এবার নিয়ে নিন এসইও ভিডিও টিউটোরিয়াল সম্পূর্ণ বাংলায়। দুনিয়ার সবচে সহজ এসইও টিউটোরিয়াল। এবার আপনিও পারবেন এসইও (আপডেটেড)

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই ? আমি আল্লাহর রহমতে ভাল আছি। প্রথমেই বলে নিচ্ছি এটা আমার টেকটিউনস এ প্রথম টিউন। তাই ভুল হলে ক্ষমা করে দিবেন । অনেকেই বলেন প্রথমে ফেসবুক চেক করেন তার পরই টেকটিউনস । আমি প্রথমেই টেকটিউনস চেক করি পরে অন্যগুলো । টেকটিউনস আমাকে অনেক দিয়েছে। টিটির কল্যাণে আজ আমার নিজের একটি ব্লগ সাইট আছে । আমি ছোটখাট ফ্রিল্যান্সারও। টিটি কে আমি কিছুই দিতে পারিনি । তাই এই ছোট্ট প্রয়াস।

অনেক বকবক করলাম এবার মূল প্রসঙ্গে আসি। আমরা অনেকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও শিখতে চাই। অনেকের এসইও তে আগ্রহের শেষ নেই। আর যাদের ওয়েব সাইট আছে তাদের তো এসইও করতেই হবে তা ছাড়া ভিজিটর পাওয়া সম্ভব নয় । ভিজিটর হচ্ছে একটি সাইট এর প্রাণ । ইন্টারনেট এ এসইও এর উপর ভিডিও টিউটোরিয়াল এর অভাব নেই । কিন্তু সব গুলোই ইংরেজিতে । বাংলায় ভিডিও টিউটোরিয়াল খুব কম । তাই খুজতে লাগলাম বাংলায় ভাল কোন ভিডিও টিউটোরিয়াল পাওয়া যায় কিনা ? অবশেষে পেয়েও গেলাম । তাই আপনাদের সাথে শেয়ার করলাম । প্রায় ১.৫ ঘন্টার বাংলা ভিডিও টিউটোরিয়ালটি মাত্র ৮৬.৬১ এমবি। এই টিউটোরিয়ালটির মাধ্যমে এসইও এর ভাল ধারনা পাবেন । টিউটোরিয়ালটি অনুসরণ করলে নতুনরাও এসইও করতে পারবেন ।

আসুন দেখি এই ভিডিও টিউটোরিয়ালটিতে কি কি আছে -

  • এসইও কি ও কেন?
  • এসইওর শ্রেণী বিভাগ
  • এসইওর গুরুত্বপূর্ণ দিক
  • অনপেজ অপটিমাইজেশন
  • কী ওয়ার্ড রিসার্চ
  • সাইটম্যাপ তৈরি
  • সাইটম্যাপ সাবমিট
  • সাইট ইনডেক্স ইন গুগল
  • পেজ রেঙ্ক
  • এলেক্সা রেঙ্ক
  • পিং প্রসেস
  • যেভাবে কমেন্টস করবেন
  • বুকমার্ক
  • ফোরাম পোস্টিং
  • ব্লাক এসইও
  • হোয়াইট এসইও

ভিডিও টিউটোরিয়ালটি এখন আপডেট করা হয়েছে । আপনাদের সুবিধার জন্য টিউটোরিয়ালটি ২ পার্ট এ ভাগ করে সরাসরি ভিডিও আপলোড করা হল । আপলোড এর সময় Net speed অনেক কম ছিল তাই আপডেট করতে বেশ সময় লাগলো । এখন আর সফটওয়্যার আকারে ডাউনলোড করতে হবেনা । বিজ্ঞাপন প্রচার করা আমার কোন উদ্দেশ্য ছিলনা । এটা ছিল অনিচ্ছাক্রিত ভুল মাত্র। ভুলের জন্য ক্ষমা চাচ্ছি টেকটিউনস এর কাছে । আমার উদ্দেশ্য শুধু আপনাদের নতুন কিছু দেওয়া । এই লিংক থেকে ডাউনলোড করে নিন -

পার্ট ১ Bangla SEO Video Tutorial 1.rar
ডাউনলোড লিংক http://www.mediafire.com/?srpsg95362l0367

পার্ট ২ Bangla SEO Video Tutorial 2.rar
ডাউনলোড লিংক http://www.mediafire.com/?tbvvyd7vvaq23rv

rar ফাইল টি ওপেন করার জন্য winrar ডাউনলোড করে নিতে পারেন http://www.mediafire.com/?9efqe7yfd3lch55 এই লিংক থেকে ।

যেহেতু প্রথম টিউন তাই জানাবেন টিউনটি কেমন হয়েছে। ভাল বা মন্দ টিউনটি যেমনই হোক কমেন্ট করবেন। আপনাদের উপকার হলেই এই টিউনটি সার্থক হবে । আর কষ্ট করে পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
এই পোস্টটি সম্পূর্ণ বা আংশিক কপি করে যেকোনো সাইট বা ব্লগে প্রকাশ করা যাবে ।

Level 0

আমি Tanvir Mustafa Joy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 379 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ তানভীর ভাই ! এমন একটা জিনিস দীর্ঘদিন ধরে খুঁজে যাচ্ছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। বাজারে আছে কিছু তবে এগুলো একেকটা ৩০০-৫০০ টাকা দাম। আপনাকে অনেক ধন্যবাদ!

