আজকের এই পোস্টটি আমার ব্লগের একজন রিডার আমার কাছ থেকে জানতে চাইল ফেইসবুক থেকে টাকা ইনকাম করবে কিভাবে? আমার যা মনে হল উনি কোন ব্লগ থেকে এই বিষয়ে পড়েছেন। অথচ ভাল করে বুজতে পারেন নাই। আসলে ফেইসবুক আমাদের কোন টাকা দেয় না। বরং আমরা যদি এড ক্যাম্পেইন করি তাহলে আমাদের টাকা (ডলার)নেয়। তবে এটা খুব স্পষ্ট যে ফেইসবুক আমাদের টাকা দেয় না। অনেকদিন আগে একজনের সাথে স্কাইপে কথা হয়েছিল উনি usa একটা কম্পানির সাথে কাজ করে যাদের কাজ হল ফেইসবুক এ্যাপলিকেশন তৈরী করা। এই কম্পানির এ্যাপলিকেশন ফেইসবুক কিনে নেয়। এক্ষেএে ফেইসবুক থেকে এ্যাপলিকেশন বিক্রি করে ইনকাম হচ্ছে।
ফেইসবুক টাকা তবে ফেইসবুক ব্যবহার করে আমরা বিভিন্ন পন্থায় ইনকাম করতে পারেন।
আরওএকটু সহজভাবে বোঝার জন্য আমি একটা উধাহারন দেই, ধরুন ফেইসবুক হল আপনার বাজার এখানে বিভিন্ন ধরনের কাষ্টমার আছে।
ফেইসবুককে আপনি বিভিন্নভাবে কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন। আমি শুধু দুই/একটি বিষয় নিয়ে আলোচনা করব।
এখন আপনি চাইলে কিছু কেনা/বিক্রি করতে পারেন বা সার্ভিস প্রভাইড করতে পারেন।
ফেইসবুক আপনি কি কি বিক্রি করতে পারেন?
আমাদের নিত্য প্রয়োজনীয় সকল কিছুই আপনি ফেইসবুক থেকে বিক্রি করতে পারেন। আমাদর নিজের দেখা গত বছর একটা ফেইসবুক গুপ রাজশাহীর লিচু বিক্রির অফার করছে এবং বিভিন্ন বন্ধু মহল তার কাছে লিচু অর্ডার করছে। এখন আপনি চাইলে যে কোন কিছুই আপনি বিক্রি করতে পারবেন এখন আপনি কিভাবে ইনকাম করবেন সেটা আপনার বিজনেস পলিসি। একটা বিষয় মনে রাখবেন ফেইসবুক আপনি যদি ভাল সাভির্স প্রভাইড করতে পারেন তাহলে আপনার বিজনেস সফল হবেই।
ফেইসবুক সার্ভিস সাধারনত কি ধরনের হয়?
ফেইসবুক চাইলে বিভিন্ন ধরনে সার্ভিস প্রভইড করতে পারেন। আমি কিছু উদাহারন দিলাম নিম্বে
# কিছুদিন আগে দেখলাম একটা কম্পানি শুধুমাত্র ফেইসবুক পেইড এডভারটাজিং সার্ভিস প্রভাইড করে।
# প্রডাক্ট ব্যান্ডিং
# কম্পানি ব্যান্ডিং
# মাকিটিং এর প্রয়োজন হয় এমন সবকিছুর সার্ভিস আপনি প্রভইড করতে পারেন।
সুতরাং বুজেতে পারছেন ফেইসবুক আমাদের কোন টাকা দেয় না ফেইসবুককে সঠিকভাবে ব্যবহার করুন আপনার ইনকাম শুরু করুন।
ধন্যবাদ আপনাকে, ইন্টারনেট মাকিটিং নিয়ে আরও জানতে ঘুরে আসতে পারেন আমার ব্লগে থেকে
আমি রুবেল খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।
আমি মো: রুবেল খান। । ওয়েবে অনলাইন বিজনেস, ডিজটাল মার্কেটিং, অনলাইন রিলেটেড বিজনেসে আমার আগ্রহ বেশী। ইউটিউবে আমার সাথে কান্টেক্ট হতে https://goo.gl/Tuw49w
তা নাহয় বুজলাম । কিন্তু যারা তাদের ফ্যান পেজে হাজার হাজার লাইক কম্মেন্ট নিয়ে বসে আছে তারা কি তাহলে এগুলো বিনামূল্যে করে ?