যারা সার্চ ইঞ্জিন অপ্টিমাইেজসন নিয়ে কাজ করেন তাদের ডু ফলো ব্লগ লিস্ট এর দরকার হয়। সার্চ ইঞ্জিন এ যখন "ডু ফলো ব্লগ লিস্ট" লিখে সার্চ দেই অনেক লিস্ক লিস্ট আসে কিন্তু কাজের লিস্ট খুব একটা আসে না।" Top 100 do follow blog list, top 1000 do follow blog list" কিন্তু কাজ এর লিস্ট একটা ও আসে বলে আমার মনে হয় না। বেসির ভাগ ই থাকে No follow আর No follow blog সার্চ ইঞ্জিন অপ্টিমাইেজসন এ লাভ নাই।
Serial No | Blog Site Name | Blog Site URL | Page Rank |
---|---|---|---|
01 | Expand2web | http://www.expand2web.com/ | 06 |
02 | Play Station Blog | http://blog.us.playstation.com/ | 06 |
03 | What You Write | http://whatyouwrite.com/ | 05 |
04 | E-News-Blog | http://apparatusequipment.com/ | 04 |
05 | One Cool Site | http://onecoolsitebloggingtips.com/ | 05 |
06 | Clicks Online Marketing | http://clicksonlinemarketing.com/ | 04 |
07 | Frank Hecker | http://frankhecker.com/ | 05 |
08 | tomski | http://blog.tomski.com/ | 04 |
09 | Wiki How | http://www.wikihow.com/Main-Page | 06 |
10 | Ruffhaus | http://ruffhaus.com/blog/ | 04 |
11 | Host Wxcellence | http://www.hostexcellence.com/blog/ | 05 |
12 | Cemetery Scribes | http://cemeteryscribes.com/blog/ | 04 |
13 | Fclose | http://www.fclose.com/b/ | 04 |
14 | Design Mind | http://www.designmind.com/blog/ | 05 |
15 | Michael Ckennedy | http://blog.michaelckennedy.net/ | 04 |
16 | Blog Site | http://freeseobookmark.com/ | 01 |
ভাই অল্প লিংক তৈরি করেন কিন্তু কুয়ালিটি লিংক তৈরি করেন। কুয়ালিটি লিংক খুব গুরুত্বপূর্ণ। আমি একটা লিস্ট দিলাম ছোট মনে হয় আপনাদের কাজ এ আসবে।
আর ও ব্লগ খোঁজার tricks জানতে ও SEO related detail জানতে Blog Site দেখতে পারেন। ভাল লাগলে কমেন্ট করবেন। না লাগলে ও করবেন। তবেই আমি বুজব কি আমার ভুল ছিল। পোস্তটটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
টেকিটউনস এ আমার আগের পোস্ট
আমি Ali Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি নতুন SEO শিখছি।ভাই ডু ফলো ব্লগের কাজ কী?