    @Abdullah Al Mamun: ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ…………………………… আমার প্রথম পোস্টে প্রথম কমেন্ট করার জন্য । আমি বুঝতে পারলাম না এরকম একটা পোস্ট কেন মুছে দেওয়া হয়েছিল । যাইহোক উৎসাহ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ । আসা করি এখন সহজেই SEO শিখতে পারবেন ।

আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি টেকটিউনসকে পুনরায় আমার পোস্টটি প্রকাশ করার জন্য ।

প্রিয় টিউনার,

আপনি যে ভিডিও টিউটটি শেয়ার করছেন। প্রথমত তা আপনার নিজের স্বত্ব নয়। দ্বিতীয়ত ভিডিওগুলো সম্পূর্ণ ভাবে নির্দিষ্ট প্রতিষ্ঠানের বাণিজ্যক প্রচারণার জন্য তৈরি করা হয়েছে যাতে বাণিজ্যিক ভাবে প্রতিষ্ঠানের নাম ঠিকানা যোগাযোগের নম্বর ব্যবহার করা হয়েছে।

যেহেতু আপনি ভিডিও দেখে কিছু শিখতে পেরেছেন তাই আপনার শিক্ষালব্ধ জ্ঞান কমিউনিটির কাছে শেয়ার করুন। টেকটিউনস নীতিমালা মেনে মৌলিক ও বিজ্ঞান ও প্রযুক্তির সাথে প্রাসঙ্গিক টিউন করুন। আপনার টিউন স্থগিত হবে না।

টেকটিউনসে টিউন স্থগিতে জন্য কোন প্রকার সতর্কবার্তা দেওয়া হয় না যেহেতু টিউনের পূর্বেই টেকটিউনস নীতিমালা মেনে টিউন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

টেকটিউনসের মান, ধারা ও সুষ্ঠুতা বজায় রাখার জন্য টেকটিউনসে টিউনার ও টিউমেন্টfর দের টিউন ও টিউমেন্ট করার জন্য রয়েছে একটি সুনির্দিষ্ট, সচ্ছ ও সুশৃঙ্খল নীতিমালা- টেকটিউনস নীতিমালা। টেকটিউনসে টিউন করার প্রথম শর্ত হচ্ছে টেকটিউনস নীতিমালার প্রতিটি নীতি স্পষ্ট ভাবে বোঝা ও বোধগম্য হওয়া, নীতিমালার প্রতিটি নীতি অনুধাবন করা ও অনুসরণ করা এবং টিউনে তা বজায় রাখা।

কপিপেস্ট টিউন, পত্রপত্রিকা বা অন্যের ব্লগ বা অনলাইন কোন মাধ্যমে থেকে প্লেইজারিজম (অন্যের লেখা নিজের নামে) টিউন, অ্যাফিলিয়েট ফাইল হোস্ট, অ্যাফিলিয়েট সর্ট লিংক, এমন সাইটের ঠিকানা সম্বলিত টিউন যেখানে অ্যাফিলিয়েট ফাইল হোস্ট বা অ্যাফিলিয়েট সর্ট লিংক অবস্থান করে, এড রেভিনিউ থেকে আয়ের উদ্দেশ্যে ব্লগ বা সাইটের ঠিকানা সম্বলিত টিউন, নান কৌশলে নিজের সাইটের বা পণ্যের প্রচারণার উদ্দেশ্যমূলক টিউন, সরাসরি পণ্য বা সেবা ক্রয়ের জন্য উদ্দেশ্যমূলক টিউন, কোন প্রকার অর্থ/ডলার/ টাকা লেনদেন করার জন্য টিউন ইত্যাদি টিউন গুলো সহ টেকটিউনস নীতিমালায় উল্লেখিত বিষয় গুলো ভঙ্গ করে টিউন প্রকাশ করলে তা স্থিগিত করা হয়।

তাই টিউন করার পূর্বে টেকটিউনস নীতিমালার প্রতিটি নীতি এক এক করে খুবই মনোযোগ দিয়ে ভালভাবে পড়ুন, নীতিমালার প্রতিটি নীতি মেনে টিউন করুন।

