সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমগ্র [পর্ব-১৪] :: ব্লগস্পট মেটা ট্যাগ, মেটা ডিস্ক্রিপশন এবং বুকমারকিং পর্ব -০১[ অনপেজ এবং অফপেজ এস ই ও]

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমগ্র

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়াই অনেক ভাল আছি। যাই হোক আজকে আমরা আলোচনাতে চলে যায়। আজকে আমরা আলোচনা করব  সোশ্যাল বুকমারকিং নিয়ে।তার পূর্বে আমি গত পর্বে বলেছিলাম কিভাবে ব্লগস্পট মেটা ট্যাগ এবং মেটা ডিস্ক্রিপশন দিবেন ? এই সম্পর্কে আলোচনা শেষে আমরা আমাদের মূল আলোচনাতে চলে যাব।

ব্লগস্পটের এই বিষয় টা জানতে নিচের এই ২ টি লিঙ্কে যান আশা করি সমাধান পেয়ে যাবেন।

লিঙ্ক নম্বরঃ১- ব্লগস্পট ক্লাস নম্বর- ৩

লিঙ্ক নম্বরঃ২- ব্লগস্পট ক্লাস নম্বর-৪

এখন আমাদের মূল আলোচনাতে যাব।

প্রথমে জানা যাক সোশ্যাল বুকমারকিং কি ?
সোশ্যাল বুকমারকিং হচ্ছে অনলাইন ব্যবহারকারীদের একটা একটা বিশাল কমিউনিটি। এখানে বিভিন্ন ধরনের নিউজ, বিভিন্ন ধরনের লেখা, সম্পাদনা বুকমারকিং করে রাখা হয়। যদি জিনিসটা একটু অন্যভাবে বলি তাহলে আপনার বন্ধুদের সাথে আপনার সাইট এর লেখা ট্যাগ করতে পারেন। যদি এইবার বিস্তারিত বলে তাহলে বলা যায় যে, আপনি আপনার যদি কোন সাইট ভাল লাগে তাহলে সেইটা আপনি বুকমারকিং করে রাখেন। ঠিক তেমনি এমন কিছু সাইট আছে যারা আপনার সাইট টা কে  বুকমার্ক করে রাখতে সাহায্য করে। আপনি আপনার সাইট এর বিভিন্ন পোস্ট এখানে দিয়ে রাখতে পারেন। যেটা অন্যরা দেখতে পারবে।
সোশ্যাল বুকমারকিং  কেন প্রয়োজনঃ  সোশ্যাল বুকমারকিং   থেকে আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরির মাধ্যমে বিভিন্ন ধরনের লেখা পড়তে পারবেন। আমি যখন প্রথমে এস ই ও শিখি তখন সোশ্যাল বুকমারকিং  থেকে বিভিন্ন ধরনের নিউজ পড়তাম এমন কি এখন পড়ি বিভিন্ন ধরনের নিউজ পড়ার জন্য। আর এটা পড়ার জন্য আমাকে ওখান থেকে কোন একটি সাইট এ ধুকে পড়তে হত। তাহলে দেখেন এইভাবে কত পরিমান ভিজিটর আপনি ওখান থেকে পেতে পারেন। এছাড়া আপনি  একটি কোয়ালিটি সম্পূর্ণ ব্যাকলিঙ্ক পাবেন। যা কিনা আপনার সাইট এর জন্য একটা বিশাল গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এক কথাই অফপেজ এস ই ও বা লিঙ্ক বিল্ডিং এর একটি গুরুত্বপূর্ণ  অধ্যায়। । এটা করা অবশ্যই উচিত। শুধুমাত্র ইউনিক ভিজিটর এবং গুড লিঙ্কের জন্য।

তো এখন আমরা আজকে একটা সোশ্যাল বুকমারকিং  সাইট এ কিভাবে লিঙ্ক সাবমিট করা যায় সেইটা দেখব। সোশ্যাল বুকমারকিং   সাইট গুলার ভিতর নামকরা একটি সাইট হল ডিগ ডট কম ( Digg.com) । আমরা এই সাইট টিতে কিভাবে কাজ করতে হয় দেখব।
তাহলে প্রথমে চলে যাব উপরোক্ত সাইট টিতে। নিচে ধাপ অনুসারে স্ক্রিনসর্ট দিয়ে দেখালাম।

স্টেপ নম্বরঃ১- প্রথমে http://www.digg.com চলে যান। নিচের পেজের মত আসবে।

স্টেপ নম্বরঃ২- আপনি আপনার ফেসবুক অথবা টুইটার অ্যাকাউন্ট লগ ইন করুন এবং ডিগে যান। এখন ফেসবুক অথবা টুইটার অ্যাকাউন্ট  দ্বারা ডিগ অ্যাকাউন্ট লগ ইন করুন। নিচের পেজের মত আসবে।

দেখুন অনেক নিউজ আসছে। কোন নিউজগুলা পপুলার কোন নিউজ গুলা টপে আছে সব দেখাচ্ছে। এখন আপনি একেবারে পেজের নিচে আসুন। এবং "Submit a Link" এ ক্লিক করুন। নিচের ২ টা ছবির মত আসবে।

