কি ভাবে আপনি আপনার ওয়েব সাইট রেঙ্কিং বাড়াবেন ? কিছু সহজ টিপস ওয়েব মাস্টারদের জন্য ।

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

১ম অংশ ----
আমরা যারা ওয়েব পাবলিশার তারা সর্বদা চেষ্টা করতে থাকি যে কি ভাবে আমরা আমাদের ওয়েব সাইটের রেঙ্কিং করবো দ্রুত । আর এটা করার জন্য আমরা হাজার হাজার প্রকার চেষ্টা করে থাকি। পেজ রেঙ্ক ১ হোক বা ০ ঐ ব্লগ বা সাইটে স্পাম করেই হোক বা ভালো করেই হোক সেখান থেকে বেকলিঙ্ক চাই চাই ! !
সবসময় ব্লগ কমেন্টে এইচটিএমএল লিঙ্ক ব্যাবহার করে নিজের ব্লগ বা সাইট এর লিঙ্ক দিয়ে দিচ্ছি দিমদাম !
ভাবছেন এই গুলো করলে কিছু টা হলেও তো উপকার হবে? -- নাহ ! কিছুই হবে নাহ !
উল্টা ক্ষতি হবে ! আমিও মানি যে ব্লগ কমেন্ট তারপরে অন্য ভাবে লিঙ্ক বিল্ডিং করে বেকলিঙ্ক পাওয়া যায় কিন্তু এইভাভে নাহ।স্পাম ভাবে আর্টিকেল দিয়েও নাহ।

কি ভাবে আপনি আপনার ওয়েব সাইট এর রেঙ্ক বাড়াবেন দ্রুত = ( ১ম থেকে শেষ পর্যন্ত )

১) আপনি যেই ডোমেইনটি নিবেন সেই টপিক্সে আপনি ওয়েব সাইট বা ব্লগ করুন ।
২) আপার ওয়েব সাইট বা ব্লগ টি এসইও রিলেটেড করুন ।
৩) আপনার ব্লগে সোশ্যাল শেয়ার এর বেবস্তা রাখুন।
৪) ব্লগ হলে কমেন্টের বেবস্তা রাখুন।
৫) নতুন ওয়েব সাইট বা ব্লগ হলে কমপক্ষে প্রথম ৭ দিন শুধু আর্টিকেল পোস্ট করুন এবং সোশ্যাল     নেটওয়ার্ক সাইট গুলো যেমন ফেসবুক/টুইটার ইত্যাদিতে শেয়ার করুন।
৬) আপনার ব্লগে কন্টেন্ট ১০ থেকে ১২ টা হলে এসইও শুরু করুন।
৭) প্রতিদিন কমপক্ষে ২০টা বুকমারকিং , ০৫টা ফোরাম পোস্ট , এবং ৪০টা ব্লগ কমেন্ট করুন।
৮) মনে রাখবেন পেজ রেঙ্ক ১ থেকে ৪ থেকে পাওয়া ১০০ বেকলিঙ্ক পেজরেঙ্ক ৬ থেকে ৯ এর ৫টার সমান ! তাই সর্বদা চেষ্টা করুন উচ্চ পেজ রেঙ্ক ওয়ালা থেকে বেকলিঙ্ক নিতে।
৯) আপনার ওয়েব সাইটে বা ব্লগে যক্ষুনি কোন কন্টেন্ট বা পোস্ট করবেন তক্ষনি সেই আর্টিকেলটি সব সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করবেন।
১০) একটা ওয়েব সাইট এর সন্ধান দিচ্ছি – আপনি এখান থেকে কোন সাইট যেই যেই জায়গা/ওয়েব সাইট থেকে বেকলিঙ্ক পেয়েছে আপনি চেক করতে পারবেন। এখানে ক্লিক করুন । তারপরে সেই সেই ওয়েব সাইটে গিয়ে আপনি আপনার ওয়েব সাইট বা ব্লগ এর জন্য বেললিঙ্ক নিতে পারেন।আবার এই সাইটটি দিয়ে আপনি আপনার ওয়েব সাইট এর সাথে অন্যদের ওয়েব সাইট এর তুলনা করতে পারবেন। ( প্রতিদিন ৩ বার সার্চ করতে পারবেন প্রিমিআম না হলে ) তায় দেখেসুনে সার্চ করবেন ।
১১)ব্লগ কমেন্ট যেই ভাবে করবেন – মনে করেন আপনার এসইও রিলেটেড একটি ব্লগ বা ওয়েব সাইট আছ। আপনি গুগল এ এসইও রিলেটেড কোন হেল্প এর জন্য সার্চ করবেন। দেখবেন অনেক ব্লগ ও ওয়েব সাইট আছে।সেই এসইও রিলেটেড আর্টিকেল গুলোর উপরে কমেন্ট করুন ও ঐ ব্লগ বা ওয়েব সাইট এর লিঙ্ক টি সেভ করে রাখুন পরেও কমেন্ট করার জন্য । একই ভাবে আপনার ব্লগ বা ওয়েব সাইট অন্য টপিক্স এর হয়ে ঐ টপিক্স দিয়ে সার্চ করে ব্লগ কমেন্ট করুন।