টেকটিউনস নীতিমালার এক বা একাধিক শর্ত ভঙ্গ করা হলে প্রথমত Soft Reject এবং এরপর Hard Reject নীতি অনুসরণ করা হয়। টেকটিউনস নীতিমালা সম্পর্কে আরও জানতে, কেন এবং কী প্রক্রিয়ায় একটি টিউন স্থগিত হয় এবং কী কী বিষয় গুলো অনুসরণ করলে টিউন স্থগিত হবে না তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq/ এর “টেকটিউনস নীতিমালা অংশটি” মনোযোগ সহকারে পড়ুন।

টেকটিউনসে সকল নবীণ ও প্রবীণ টিউনারকে মৌলিক, মানসম্মত টিউন করতে উৎসাহি করা হয়। তাই টেকটিউনস নীতিমালা লংঘন ছাড়া অন্য কোন কারণে টিউন স্থগিত করা হয় না।

তাই আপনার টিউনটি স্থগিত হলে প্রথমেই টেকটিউনস নীতিমালা https://www.techtunes.io/terms দেখুন কোন নীতিমালার ভঙ্গের জন্য আপনার টিউনটি স্থগিত করা হয়েছে।

আপনি যদি মনে করেন টেকটিউনস নীতিমালার আলোকে টিউন স্থগিতের সুনির্দিষ্ট কোন কারণ নেই অথবা ভুলবসত আপনার টিউনটি স্থগিত হয়েছে তাহলে আপনি আপনার টিউনের লিংক বা ড্রাফট লিংক সহ টেকটিউনস ডেস্কে জানান।

ধন্যবাদ আপনাকে।

    @টেকটিউনস: ধন্যবাদ আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য । আমি কি শুধু ভিডিও গুলকে zip করে upload দিব না বর্তমান লিংক ই চলবে । জানালে খুব খুশি হতাম ।

একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে টেকটিউনস মডারেশন পরিচলনা হয়ে থাকে। তাই সুনির্দিষ্ট কারণ ব্যতীত টিউনারের টিউন বা টিউমেন্ট স্থগিত করা হয় না।

আপনি শুধু ভিডিও টিউট গুলো আপলোড করে শেয়ার করুন। ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ এমন একটি টিউন করার জন্য । এই টিউটিরিয়াল অনুসরন করে কি সম্পুন এসইও শিখতে পারব

    @1996.tanvir: SEO অনেক বৃহৎ একটি চলমান প্রক্রিয়া তবে এই টিউটিরিয়াল অনুসরন করে আপনি SEO সম্পর্কে মোটামটি ভালই শিখতে পারবেন ।

১.০১ টেকটিউনসে প্রকাশিত সকল টিউন নৈতিক ও প্রযুক্তি সংক্রান্ত হতে হবে। সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত টিউনও টেকটিউনসে প্রধান্য পাবে।
১.২০ জনস্বার্থে নয় শুধু মাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে এমন কোন বিজ্ঞাপনী মূলক টিউন প্রকাশ করা যাবে না। প্রতিষ্ঠানের বা পণ্যের উদ্দেশ্য এবং কার্যক্রমের সঠিক ও পূর্ণ বিবরণ দিয়ে টিউন করা যাবে এবং তা অবশ্যই জন স্বার্থে হতে হবে।

আপনি যে ভিডিও টিউটটি শেয়ার করছেন। প্রথমত তা আপনার নিজের স্বত্ব নয়। দ্বিতীয়ত ভিডিওগুলো সম্পূর্ণ ভাবে নির্দিষ্ট প্রতিষ্ঠানের বাণিজ্যক প্রচারণার জন্য তৈরি করা হয়েছে যাতে বাণিজ্যিক ভাবে প্রতিষ্ঠানের নাম ঠিকানা যোগাযোগের নম্বর ব্যবহার করা হয়েছে।

উপরের টিউনটি আপনি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে একবার প্রকাশ করেছিলেন।ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখে টিউনটি আবার রিপোস্ট করেছিলেন। একই টিউন বার বার প্রকাশ করায় এই বিষয়টি প্রকাশ পাচ্ছে যে আপনি এটি জনস্বার্থে নয় শুধু মাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে এমন বিজ্ঞাপনী মূলক টিউন প্রকাশ করছেন। একই টিউন একমাসের মধ্যে দুইবার প্রকাশ করা শুধুমাত্র কোন প্রতিষ্ঠানের প্রচারণার জন্যই। এ কারণে আপনার পূর্বের দুইটি টিউন স্থগিত করা হয়েছিল। পুনরায় একই বিষয় নিয়ে টিউন এবং একটি প্রতিষ্ঠানের প্রচারণা চালানোর জন্য আপনার টিউনটি স্থগিত করা হল।

অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে টিউন করার ক্ষেত্রে টিউন অবশ্যই দিকনির্দেশনা ও প্রোণদনা মূলক হতে হবে। টেকটিউনস সবসময় কপিপেস্ট টিউন করতে টিউনারদের বিরত থাকতে অনুপ্রাণিত করা হয়। ইউনিক টিউন করুন। টেকটিউনস এর সাথে থাকুন।

Comments are closed.