স্টেপঃ৩- এখন আপনি আপনার সাইট এর ইউআরএল অর্থাৎ যে পোস্টটি বুকমারকিং করতে চান সেই পোস্টের ইউআরএল কপি করুন। না বুঝলে নিচের ছবিটা  দেখুন

স্টেপঃ৪-  ইউআরএল টা কপি করে সাবমিট করুন। ডিগে সাবমিট করুন। সাবমিট করার পূর্বে এবং পরের স্ক্রিনসর্ট খেয়াল করুন।

এইভাবে আপনি আপনার সাইট এর প্রত্যেক টা ইন্ডিভিজুয়াল পোস্ট কে সাবমিট করুন। দেখবেন আপনার সাইট এ আপনি ইউনিক ভিজিটর গেইন করছেন। আপনার লিঙ্কের পরিমান ও বাড়ছে।

বিঃদ্রঃ আমি  বিগত পোস্টে বলেছিলাম লিঙ্ক হুইল করার পর ওই লিঙ্ক গুলাকে বুকমারকিং করতে। আশা করি এইবার লিঙ্ক হুইল এবং বুকমারিকং বুঝতে পারছেন।
সামনের পর্বে আরও ২ টা গুরুত্বপূর্ণ বুকমারকিং এর কাজ দেখিয়ে নামকরা কিছু বুকমারকিং সাইট এর হিউজ লিস্ট দিয়ে দিব।
আশা করি আপনারা আমার কথা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। যদি কোন ব্যাক্তি সমস্যা তে পড়েন তাহলে সুজাসুজি আমাদের ফেসবুক গ্রুপে চলে আসবেন। যদি গ্রুপে আমাকে না পান তাহলে আমার ফেসবুক এ মেসেজ করবেন।  তবে সাবধান,গ্রুপে কিন্তু খুব কড়াকড়ি ভাবে নিওম-কানুন মেনে চলা হয়। তাই গ্রুপে আসার পূর্বে গ্রুপের নীতিমালাটা একটু দয়া করে পড়ে নেবেন।

 আউটসোর্সিং অফ বাংলদেশ

আর অনলাইনের সব তরুতাজা খবর জানতে এবং ফ্রীলাঞ্ছিং পরিবারের সাথে যুক্ত হতে চাইলে তাড়াতাড়ি লাইক করুন আমাদের এই পেজটি। আপনি একটা লাইক করলেই আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। আর পরিবারের ব্যক্তিদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় আমাদের ফ্যান পেজে। তাদের সমস্যার সমাধানগুলো চলে যায় খুব দ্রুত। আমাদের পরিবারে যুক্ত হতে চাইলে সুজাসুজি চলে আসুন  এই পেজে।

আউটসোর্সিং নিউজ অ্যান্ড সল্যুশন

আজ কে এই পর্যন্ত ,তবে যাওয়ার আগে একটা কথা আমি লিখছি আপনাদের কোন কাজে লাগছে কি না এইটা একটু জানাবেন। সবাই কে অনুরধ করব যারা যারা পড়েন তারা কমেন্ট করে জানাবেন যে কারোর কোন ক্ষতি বা উপকার হয়েছে কিনা। কারন আজকের আপনাদের মতামতের উপর নির্ভর করবে আমার পরবর্তী পোস্ট দেওয়ার জন্য। তা না হলে আর কষ্ট করে টিটি তে লিখব না।  সবাই ভাল থাকবেন। এই কামনা করে আজকের মত শেষ করছি। আল্লাহ হাফেজ।

ফেসবুক এ আমি তাফসির আহমেদ

Level New

আমি হ্যারি পটার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 171 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

তাফসির ভাই ভাল কথা লিখেছেন ধন্যবাদ

good post

Level 0

ভাই এত দিন পর লিখতে মন চাইল?
যাই হোক অনেক ধন্যবাদ।

    @hasib_st: ভাই সমস্যা নেই। এইবার প্রতি মাসে যে করে হোক একটা করে নতুন টিউন লেখার চেষ্টা করব।

Level 0

ভাল পোস্ট। নতুনদের খুবই কাজে লাগবে। ইচ্ছা করলে ঘুরে আসতে পারেন আমার সাইট থেকে আর কমেন্ট করে আপনার ব্যাক লিঙ্ক তৈরি করতে পারেন। http://techtricksbd.com/category/seo/

Level 0

যাদের ইংরেজিতে লেখালেখির অভ্যাস আছে, তারা আমার সাইটে ও লিখতে পারেন, ভাল লেখা হলে অবশ্যই প্রকাশিত হবে। আমার সাইটে রেজিস্ট্রেশন করতে এখানে http://techtricksbd.com/ যান। তারপর…

Level 0

ভাই, Honestly বলছি আপনি যা লেখেন অনেক দামি Coaching থেকেও উন্নত । কেউ কেউ আছে যারা নিজেরা করেনা অন্যদেরকেও সহ্য করতে পারেনা । ভাই, আপনার প্রত্যেকটি লেখাই অসাধারণ ।

ধন্যবাদ

Level 0

দেখে ভালই লাগল আপনার আর আমার Seo টিউটোরিয়ালের একই সাথে 14তম পর্ব চলছে।