লিঙ্ক বিল্ডিং করতে আমরা কতো কিছুই না করে থাকি । টাকা পইসা খরচ করতেও রাজি থাকি । আমি এর আগেও আপনাদের কিছু বুকমার্ক সাইট লিস্ট দিয়ে ছিলাম । আজ আবার কিছু এনে দিলাম । যারা গুগলে সার্চ করে খুজতে খুজতে বিরক্ত হয়ে উঠেছেন তারা আমার কালেকশন করা লিঙ্ক গুলো ব্যাবহার করতে পারেন ।
প্রথম কিছু সাইট এর পেজ রেঙ্ক দিয়ে দিয়ালাম । পরের গুলো আর দিলাম নাহ । কাজ করার সময় কষ্ট করে বসিয়ে নিয়েন। এই সব লিস্ট আমার নিজ হাতে কালেক্ট করা আর সব গুলো তেই আমি আমার ব্লগ বুকমার্ক করেছি। টাই ফেক চিন্তা নায় । সব গুলর পেজ রেঙ্ক ভালো ।যারা নিজের ওয়েব সাইট এর রেঙ্কিং করতে চান সুধু তাদের জন্য আমার এর আর্টিকেল ।
লিঙ্ক সরাসরি টেকটিউন্স সাপোর্ট করছে নাহ । ৯৯ টার বেশি লিঙ্ক দেওয়া যাবে নাহ ।
( টেকটিউন্সে আপলোড করতে পারলাম নাহ )
৫০০টি সোশাল বুকমার্কিং সাইট লিস্ট ডাউনলোড করুন এখান থেকে সরাসরি
ভালো লাগলে আমার এসইও ব্লগটি একবার দেখে আসবেন 🙂
আমি রাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি রাফিউল ইসলাম তানিক, গত ৫ বছর ধরে অনলাইন মার্কেটিং, কন্টেন্ট ডেভেলপমেন্ট ও সিএমএস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। স্পেসালি সার্চ মার্কেটিং ও কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে বেশি কাজ করা হয়। দেশে ও দেশের বাইরে কিছু লিডিং অনলাইন মার্কেটিং ফার্ম এর সাথে কাজ করছি। গত ১ বছর ধরে দেশের "প্রথমবার্তা" এর মার্কেটিং...
ভাইয়া ডাউনলোড হয় না। প্লিজ আমাকে আপনার লিংক গুলো পাঠান- [email protected]