এবার নিজাই তৈরি করুন ডু ফলো সুসাল বুটমারকিং সাইট (Part 1):

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

সার্চ ইঞ্জিন অপটিমাইজেসান এর সাথে যারা কাজ করেন সবার ই ডু ফলো লিংক বিল্ডিং দরকার হয়। কত কষ্ট ই না করি লিংক বিল্ডিং আর জন্য। আমরা চাইলে নিজারাই তৈরি করতে পারি সুসাল বুটমারকিং সাইট। আমার সুসাল বুটমারকিং সাইট Free SEO Bookmark. চাইলে দেখে আস্তে পারেন। আজ আমি বলব কি করে আপনি ও একটা সুসাল বুটমারকিং সাইট তৈরি করবেন।

যদি আপানার একটা ওয়েব সাইট থাকে তবে আপনি ও পারেন আমার মত একটা সুসাল বুটমারকিং সাইট তৈরি করতে।

আপনি হয়ত বলবেন কেন আমি সুসাল বুটমারকিং সাইট তৈরি করব?

আমি আগেই বলেচি “সার্চ ইঞ্জিন অপটিমাইজেসান এর সাথে যারা কাজ করেন সবার ই ডু ফলো লিংক বিল্ডিং দরকার হয়”। তাই সবাই ডু ফলো সুসাল বুটমারকিং সাইট খোঁজে। কারন ডু ফলো সুসাল বুটমারকিং সাইট এ লিংক বিল্ডিং করা সহজ।

আপনার ওয়েব হোস্ট যদি ১০০ MB Free space থাকে যা কোন কাজ এ আসে না। যেমন আপনার ওয়েব হোস্ট যদি হয় ১ GB কিন্তু আপনি use করেন ৪০০ বা ৫০০ এমবি বাকি টা আপাতত ব্যবহার করেন না তবে আপনার জন্য এটা কাজ এ আসবে।

কিভাবে কাজ এ আসবে?

সুসাল বুটমারকিং সাইট টি যদি আপনি আপনার সাইট এর Parant এ সেটআপ দেন তবে সুসাল বুটমারকিং সাইট এর ভিজিটর আপনার মুল সাইট এর ভিজিটর হিসেবে count হবে। যা আপনাকে হেল্প করবে Alexa Rank কমাতে এর Page Rank বাড়াতে। আজ এর নয়। আপনি ভাবুন আপনি কি আমার মত সুসাল বুটমারকিং সাইট বানাবেন? নাকি বানাবেন না। এই ফাঁকে আমি ও পরের পোস্ট করার জন্য কাজ সুরু করে দেই।

পোস্ট টা কামন হল বলবেন। আপনারা কমেন্ট না করলে ভাববো আপনারা সুসাল বুটমারকিং সাইট তৈরি করতে আগ্রহী নন। তখন আমি এর কষ্ট কোরে পোস্ট করব না।

Level 0

আমি Ali Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই অনেক আগে থেকেই সোসিয়াল বুকমার্কিং ওয়েবসাইটের সাথে জড়িত আছি। আপনি বললেন যে ওয়েবসাইটের এক্স্ট্রা স্পেস দিয়ে বুকমার্কিং সাইট চালানো যাবে। আপনি কি জানেন এই ধরনের সাইটে কিরকম রিসোর্স লাগে। আর ভালো সার্ভার ইউজ না করলে দুই দিন পর পর একাউন্ট সাসপেন্ড করে দেয়, সেটাও মে বি আপনি জানেন না।

Level 0

সোসিয়াল বুকমার্কিং ওয়েবসাইটের জন্য ভালো হোস্টিং দরকার। অনেকে আবার প্রথমে ফ্রি হোস্টিং দিয়ে করে, পরে ট্রাফিক বাড়লে পেইড হোস্টিং এ যায়। কিন্তু যাই করেন না কেন, দয়াকরে গুগল মামারে ছাগল মনে কইরেন না। গুগলের পাণ্ডা আপডেট এ ধরা খাইলে আপনার প্রিয় সাইট টা ব্লাকলিস্টেড হয়ে যেতে পারে। তাই সাবধানে এবং আপনার সাইটের বিষয় সংশ্লিষ্ট সাইটেই বুকমার্কিং করুন। ধন্যবাদ।।

ভাই আপনার কষ্ট করে পোস্ট করার দরকার নাই। আপনি বুটমার্কিন সাইট বানানো শিখাবেন? ভাই আমরা তো বুটমার্কিন সাইট চিনিনা। সোশ্যাল বুকমার্কিং সাইট চিনি। ১টা পোস্টে কয়টা বানান ভুল করেছেন জানেন? নিজের দেশের ভাষাটাও যদি ভালভাবে লিখতে না পারেন তাহলে লিখা দরকার নাই।

Level 0

nice post.. For technology news ” http://tec-news-24.blogspot.com

vi moja pailam na…. kivaba social bookmarking site make korbo sata dekhiya dila khusi hoitam