাবার জন্য নিম্নক্ত সাইট visit করুনঃ

সাইট ৩ সাইট ৪

৯. যদি সাইট এ frame ব্যবহার করেন তবে <noframe></noframe>  ট্যাগ ব্যবহার করুন ।
১০. আপনার সকল content সম্ভব হলে রুট ডিরেক্টর এ রাখুন ।

১১. কন গুরত্তপুরন পেজ এর লিঙ্ক হিসাবে ইমেজ লিঙ্ক ব্যবহার করবেন না।করলেও সেয়খানে ALT ট্যাগ ব্যবহার করুন ।

১২. এক পেজ এ খুব বেশি Topic এক সাথে কাভের করা যাবে না ।

১৩.সিতে এ আপনার Company  এর অ্যাড্রেস যোগ করুন ।

১৪. আপনার হমে পেজ টি যেন Load হতে ৮-১০ Second এর বেশি না লাগে তা লক্ষ্য রাখুন ।

১৫.পাগে এ ব্যবহার করা ইমেজ সমুহ অপটিমাইজেশন এর মারধমে পেজ এর সাইজ জত সম্ভব কম রাখুন ।

১৬. CSS ডেটাকে এক্সতেরনাল ফাইল হিসাবে রাখার চেষ্টা করুন ।

১৭. যেখানে সম্ভব keyword এর বহু বচন বা  লম্বা ভার্সন ব্যবহার করুন ।

১৮. আপনার ওয়েবসাইট এর ডোমেইন Name সাইট এর Primary keyword  এর নামে করার চেষ্টা করুন ।

১৯. আপনার সাইট এর গুরত্তপুরন পেজ গুলো নিয়মিত আপডেট রাখুন ।

২০. নির্দিষ্ট বিরতিতে আপনার সাইট এ কোন ব্রেক লিংক হচ্ছে কি না তা চেক করুন ।

যে সব বিসয় করা যাবে না তার টিপস ঃ

১. ওয়েব পেজ এ এমন কোন Color Combination তয়রে করা যা ভিউএরের  জন্য অসুবিধা সৃষ্টি করে ।

২. ওয়েবসাইট এ খুবত ছোট ছোট টেক্সট ব্যবহার করা ।

৩. ওয়েব পেজ এ content এর সাথে match করে না এমন অপ্রয়োজনীয় অ্যাড যোগ করা ।

আর আপনার হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন আমার এই ব্লগ থেকে ।

কেমন লাগ্ল পোস্ট টি মতামত চায় মাম্মা।

আপনাকে অনেক ধন্যবাদ সময় দিয়া পোস্ট টি পড়ার জন্য ।

Level 0

আমি Md Mehedi Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

মোটামুটি ……

Level 0

বলেছি ত মামা যে আমি তেমন কিছু জানি না

???

Level 0

valo hoisa

Level 0

ধন্যবাদ পোস্ট টি সময় দিয়া পড়ার জন্য