এই পোস্ট টি করার মুল উদ্দেশ্য –
আপনারা যারা বিভিন্ন ওয়েব সাইট বেকলিঙ্ক বা ট্রাফিক কিনে থাকেন তারা সবচেয়ে বড় ভুল করেন । কোন প্রকার স্পাম করে আপনার ওয়েব সাইট বা ব্লগ এর রেঙ্ক বাড়াতে জাবেন নাহ । যেই সব ওয়েব সাইট থেকে আপনি ৫০০ থেকে ৫০০০ বেক লিঙ্ক ফ্রী প্রভিড করে আপনারা হয়তো সেই সব ওয়েব সাইট থেকে ফ্রী বেকলিঙ্ক পাবার আসায় নিয়ে নেন কিন্তু কি হয় জানেন ? আপনার ওয়েব সাইট টি বা ব্লগ টি গুগল ও অন্যন সকল সার্চ ইঞ্জিন এর কাছে স্পাম হয়ে যায়! তায় নিজে কষ্ট করে নিজের ওয়েব সাইট বা ব্লগ এর বেকলিঙ্ক তৈরি করেন , প্রয়জনে ওয়ার্কার হাইয়ার করেন।

এই পোস্ট টি আমি সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের উপহার দিলাম।যদি ভালো লাগে জানাবেন।
ভুল হলে ক্ষমা শূন্য চোখে দেখবেন 🙁

ভালো লাগলে আমার এসইও টুইটোরিয়াল ব্লগটি দেখে আস্তে পারেন। (  আমরা এসইও শেখার ফ্রী ক্লাস নিচ্ছি। )
সবায় ভালো থাকবেন । ধন্যবাদ।

Level 0

আমি রাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি রাফিউল ইসলাম তানিক, গত ৫ বছর ধরে অনলাইন মার্কেটিং, কন্টেন্ট ডেভেলপমেন্ট ও সিএমএস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। স্পেসালি সার্চ মার্কেটিং ও কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে বেশি কাজ করা হয়। দেশে ও দেশের বাইরে কিছু লিডিং অনলাইন মার্কেটিং ফার্ম এর সাথে কাজ করছি। গত ১ বছর ধরে দেশের "প্রথমবার্তা" এর মার্কেটিং...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks bro for sharing .. 🙂

backlingk কি?

ধন্যবাদ। কাজে আসবে।
ksnbd

sundor hoyeche

ধন্যবাদ ভাই । আমার অনেক উপকার হবে ।

post sundor hoyache. Chaliye jao mamu. Asa kori next a aro sundor post hba. Suvokamona thaklo tomar jonno.

good post

ধন্যবাদ ভাই । ভালো লাগলো । কেমন আর্টিকেল আপনার ব্লগে প্রকাশ করবেন কি ভাবে ওয়েব সাইট এর রাঙ্ক বাড়াবেন সম্পূর্ণ জানতে ClickToSEO ব্লগটি দেখতে পারেন

vi onek kichu janta parlam… thankx.

Level 0

পোস্টের জন্য ধন্যবাদ। এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন।