১. আপনার সাইট সার্চ ইঞ্জিন এ সাবমিট করার আগে এইটি সম্পূর্ণ হইছে কি না,বানান সঠিক হইছে কি না, এবং এর সবগুল লিঙ্ক কাজ করছে কি না তা নিরছিত হয়ে নিন ।
২. robot.txt ব্যবহার করে কিছু ডিরেক্টর ক্রলিং থাকে বিরত রাখুন।
৩.যদি কন সাইট ডিজাইন এ HTML ব্যবহার না হয় তবে অন্তত এমন কিছু Static content রাখুন যা সার্চ স্পাইডার সনাক্ত করবে।
৪. আপনার সাইট Dmoz এ সাবমিট করা না থাকলে তা করুন।
৫. প্রতিটি সার্চ ইঞ্জিন guide লাইন ভাল করে পরে তা নিখুত ভাবে অনুসরনের চেষ্টা করুন।
৬.সকল পেজ এ মেটা ট্যাগ ব্যবহার করুন।
৭. আপনার সাইট এর জন্য সঠিক keyword খুজে পেতে নিম্নক্ত সাইট গুলো visit করুনঃ
৮. keyword Density আনাল্যসিস পাবার জন্য নিম্নক্ত সাইট visit করুনঃ
৯. যদি সাইট এ frame ব্যবহার করেন তবে <noframe></noframe> ট্যাগ ব্যবহার করুন ।
১০. আপনার সকল content সম্ভব হলে রুট ডিরেক্টর এ রাখুন ।
১১. কন গুরত্তপুরন পেজ এর লিঙ্ক হিসাবে ইমেজ লিঙ্ক ব্যবহার করবেন না।করলেও সেয়খানে ALT ট্যাগ ব্যবহার করুন ।
১২. এক পেজ এ খুব বেশি Topic এক সাথে কাভের করা যাবে না ।
১৩.সিতে এ আপনার Company এর অ্যাড্রেস যোগ করুন ।
১৪. আপনার হমে পেজ টি যেন Load হতে ৮-১০ Second এর বেশি না লাগে তা লক্ষ্য রাখুন ।
১৫.পাগে এ ব্যবহার করা ইমেজ সমুহ অপটিমাইজেশন এর মারধমে পেজ এর সাইজ জত সম্ভব কম রাখুন ।
১৬. CSS ডেটাকে এক্সতেরনাল ফাইল হিসাবে রাখার চেষ্টা করুন ।
১৭. যেখানে সম্ভব keyword এর বহু বচন বা লম্বা ভার্সন ব্যবহার করুন ।
১৮. আপনার ওয়েবসাইট এর ডোমেইন Name সাইট এর Primary keyword এর নামে করার চেষ্টা করুন ।
১৯. আপনার সাইট এর গুরত্তপুরন পেজ গুলো নিয়মিত আপডেট রাখুন ।
২০. নির্দিষ্ট বিরতিতে আপনার সাইট এ কোন ব্রেক লিংক হচ্ছে কি না তা চেক করুন ।
যে সব বিসয় করা যাবে না তার টিপস ঃ
১. ওয়েব পেজ এ এমন কোন Color Combination তয়রে করা যা ভিউএরের জন্য অসুবিধা সৃষ্টি করে ।
২. ওয়েবসাইট এ খুবত ছোট ছোট টেক্সট ব্যবহার করা ।
৩. ওয়েব পেজ এ content এর সাথে match করে না এমন অপ্রয়োজনীয় অ্যাড যোগ করা ।
আর আপনার হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন আমার এই ব্লগ থেকে ।
কেমন লাগ্ল পোস্ট টি মতামত চায় মাম্মা।
আপনাকে অনেক ধন্যবাদ সময় দিয়া পোস্ট টি পড়ার জন্য ।
আমি Md Mehedi Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মোটামুটি ……