আজ আমরা আলোচনা করব বেসিক HTML নিয়ে .... কনটেন্ট যখন আপনি পোস্ট করবেন তখন আপনাকে অবশ্যই লিংক করতে হবে কাঙ্খিত সাইট এ.. বেশিরভাগ ক্ষেত্রে লিংক করার জন্য অপশন দেয়া থাকে... যদি অপশন না থাকে তাহলে আপনাকে HTML কোড এর মাধ্যমে লিংক জেনারেট করতে হবে..
তাহলে চলুন শুরু করা যাক... আমার মনে হয় আপনারা সবাই জানেন এই বেসিক বিষয় গুলা.... যারা জানেন না তাদের জন্য..
HTML এর ফুল মিনিং হচ্ছে Hyper Text Markup Language..
আসুন দেখে নেই কিভাবে HTMl শুরু হয়:
HTML শুরু হয় <html> এর মাধ্যমে এবং শেষ হয় </html> এর মাধ্যমে...
এর মধ্যে অনেক গুলো অংশ থাকতে পারে কিন্তু আমরা শুধুমাত্র ২টি অংশ নিয়ে আলোচনা করব...
<head> এবং <body>
তাহলে দেখতে কেমন হবে দেখে নেই....
<html>
<head>
</head>
<body>
</body>
<html>
এখন আমরা <head> এর মধ্যে শিরোনাম দেয়ার জন্য <title> ব্যবহার করতে পারি... এছাড়া <head> এর মধ্যে আরো অনেক কিছুই On Site SEO তে দেখাবো.. আর <body> তে আমরা যা লিখব সেইটাই পেইজএ দেখা যাবে...
<html>
<head>
<title>
Welcome to Bangladesh
</title>
</head>
<body>
I Love Bangladesh
</body>
<html>
দেখতে এরকম দেখাবে..
আরো কিছু গুরুত্বপূর্ণ TAG <body> এর মধ্যে লেখা যায়.. নিচের ছবিতে দেখে নিন....
<body>
I Love Bangladesh
<br>
<b>I Love Bangladesh</b>
<p>I Love Bangladesh</p>
<p align="center">I Love Bangladesh</p>
<a href="http://webandseo.org" title="Web and SEO" rel="dofollow" target="_blank">Web and SEO</a>
</body>
দেখতে এরকম দেখাবে..
<br> TAG এর মাধ্যমে লাইন এ বিরতি নির্দেশ করা হয়েছে...
<p> ট্যাগ এর মাধ্যমে প্যারাগ্রাফ/নরমাল লেখা নির্দেশ করা হয়েছে... <p align="center"> ট্যাগ এর মাধ্যমে লেখা টি মাঝখানে নিয়ে আনা হয়েছে...
SEO এর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যেই ট্যাগ তা সেটা হলো লিংক ট্যাগ.. <a> এর মাধ্যমে কোনো লেখাকে লিংক করা হয় ... <a ট্যাগ দিয়ে শুরু হবে... href এর মধ্যে লিংক তা দিতে হবে... title বলতে বুঝাচ্ছে আপনি লেখার উপর কার্সর নিয়ে গেলেই একটা নতুন লেখা ভেসে উঠবে.... আমরা যেহেতু সার্চ ইঞ্জিন এর নিয়ম অনুসারে SEO করব তাই rel এর মধ্যে dofollow লিখব... এটি খুবই গুরুত্বপূর্ণ... target এ আমরা "_blank" লিখব... যাতে কেউ ওই লিংক এ ক্লিক করলে অন্য একটি ট্যাব এ আপনার সাইট ওপেন হয়... আরো অনেক কিছু জানতে হয়.. কিন্তু আপাতত এতটুকু জেনে রাখুন.. পরবর্তী পর্বে on site SEO এর আলোচনায় বাকি টুকু জানতে পারবেন...
ভালো থাকবেন.. এবং অপেক্ষায় থাকুন..... খুব শীঘ্রই পরবর্তী পোস্ট পাবেন..
আমি WebandSEO - Noyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Noyan is a traveler, social media lover and a professional freelance web developer also working on SEO, Link Building, SEM, SMM, Internet & Affiliate Marketing with years of experience working collaboratively over the Internet. You may contact for affordable Web & SEO Service.
valo tune notun derjonno kaze lagbe.
Website a visitor ar jonno apni nicher traffic exchanger a apner website submit kortay paren.
http://www.networkfun.net
http://www.yibbida.com